
বুধবার নেতাজি ইন্ডোর স্টেডিয়ামের ব্যবসায়ী সম্মেলন থেকে একাধিক বড় ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ট্রেড অ্যান্ড এক্সপোর্ট হাব তৈরি, পশ্চিমবঙ্গ ট্রেডার্স ওয়ালফেয়ার বোর্ড, WB Trades Portal চালুর ঘোষণা করলেন মমতা।
এদিন মঞ্চ থেকে মুখ্যমন্ত্রী জানান, কলকাতা ও শিলিগুড়িতে দুটি ট্রেড অ্যান্ড এক্সপোর্ট ফেসিলেশন সেন্টার প্রতিষ্ঠা করা হবে। এই প্রথম রাজ্যে এমন সেন্টার তৈরি করা হবে। এরফলে বাংলার তাঁত, হস্তশিল্প, টেরাকোটা, লেদারের মতো সামগ্রী এই এক্সপোর্ট সেন্টারের মাধ্যমে বিক্রি করা যাবে। বিক্রি করা যাবে বাংলার GI ট্যাগপ্রাপ্ত সব প্রোডাক্টই।
AI নিয়ে কী বললেন মমতা বন্দ্যোপাধ্যায়?
এর পাশাপাশি AI নিয়েও মুখ খুলেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি জানান "AI আসতে এখনও দেরি আছে। কিন্তু AI যেন সাধারণ মানুষের চাকরি কেড়ে না নেয়। আমি এমন কিছু করব না, যাতে আমার লোকেরা বেকার হয়ে যায়। তাঁদের দিকটা লক্ষ্য রাখতে হবে। AI এখন অনেক কাজ করছে। কিন্তু, AI থাকলেও ব্রেনের দরকার আছে।"
ট্রেডার্স ওয়ালফেয়ার বোর্ড নিয়ে মুখ্যমন্ত্রী জানান,"আমরা পশ্চিমবঙ্গ ট্রেডার্স ওয়ালফেয়ার বোর্ড স্থাপন করব। যে বোর্ডের সদস্যরা মাসে একবার বৈঠক করে নিজেদের সমস্যার সমাধান করবেন। সরকার তাঁদের পাশে থাকবে। ব্যবসা সংক্রান্ত কোনও সমস্যা থাকলে এই বোর্ড দ্রুত তার সমাধান করবে।"
সরকারি কাজের টাকা দেওয়ার জন্য পোর্টাল চালু
এদিন মুখ্যমন্ত্রী পশ্চিমবঙ্গ ট্রেড রিসিভেবল ডিসকাউন্টিং সিস্টেম (WB Trades Portal)চালুর ঘোষণা করেন। তিনি জানান, "তাঁতি, ব্যবসায়ী, কারিগররা অনেক সময় সরকারি কাজের টাকার পেমেন্ট দেরিতে পেতেন। ফলে তাঁরা অনেক সমস্যায় পড়তেন। এবার এই পোর্টাল তাঁদের সমাধান করবেন। পোর্টালে কাজ শেষ করার তথ্য আপলোড করলে টাকা পাওয়া যাবে। সরকার এই বিষয়টি দেখবে।"