Advertisement

Mamata Banerjee: 'আমি ডক্টরেট ডিগ্রি ব্যবহার করি না,' অক্সফোর্ড আমন্ত্রণ নিয়ে 'গণশত্রু'কে টার্গেট মমতার

লন্ডন সফরের আগে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ে অধীনস্থ কলেজে আমন্ত্রণ নিয়ে জল্পনা তৈরি হয়। কলকাতার এক আরটিআই কর্মীর ইমেলের উত্তরে এই বিস্ফোরক তথ্য উঠে আসে। বিরোধী দল দাবি করে, রাজ্যবাসীকে ভুয়ো তথ্য দিচ্ছেন মুখ্যমন্ত্রী ও তাঁর দল। লন্ডন সফরের আগে এর জবাব দিতে সাংবাদিক বৈঠক করেন মুখ্যমন্ত্রী।

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়
Aajtak Bangla
  • কলকাতা,
  • 20 Mar 2025,
  • अपडेटेड 3:03 PM IST

লন্ডন সফরের আগে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ে অধীনস্থ কলেজে আমন্ত্রণ নিয়ে জল্পনা তৈরি হয়। কলকাতার এক আরটিআই কর্মীর ইমেলের উত্তরে এই বিস্ফোরক তথ্য উঠে আসে। বিরোধী দল দাবি করে, রাজ্যবাসীকে ভুয়ো তথ্য দিচ্ছেন মুখ্যমন্ত্রী ও তাঁর দল। লন্ডন সফরের আগে এর জবাব দিতে সাংবাদিক বৈঠক করেন মুখ্যমন্ত্রী।

ইমেলে দাবি করা হয়  অক্সফোর্ড বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের তরফ থেকে মুখ্যমন্ত্রীকে আমন্ত্রই পাঠানো হয়নি। এরই জবাবে মমতা বলেন, "আমি অনেক লড়াই করেছি। আমার লড়াই সকলেই জানে। আমি খুশি হতাম বাংলার অসম্মান করবেন না। আমার করুন। আমরা ইমেলগুলি পেয়েছি। আমি কবে আমার ডক্টরেট ডিগ্রি ব্যবহার করলাম? অনেকেই সাম্মানিক ডিগ্রি দিয়েছে। কোনওদিন তা ব্যবহার করিনি।" 

বিরোধীদের আক্রমণ করে মমতা বলেন, "আপনারা কী ভাবেন গণশত্রুরা? আমাদের কেউ পরিচিত বিদেশে নেই? আপনারা হিংসা করা বন্ধ করুন।"

লন্ডনে গিয়ে অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ে বক্তব্য রাখার কথা মুখ্যমন্ত্রীর। জানা যায়, অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের অধীনস্থ কেলগ কলেজের ওয়েবসাইটে মমতা ব্যানার্জির একটি আলোচনায় উপস্থিত থাকার উল্লেখ রয়েছে। ঘোষণা অনুযায়ী, ২৭ মার্চ কেলগ কলেজের সভাপতি জোনাথন মিচি এবং কোবরা বিয়ারের মালিক করণ বিলিমোরিয়ার সঙ্গে ‘সমাজ উন্নয়ন: নারী ও শিশু ক্ষমতায়ন’ শীর্ষক একটি প্রকাশ্য আলোচনা সভায় অংশ নেবেন মুখ্যমন্ত্রী।

এদিকে এক বহুল প্রচারিত সংবাদ মাধ্যমে প্রকাশিত তথ্য অনুযায়ী জানা যায়, মমতা বন্দ্যোপাধ্যায়ের বক্তব্য রাখা নিয়ে কোনও তথ্যই নেই অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের কাছে। মুখ্যমন্ত্রীর দাবি তাঁর নামে অপপ্রচার চালাচ্ছে বিরোধীরা।
 

Read more!
Advertisement
Advertisement