Advertisement

Mamata Banerjee : 'প্রমাণ ছাড়াই কথা বলছেন প্রধানমন্ত্রী', মোদীর পঞ্চায়েত হিংসা মন্তব্যের পাল্টা মমতা

পঞ্চায়েত হিংসা নিয়ে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। আর তারপরই সামনে এল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্য়ায়ের অডিওবার্তা। প্রধানমন্ত্রী মোদীকে পাল্টা আক্রমণ করলেন মমতা বন্দ্যোপাধ্যায়। বললেন, 'প্রধানমন্ত্রী কোনও প্রমাণ ছাড়াই কথা বলছেন।'

প্রধানমন্ত্রী মোদী ও মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়
Aajtak Bangla
  • কলকাতা,
  • 12 Aug 2023,
  • अपडेटेड 4:02 PM IST
  • পঞ্চায়েত হিংসা নিয়ে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী
  • আর তারপরই সামনে এল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্য়ায়ের অডিওবার্তা

পঞ্চায়েত হিংসা নিয়ে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। আর তারপরই সামনে এল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্য়ায়ের অডিওবার্তা। প্রধানমন্ত্রী মোদীকে পাল্টা আক্রমণ করলেন মমতা বন্দ্যোপাধ্যায়। বললেন, 'প্রধানমন্ত্রী কোনও প্রমাণ ছাড়াই কথা বলছেন।' 

তবে মমতা বন্দ্যোপাধ্যায়ের অডিওটা যে আজকের অর্থাৎ শনিবারেরই তা জানা যায়নি। অনেকে মনে করছেন, এই অডিও বার্তা আসলে প্রধানমন্ত্রীর মণিপুর ভাষণের পর। তবে কারও কারও মতে আজই এই অডিওবার্তা দিয়েছেন মুখ্যমন্ত্রী। 

মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, 'টিম ইন্ডিয়া প্রসঙ্গে তিনি প্রমাণ ছাড়া যা ইচ্ছে তাই বলে যাচ্ছেন। তিনি চাইছেন গরিব মানুষ মারা যাক। দেশের মৃত্যু হোক। সাধারণ মানুষ দুর্ভোগে থাকুক। ওরা চাই শুধুমাত্র বিজেপি থাকবে দেশে। তিনি তাঁর মতাদর্শ দিয়ে মানুষের কাছে পৌঁছতে পারছেন না।' 

দুর্নীতির অভিযোগও তুলেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বলেন, 'পিএম কেয়ার ফান্ড থেকে রাফাল, বেসরকারিকরণ, নোটবন্দী এসব মানুষ ভুলে যায়নি। সব সময় মানুষকে বোকা বানানো যায় না। নিজের মুখ দেখুন। আপনি আপনার লোকদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে পারবেন না। যারা দুর্নীতিগ্রস্ত। কুস্তিগীরদের উপর অত্যাচারের ঘটনায় কারা জড়িত?' 


প্রসঙ্গত, শনিবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী হাওড়ায় অনুষ্ঠিত বিজেপির পঞ্চায়েতি রাজ পরিষদের অনুষ্ঠানে ভার্চুয়ালি ভাষণ দেন। 'যারা নিজেদের গণতন্ত্রের চ্যাম্পিয়ন হিসেবে তুলে ধরে তারাই ইভিএম থেকে মুক্তি পাওয়ার ষড়যন্ত্র করছে। যাতে কোনও বিজেপি প্রার্থী মনোনয়ন জমা দিতে না পারে তা নিশ্চিত করার জন্য তারা সবকিছু কিছু করেছে। তারা কেবল বিজেপি কর্মীদেরই নয়, ভোটারদেরও হুমকি দিয়েছে। বুথ দখলের জন্য চুক্তি দেওয়া হয়। রাজ্যে রাজনীতি করার এটাই তাদের উপায়। নির্বাচনের সময় গুন্ডাদের সুপারি দিয়েছিল এবং গণনার দিন বুথে ঢুকতে বাধা করেছিল। বুথ ক্যাপচার করতে বলেছিল।'

Advertisement

 

Read more!
Advertisement

RECOMMENDED

Advertisement