CM Mamata Banerjee: 'রাজ্যে মিথ্য়ার প্রচার চলছে।' যার পিছনে রয়েছে বিজেপি বলে দাবি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের। পাশাপাশি আরএসএসও তাদের সঙ্গে রয়েছে বলে অভিযোগ তাঁর। তাঁর দাবি এরা বিভেদের রাজনীতি করার জন্য একটি দুর্ভাগ্যজনক ঘটনা ঘটছে। এরা 'ডিভাইড অ্যান্ড রুল'-এর খেলা খেলতে চায়। যাকে বিপজ্জনক অ্যাখ্যা দিয়েছেন মমতা। তিনি এ প্রসঙ্গে তিনি শান্তির বার্তা বলে একটি সরকারি নোটিশ জারি করেছেন।
নোটিশে কী বলা হয়েছে?
বিজেপি এবং তাদের সঙ্গীরা পশ্চিমবঙ্গে হঠাৎ খুব আক্রমণাত্মক হয়েছে। এই। সঙ্গীদের মধ্যে আরএসএস-ও আছে। আমি আগে আরএসএস-এর নাম নিইনি, কিন্তু এবার বাধ্য হয়েই বলতে হচ্ছে যে, রাজ্যে যে কুশ্রী মিথ্যার প্রচার চলছে তার মূলে তারাও আছে।
প্ররোচনার সূত্রে একটি দুর্ভাগ্যজনক ঘটনা ঘটে যাওয়ার পরিপ্রেক্ষিতটিকে এরা। ব্যবহার করছে। ব্যবহার করছে বিভেদের রাজনীতি করার জন্য। এরা 'ডিভাইড অ্যান্ড রুল'-এর খেলা খেলতে চায়। এ খেলা বিপজ্জনক।
এইসবের প্রতিক্রিয়ায়, আমি একটি আবেদন করতে চাই। আমি জন্মেছি এবং বড় হয়েছি পশ্চিমবঙ্গে, বাংলা আমার মাতৃভূমি, দেশ আমার ইন্ডিয়া ভারতবর্ষ। আমি আমার দেশকে ভালোবাসি, আমার রাজ্যকে ভালবাসি, আমার তৃণমূল স্তরে আছে যে জেলা থেকে বুক থেকে গ্রাম আমি তাদের সব কিছু নিয়ে ভালবাসি। এই ভালবাসা থেকেই আমার এই আবেদনপত্র।
আমার আবেদন হল: দয়া করে ধীর ও শান্ত থাকুন। আমরা সাম্প্রদায়িক দাঙ্গার নিন্দা করি এবং তাদের রুখবই। দাঙ্গার পিছনে আছে যে দুর্বৃত্তরা, তাদের কড়া হাতে দমন করা হচ্ছে। কিন্তু, সেইসঙ্গেই, পারস্পরিক অবিশ্বাসের বাতাবরণও আমাদের এড়িয়ে চলতে হবে। সংখ্যাগুরু ও সংখ্যালঘু সম্প্রদায়কে পরস্পরের সঙ্গে হাত মিলিয়ে কাজ করতে হবে, পরস্পরের ব্যাপারে সহমর্মী ও যত্নশীল হতে হবে।
আগুনের সঙ্গে খেলা করার জন্য ওরা প্রথমে দাম নবমী দিনটিকেই বেছে নেওয়ার পরিকল্পনা করেছিল। কিন্তু পশ্চিমবঙ্গে রাম নবমী উদযাপন হয় খুবই শান্তিপূর্ণভাবে।