Advertisement

Mamata on G Ram G Bill: MGNREGA-র নাম বদলে মুখ খুললেন মমতা, পাল্টা 'কর্মশ্রী' স্কিম হচ্ছে 'মহাত্মাজি'

বদলে যাচ্ছে 'কর্মশ্রী' প্রকল্পের নাম। কেন্দ্র সরকার মহাত্মা গান্ধীর MGNREGA প্রকল্পের নাম বদলে G Ram G করে বিল পাস করে। এই বিলও পাস হয়ে যায় সংসদে। এ প্রসঙ্গে প্রথমবার মুখ খুললেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্য়ায়। এবার থেকে রাজ্যের প্রকল্প 'কর্মশ্রী'র নাম বদলে মহাত্মা গান্ধীর নামে করা হবে। বৃহস্পতিবার দেশ-বিদেশের শিল্পপতি, বণিকমহলের প্রতিনিধিরা হাজির হন এক দিনের বাণিজ্য সম্মেলনে। সেখান থেকেই MGNREGA ১০০ দিনের কাজের নাম বদলে কেন্দ্রকে নিশানা করেন।

MGNREGA নিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়MGNREGA নিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়
Aajtak Bangla
  • কলকাতা,
  • 18 Dec 2025,
  • अपडेटेड 4:01 PM IST

বদলে যাচ্ছে 'কর্মশ্রী' প্রকল্পের নাম। কেন্দ্র সরকার MGNREGA প্রকল্প থেকে বাদ গেছে মহাত্মা গান্ধীর নাম। পাস হয়েছে G Ram G বিল। মধ্যরাতে এই বিলও পাস হয়ে যায় সংসদে। এ প্রসঙ্গে প্রথমবার মুখ খুললেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্য়ায়। এবার থেকে রাজ্যের প্রকল্প 'কর্মশ্রী'র নাম বদলে 'মহাত্মা গান্ধীজি স্কিম' নাম করা হবে বলে ঘোষণা করেন মমতা। বৃহস্পতিবার দেশ-বিদেশের শিল্পপতি, বণিকমহলের প্রতিনিধিরা হাজির হন এক দিনের বাণিজ্য সম্মেলনে। সেখান থেকেই MGNREGA ১০০ দিনের কাজের নাম বদলে কেন্দ্রকে নিশানা করেন। পাশাপাশি কাজের দিন ৭৫ দিন থেকে বাড়িয়ে ১০০ দিন করা হচ্ছে।

মুখ্যমন্ত্রী বলেন, "জাতির জনক মহাত্মা গান্ধীর নামে প্রকল্প মনরেগার নাম বদলে দিচ্ছে। আমরা জানি মহাত্মা গান্ধী, নেতাজি....কীকরে সম্মান দিতে হয়। আমরা জাতির জনককে ভুলে যাচ্ছি। আমরা কর্মশ্রী প্রকল্প শুরু করেছি। এই প্রকল্পের নাম মহাত্মা গান্ধীর নামে হবে।  মনরেগা প্রকল্পে দেশের জনক মহাত্মা গান্ধীর নাম নেই। আমি লজ্জিত। বিল এল দেখা গেল তাঁর নাম নেই। কাজের দিন ৭৫ দিন থেকে বাড়িয়ে ১০০ দিন করা হবে। এই দেশের নাগরিক হিসেবে এই ঘটনায় লজ্জিত। আমরা দেশের জনককে ভুলে যাচ্ছি।"

তিনি আরও বলেন, "এখানেও খেলা খেলা হচ্ছে। আমাদের একশো দিনের টাকা দেওয়া হচ্ছে না। আমাদের ভিক্ষা চাই না। আমাদের আত্মসম্মান আছে। আমি জানি না কেন অনেকে ঈর্ষায় আমাদের রাজ্যের নামে কুৎসা করে। কারণ কলকাতা এককালে বাংলা রাজধানী ছিল।" 

প্রসঙ্গত, শীতকালীন অধিবেশনে "বিকশিত ভারত জি রাম জি" বিলটি পাস হয়েছে। বিরোধী দলের বিক্ষোভের মধ্যেই বিলটি অনুমোদিত হয়। বুধবার বিরোধী নেতারা সংসদের বাইরেও বিক্ষোভ প্রদর্শন করেন। এই পদক্ষেপকে সংবিধানের মৌলিক নীতির বিরুদ্ধে বলে অভিহিত করেন।

বিলটি ১৭ ডিসেম্বর লোকসভায় পেশ করা হয়েছিল। বিতর্কের সময়, বিরোধীরা আপত্তি তুলেছিল। এটিকে একটি যৌথ সংসদীয় কমিটিতে (জেপিসি) পাঠানোর দাবি জানিয়েছিল। বিলটি যখন সংসদে অনুমোদিত হয়, তখন বিরোধীরা হট্টগোল শুরু করে। কংগ্রেস নেত্রী প্রিয়াঙ্কা গান্ধী ভঢরা নতুন বিলটিকে সংবিধানের মৌলিক চেতনার বিরুদ্ধে বলে অভিহিত করেন।

Advertisement

গতকাল, বুধবার, লোকসভায় VB-G-RAM-G বিল নিয়ে মোট ১৪ ঘণ্টা আলোচনা হয়। কার্যবিবরণী চলে রাত ১টা ৩৫ মিনিট পর্যন্ত। মোট ৯৮ জন সাংসদ বৈঠকে অংশ নিয়েছিলেন। যে বিলটি এত আলোড়ন সৃষ্টি করেছিল। জাতির জনক মহাত্মা গান্ধীর নাম কেন পরিবর্তন করা হয়েছিল, তা নিয়ে কংগ্রেসের আপত্তি রয়েছে। আগে এই আইনটি মহাত্মা গান্ধী জাতীয় গ্রামীণ কর্মসংস্থান গ্যারান্টি আইন নামে পরিচিত ছিল, কিন্তু এখন এটি VB-G-RAM-G নামে পরিচিত হবে। 
 

Read more!
Advertisement
Advertisement