
ব্যবসায়ী সম্মেলনে উপস্থিত হয়ে রাজ্যবাসীকে ব্যবসার পরিকল্পনা দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোাধ্যায়। বুধবার নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে (Netaji Indoor Stadium) কনফেডারেশন অব ওয়েস্ট বেঙ্গল ট্রেড অ্যাসোসিয়েশনের সম্মেলনে উপস্থিত হন মুখ্যমন্ত্রী। সেখান থেকে কম পুঁজিতে ব্যবসার পরিকল্পনাও দেন। স্বামী-স্ত্রী একত্রে কী ব্যবসা করতে পারেন তার রূপরেখা দেন তিনি।
মুখ্যমন্ত্রীর বক্তব্য প্রধানমন্ত্রীও চা বিক্রি করতেন। তিনি চা বিক্রি কথা বললে কেন সমস্যআ হয়? এদিন মমতা বলেন, "অনেকে ক্ষ্যাপায়, আমি কেন চায়ের কথা বলি। আমি চা বিক্রি করতে বললেই দোষ। প্রধানমন্ত্রী বললে দোষ নেই? এক হাজার টাকা নিন, দু'টো কেটলি কিনুন। চা তৈরি করুন, আর বিস্কুট নিন। দেখুন নাহয় বউকে দিয়ে ঘুগনি তৈরি করে আনুন। প্ল্যাটফর্মে গিয়ে দাঁড়ান, বাস স্ট্যান্ডে গিয়ে দাঁড়ান। এই টাকা কতদিনে কততে গিয়ে দাঁড়ায় দেখুন। কোনও কাজ ছোট নয়।"
মমতার আরও পরামর্শ, "আমি নিজের বিছানা গোছাই। নিজের কাজ নিজে করুন।"
এদিন রাজ্যের ব্যবসা নিয়ে সম্মেলন থেকে মমতার আরও বার্তা, বাংলার মতো বাণিজ্যিক পরিকাঠামো দেশের খুব কম জায়গাতে আছে। MSME-তে দেশের মধ্যে বাংলা এক নম্বরে। পশ্চিমবঙ্গ বাণিজ্যের জন্য উপযুক্ত।
রাজ্যের ব্যবসাকে আরও এগিয়ে নিয়ে যেতে কলকাতা ও শিলিগুড়িতে ট্রেড অ্যান্ড এক্সপোর্ট সেক্টরের জন্য আলাদা বিজনেস হাব তৈরি করা হবে। আগামী দিনে প্যাকেজিং ও ব্র্যান্ডিংয়ের উপর বিশেষ জোর দেবে সরকার। পাশাপাশি, ব্যবসায়িক সমস্যা দ্রুত মেটাতে আগামী ১৫ দিনের মধ্যে একটি ওয়েলফেয়ার বোর্ড গঠন করতে হবে। সেই বোর্ডে রাজ্যের প্রতিটি জেলার ব্যবসায়িক সংগঠনকে যুক্ত হবে।