Advertisement

CM Mamata Banerjee: বাজপেয়ীর 'আসলি' জন্মদিন কবে? মমতা ফাঁস করলেন সেই কাহিনি, VIDEO

প্রাক্তন প্রধানমন্ত্রী অটল বিহারী বাজপেয়ী জানতেন না নিজের সঠিক জন্ম তারিখ। ২৫ ডিসেম্বর, বড়দিনের দিন প্রাক্তন প্রধানমন্ত্রীর জন্মদিন পালন করা হত। যদিও ২৫ ডিসেম্বর তাঁর আসল জন্মদিন নয়। সত্য ফাঁস করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়- প্রাক্তন প্রধানমন্ত্রী অটল বিহারী বাজপেয়ীমুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়- প্রাক্তন প্রধানমন্ত্রী অটল বিহারী বাজপেয়ী
Aajtak Bangla
  • কলকাতা,
  • 11 Nov 2025,
  • अपडेटेड 5:17 PM IST

প্রাক্তন প্রধানমন্ত্রী অটল বিহারী বাজপেয়ী জানতেন না নিজের সঠিক জন্ম তারিখ। ২৫ ডিসেম্বর, বড়দিনের দিন প্রাক্তন প্রধানমন্ত্রীর জন্মদিন পালন করা হত। যদিও ২৫ ডিসেম্বর তাঁর আসল জন্মদিন নয়। সত্য ফাঁস করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

মঙ্গলবার স্বাস্থ্য ভবনে ১১০টি স্বয়ংসম্পূর্ণ ভ্রাম্যমাণ চিকিৎসাযানের উদ্বোধন করেন মুখ্যমন্ত্রী।  এই মঞ্চ থেকেই অটল বিহারী বাজপেয়ীর জন্ম সংক্রান্ত তথ্য ফাঁস করেন মমতা। অটলজিকে তিনি একদিন প্রশ্ন করেছিলেন, "২৫ ডিসেম্বর, যীশু খ্রীস্টের জন্মের দিন আপনার জন্মদিন?" উত্তরে তিনি বলেন, "না, মমতাজি, এটা আমার আসল জন্মদিন নয়। যা বাবা-মা দিয়েছিল সেরকমই চলছে।" এরপরই হেসে মমতা বলেন, "উনি যেমন, আমায় ফোন করতেন ৫ জানুয়ারি। আমি বলেছিলাম আমারও একই ব্যাপার। তাই ৫ জানুয়ারি ফোন করবেন না। আমি বলেছিলাম, সত্যি কথা সত্যভাবেই বলা উচিত।"

বাবা-মায়ের দেওয়া তারিখকে নিজের জন্মতারিখ হিসেবে মানেন মমতা। নেই কোনও সার্টিফিকেট বা বৈধ প্রমাণ। এমনকি মুখ্যমন্ত্রী এদিন আরও একটি তথ্য ফাঁস করেন। বলেন, কলকাতা নয়, বীরভূমের লালমাটিতে জন্মগ্রহণ করেন তিনি। এর একদিন পর তাঁকে আনা হয় কলকাতায়। বাবার কাজের জন্য গ্রাম ছেড়ে চলে আসতে হয়।

এ প্রসঙ্গ ধরেই মমতার মন্তব্য, এখন ৯৯.৫ শতাংশ সন্তান প্রসব হচ্ছে হাসপাতালে। এখন আর বাড়িতে ডেলিভারি হয় না। আগের মতো বাড়িতে সন্তান প্রসবের সংখ্যা প্রায় কমে গেছে। গত ১৪ বছরে বিপ্লব হয়েছে বলে দাবি মুখ্যমন্ত্রীর। এখন প্রত্যন্ত অঞ্চলে মাদার ওয়েটিং হাট তৈরি করা দেওয়া। সেখানে তাঁকে নিয়ে আসা হয়। দেখাশুনো করা হয়। যখন প্রসবের সময় হয় তখন হাসপাতালে স্থানান্তর করা হয়। 

নথি অনুযায়ী ৫ জানুয়ারি জন্ম মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের। প্রতি বছর ৫ জানুয়ারি দিনটিতেই জন্মদিনের শুভেচ্ছা পান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। একাধিকবার নানান মঞ্চ থেকে নিজের জন্ম তারিখ প্রসঙ্গে তিনি জানিয়েছেন, বাড়িতেই তাঁর জন্ম। সেসময় কারওরই বার্থ সার্টিফিকেট থাকত না। একই অবস্থা ছিল অটল বিহারী বাজপেয়ীরও।
 

Advertisement

Read more!
Advertisement
Advertisement