Advertisement

Mamata Banerjee Visits Rizwanur Rahman House: ইদের দিন রিজওয়ানুর রহমানের বাড়িতে মমতা, সঙ্গী অভিষেক

রিজওয়ানুরের স্মৃতিসৌধতে মালা দিয়ে মোমবাতি জ্বালান মুখ্যমন্ত্রী। এরপর রিজওয়ানুরের মা ও পরিবারের বাকি সদস্যদের ইদের শুভেচ্ছা জানিয়ে কথা বলেন।

রিজওয়ানুর রহমানের বাড়িতে মমতা
Aajtak Bangla
  • কলকাতা,
  • 22 Apr 2023,
  • अपडेटेड 6:39 PM IST
  • রিজওয়ানুরের স্মৃতিসৌধতে মালা দিয়ে মোমবাতি জ্বালান মুখ্যমন্ত্রী
  • ২০০৭ সালে রিজওয়ানুর রহমানের মৃত্যু ঘিরে উত্তাল হয় বাংলার রাজনীতি

পার্ক সার্কাসে রিজওয়ানুর রহমানের বাড়িতে গেলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তাঁর সঙ্গে ছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়ও৷ ইদের দিন সকালে রিজওয়ানুরের স্মৃতিসৌধতে মালা দিয়ে মোমবাতি জ্বালান মুখ্যমন্ত্রী। এরপর রিজওয়ানুরের মা ও পরিবারের বাকি সদস্যদের ইদের শুভেচ্ছা জানিয়ে কথা বলেন।

ইদের দিন সকালে প্রথমে রেড রোডে নামাজে অংশ নেন মুখ্যমন্ত্রী। নামাজ শেষের পরে বেশ খানিকক্ষণ ভাষণও দেন। সেখান থেকে চলে যান পার্ক সার্কাসের লাল মসজিদ। তাঁর সঙ্গে ছিলেন অভিষেক। এরপর যান রিজওয়ানুর রহমানের বাড়িতে। রিজওয়ানুরের মা কিশওয়ার জাহান, দাদা রুকবানুর রহমান এবং পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলেন মুখ্যমন্ত্রী। খুশির ইদের শুভেচ্ছা জানান প্রত্যেককে।

আরও পড়ুন: Mamata Banerjee on Eid: ‘মুসলমান ভোট ভাগ হতে দেব না’, ইদের রেড রোডে একজোট হওয়ার বার্তা মমতার

২০০৭ সালে রিজওয়ানুর রহমানের মৃত্যু ঘিরে উত্তাল হয় বাংলার রাজনীতি। সেই সময় থেকেই পরিবারের পাশে দাঁড়ান তৎকালীন বিরোধী নেত্রী মমতা। রিজওয়ানুরের দাদা রুকবানুর রহমানকে তৃণমূলের টিকিটও দেন। ২০১১ সালে তৃণমূলের টিকিটে বিধায়ক নির্বাচিত হন রুকবানুর। ২০২১ সালের বিধানসভা নির্বাচনে নদিয়ার চাপড়া থেকে ঘাষফুলের টিকিটে জয়ী হয়েছেন তিনি।

TAGS:
Read more!
Advertisement

RECOMMENDED

Advertisement