আরজি কর কাণ্ডের পর ডাক্তারদের একটি বড় অংশের আন্দোলনের জেরে রাজ্য সরকারের সঙ্গে বাংলার ডাক্তারকূলের বিরাট দূরত্ব তৈরি হয়েছিল। আজ অর্থাত্ সোমবার ধনধান্য অডিটোরিয়ামে রাজ্যের সব ডাক্তারদের সঙ্গে বৈঠকে যে সেই দূরত্ব ঘুচিয়ে ফেলতেই মরিয়া ছিলেন মুখ্যমন্ত্রী। মাইনে বাড়ানো থেকে শুরু করে প্রাইভেট প্র্যাক্টিসে শিথিলতা, ডাক্তারদের জন্য একাধিক উপহার ঘোষণা করলেন মমতা বন্দ্যোপাধ্যায়। একইসঙ্গে মেদিনীপুর মেডিক্যাল কলেজে মেয়াদোর্ত্তীর্ণ স্যালাইন দেওয়ার অভিযোগে মৃত্যুর ঘটনায় যে সব জুনিয়র ডাক্তারকে সাসপেন্ড করা হয়েছিল, তাঁদের সাসপেনশনও তুলে দেওয়ার কথা ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী।
প্রসূতি মৃত্যুর ঘটনায় উত্তাল হয়েছিল রাজ্য
গত ৮ জানুয়ারি মেদিনীপুর মেডিক্যাল কলেজ ও হাসপাতালে এক প্রসূতি মৃত্যুর ঘটনায় উত্তাল হয়েছিল রাজ্য। অসুস্থ হয়ে পড়েন আরও ৩ প্রসূতি। মামনি রুইদাস নামে মৃত প্রসূতির পরিবার হাসপাতালে দেওয়া এক বিশেষ সংস্থার রিঙ্গার্স ল্যাকটেট স্যালাইনের গুণমান নিয়ে প্রশ্ন তুলেছিলেন। ঘটনার প্রেক্ষিতে উচ্চ পর্যায়ের তদন্ত কমিটিও গঠন করা হয় স্বাস্থ্য ভবনের তরফে। পাশাপাশি সিআইডিও ঘটনার তদন্ত শুরু করে। এ ঘটনায় চিকিৎসায় গাফিলতির অভিযোগে সিনিয়র, জুনিয়র-সহ বেশ কয়েকজন চিকিৎসককে সাসপেন্ডও করা হয়েছিল।
মেদিনীপুর প্রসঙ্গ তোলেন মমতা বন্দ্যোপাধ্যায়
এদিন ডাক্তারদের সঙ্গে মিটিংয়ে নিজেই মেদিনীপুর প্রসঙ্গ তোলেন মমতা বন্দ্যোপাধ্যায়। বলেন, 'মেদিনীপুরে যে কেসটা হয়েছিল নিশ্চয়ই নেগলিজেন্স ছিল। সেটা তদন্ত চলছে, তদন্ত রিপোর্ট হাতে না আসা পর্যন্ত কিছু বলব না। জুনিয়র ডাক্তারদের কয়েকজনকে সাসপেন্ড করা হয়েছিল, তাদের উপর সব কিছু ছেড়ে দেওয়া ঠিক হয়নি। কিন্তু জুনিয়র ডাক্তাররাও একদিন সিনিয়র হবে, তাদের ভবিষ্যতের কথা ভেবে আমি জুনিয়র ডাক্তারদের সাসপেনশন তুলে নিচ্ছি।'
প্রাইভেট প্র্যাক্টিস নিয়েও নিয়ম অনেকটা শিথিল
একই সঙ্গে ডাক্তারদের প্রাইভেট প্র্যাক্টিস নিয়েও নিয়ম অনেকটা শিথিল করে দিলেন স্বাস্থ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সিনিয়র ডাক্তারদের মমতার আবেদন, ৮ ঘণ্টা সরকারি পরিষেবা দিয়ে তাঁরা প্রাইভেট প্র্যাক্টিস করতেই পারেন। মমতার কথায়, 'সিনিয়র ডাক্তারদের আমি বলব, দয়া করে জুনিয়র ডাক্তারদের উপর পুরো দায়িত্ব দিয়ে আপনারা ছেড়ে দেবেন না। আপনারা মিনিমাম ৮ ঘণ্টা সরকারি পরিষেবা দিন। তারপর প্রাইভেট প্র্যাক্টিস করুন, আমার আপত্তি নেই। আমি ২০ কিলোমিটারটা ৩০ কিমি করে দিচ্ছি। কিন্তু ৮ ঘণ্টা সরকারি পরিষেবার সময় দয়া করে চলে যাবেন না। এটা করলে আপনাদের কাছে আমরা কৃতজ্ঞ থাকব।'