Advertisement

Jobless Teachers Unrest: মমতার বৈঠকে ঢুকতে 'পাস' লাগবে? চাকরিহারাদের বিক্ষোভে রণক্ষেত্র নেতাজি ইন্ডোর

আজ নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে মুখ্যমন্ত্রী বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে বৈঠকে বসতে চলেছেন সদ্য চকরিহারা শিক্ষক ও অশিক্ষক কর্মচারীরা ৷ কিন্তু তার আগেই সোমবার সকালে পাস বিলি নিয়ে অশান্তির পরিবেশ তৈরি হয় নেতাজি ইন্ডোর স্টেডিয়ামের সামনে।

বৈঠকের আগেই চাকরিহারাদের বিক্ষোভে রণক্ষেত্র নেতাজি ইন্ডোরবৈঠকের আগেই চাকরিহারাদের বিক্ষোভে রণক্ষেত্র নেতাজি ইন্ডোর
Aajtak Bangla
  • কলকাতা,
  • 07 Apr 2025,
  • अपडेटेड 9:43 AM IST

আজ নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে মুখ্যমন্ত্রী বন্দ্যোপাধ্যায়ের  সঙ্গে বৈঠকে বসতে চলেছেন সদ্য চকরিহারা শিক্ষক ও অশিক্ষক কর্মচারীরা ৷ কিন্তু তার আগেই সোমবার সকালে পাস বিলি নিয়ে অশান্তির পরিবেশ তৈরি হয় নেতাজি ইন্ডোর স্টেডিয়ামের সামনে।

মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠকে থাকার জন্য নেতাজি ইন্ডোরের সামনে রবিবার রাত থেকে জড়ো হন বহু শিক্ষক ও অশিক্ষক কর্মচারী চাকরিহারা। চাকরিহারাদের একাংশের  অভিযোগ, সকলকে ভিতরে যাওয়ার ‘পাস’ দেওয়া হচ্ছে না। এ ক্ষেত্রেও ‘পাস’ বিক্রি হয়ে যাচ্ছে। যাঁরা রাত থেকে বসে আছেন, তাঁদের ‘পাস’ দেওয়া হচ্ছে না বলে অভিযোগ। এই মর্মে সকাল থেকে নেতাজি ইন্ডোরের সামনে তাঁরা বিক্ষোভ দেখান। পুলিশ পরিস্থিতি সামাল দেওয়ার চেষ্টা করছে।

চাকরিহারাদের একাংশের অভিযোগ, টাকার বিনিময়ে পাস বিক্রি করা হয়েছে। যোগ্যদের বঞ্চিত করে ওই পাস দেওয়া হয়েছে অযোগ্যদের। এ নিয়ে পুলিশের সঙ্গেও বচসায় জড়িয়ে পড়েন চাকরিহারাদের একাংশ। অশান্তি এড়াতে প্রচুর পুলিশ মোতায়েন রয়েছে নেতাজি ইন্ডোর-সহ সংলগ্ন এলাকায়। চাকরিহারাদের এই অংশের অভিযোগ, এই ‘পাস’ কোথা থেকে দেওয়া হল, তাঁরা জানেন না। তাঁরা কোনও ‘পাস’ পাননি। কিন্তু তাঁরাই নেতাজি ইন্ডোরে মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠকে থাকতে চান।

এদিকে শহিদ মিনারে রাতভর যাঁরা অবস্থানে বসেছিলেন তাঁরাসোমবার সকাল ৯টার পর  নেতাজি ইন্ডোরের উদ্দেশে রওনা দেন। মিছিল করে নেতাজি ইন্ডোরে যান তাঁরা।  এঁদের সকলের কাছে মমতার বৈঠকের ‘পাস’ আছে বলে দাবি।  এই পাস থাকা চাকরি হারাদের সঙ্গে যাদের পাস নেই তাদের বচসা শুরু হয়।  মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠকের আগে চাকরিহারাদের বিক্ষোভে রণক্ষেত্রের চেহারা নেয়  নেতাজি ইন্ডোর। চাকরিহারাদের দু’পক্ষ সেখানে মুখোমুখি হয়।  একদলের কাছে বৈঠকের ‘পাস’ আছে। তাঁদের অধিকাংশ শহিদ মিনার থেকে মিছিল করে নেতাজি ইন্ডোরে পৌঁছে ঘটনাস্থলে গিয়ে বসে পড়েন। এই পক্ষের দাবি, অযোগ্যদের তাঁরা বৈঠকে ঢুকতে দেবেন না। অন্যদিকে রাতভর নেতাজি ইন্ডোরের সামনে যারা জমায়েত করেছিলেন। তাঁদের কাছে ‘পাস’ নেই। ‘পাস’ কোথা থেকে এল, তার বৈধতা কী, তা নিয়েই প্রশ্ন তুলছেন এই শিবিরের লোকেরা। 

Advertisement

Read more!
Advertisement
Advertisement