Advertisement

ষোধপুর পার্কের বহুতল থেকে পড়ে কলেজ ছাত্রীর মৃত্যু, আত্মহত্যা?

খাস কলকাতায় কলেজ ছাত্রীর মৃত্যু। যোধপুর পার্কের চারতলা থেকে পড়ে মারা যান তিনি। নাম সায়নী শেখ (২১)। বর্ধমানের কালনা কলেজে সাইকোলজি বিভাগের প্রথম বর্ষে পড়তেন তিনি।

AI Image AI Image
Aajtak Bangla
  • কলকাতা ,
  • 25 Jun 2025,
  • अपडेटेड 3:44 PM IST
  • খাস কলকাতায় কলেজ ছাত্রীর মৃত্যু
  • যোধপুর পার্কের চারতলা থেকে পড়ে মারা যান তিনি

খাস কলকাতায় কলেজ ছাত্রীর মৃত্যু। যোধপুর পার্কের চারতলা থেকে পড়ে মারা যান তিনি। নাম সায়নী শেখ (২১)। বর্ধমানের কালনা কলেজে সাইকোলজি বিভাগের প্রথম বর্ষে পড়তেন তিনি। তবে যোধপুর পার্কে থাকতেন। 

ওই আবাসনের বাসিন্দারা জানিয়েছেন, বেলা এগারোটা নাগাদ তাঁরা হঠাৎ উপর থেকে ভারী কিছু পড়ার শব্দ পান। তারপর দেখেন সায়নী পড়ে রয়েছেন রাস্তায়। তাঁকে তড়িঘড়ি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানেই তাঁকে চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করেন। 

ওই তরুণী যোধপুর পার্কে দিদির সঙ্গে পেয়িং গেস্ট হিসেবে থাকতেন। স্থানীয়দের দাবি, মাঝে মধ্যে সায়নীর সঙ্গে ঝামেলা হত দিদির। বাইরে থেকে সেই শব্দ শোনা যেত। এদিন সকালেও দিদির সঙ্গে ঝামেলা হয় তাঁর। 

এদিকে ঘটনার খবর পেয়ে সেখানে আসে পুলিশ। দেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়। আবাসনের অন্য বাসিন্দাদের জিজ্ঞাসাবাদও শুরু হয়েছে। কেউ কেউ দাবি করছেন, চারতলা থেকে ঝাঁপ দিয়ে আত্মহত্যা করেছেন সায়নী। তবে পুলিশ ঘটনার পূর্ণাঙ্গ তদন্ত শুরু করেছে। 

ওই তরুণীর কীভাবে মৃত্যু হল তা খতিয়ে দেখা হচ্ছে। আত্মহত্যা না খুন তার তদন্ত শুরু হয়েছে। সায়নীর কোনও ছেলের সঙ্গে সম্পর্ক ছিল কি না বা অন্য কোনও সমস্যায় ভুগছিলেন কি না সেসবও খতিয়ে দেখা হচ্ছে। পুলিশ সূত্রে খবর, সায়নীর দিদিকে জিজ্ঞাসাবাদ করা হবে। অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু হয়েছে। দেহের ময়নাতদন্তের রিপোর্ট সামনে আসার পর মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে। 

যদিও পরে পুলিশ জানতে পারে, বেশ কয়েক বছর ধরে মানসিক সমস্যায় ভুগছিলেন তরুণী। তার জেরেই আত্মহত্যা করেছেন কি না সেটাও তদন্ত করবে পুলিশ।   

Read more!
Advertisement
Advertisement