Advertisement

Suicide: ১০০ ডায়ালেও শেষরক্ষা হল না, হরিদেবপুরে আত্মঘাতী উচ্চপদস্থ কমিশনার

১০০ ডায়াল করেও শেষরক্ষা হল না। আত্মঘাতী হলেন কেন্দ্রীয় সরকারের উচ্চপদস্থ আধিকারিক। রবিবার হরিদেবপুরে গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করেন ৪৮ বছর বয়সী আভাস পাল। কমার্শিয়াল ট্যাক্সের ডেপুটি কমিশনার পদে কর্মরত ছিলেন তিনি। ঠিক কী কারণে তিনি নিজেকে শেষ করে দিলেন, তা জানা যায়নি। ঘটনার তদন্তে নেমেছে হরিদেবপুর থানা।

আত্মঘাতী কেন্দ্রীয় সরকারি আধিকারিকআত্মঘাতী কেন্দ্রীয় সরকারি আধিকারিক
Aajtak Bangla
  • কলকাতা,
  • 30 Oct 2023,
  • अपडेटेड 10:46 AM IST
  • ১০০ ডায়াল করেও শেষরক্ষা হল না। আত্মঘাতী হলেন কেন্দ্রীয় সরকারের উচ্চপদস্থ আধিকারিক।
  • রবিবার হরিদেবপুরে গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করেন ৪৮ বছর বয়সী আভাস পাল।
  • কমার্শিয়াল ট্যাক্সের ডেপুটি কমিশনার পদে কর্মরত ছিলেন তিনি। ঠিক কী কারণে তিনি নিজেকে শেষ করে দিলেন, তা জানা যায়নি।

১০০ ডায়াল করেও শেষরক্ষা হল না। আত্মঘাতী হলেন কেন্দ্রীয় সরকারের উচ্চপদস্থ আধিকারিক। রবিবার হরিদেবপুরে গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করেন ৪৮ বছর বয়সী আভাস পাল। কমার্শিয়াল ট্যাক্সের ডেপুটি কমিশনার পদে কর্মরত ছিলেন তিনি। ঠিক কী কারণে তিনি নিজেকে শেষ করে দিলেন, তা জানা যায়নি। ঘটনার তদন্তে নেমেছে হরিদেবপুর থানা। 

পুলিশ আধিকারিকরা জানিয়েছেন, রবিবার বিকেলে ১০০ ডায়াল করে একটি ফোন আসে। ফোনটি করেছিলেন আভাস পালের প্রতিবেশী। তিনি জানান, অনেকক্ষণ ধরে ডাকাডাকি করেও আভাস পালের কোনও সাড়াশব্দ পাওয়া যাচ্ছে না। বাড়ির দরজা ভিতর থেকে বন্ধ। এরপরেই সঙ্গে সঙ্গে লালবাজারের তরফে হরিদেবপুর থানায় খবর দেওয়া হয়। পুলিশকর্মীদের একটি টিম হরিদেবপুরে আরএন টেগোর রোডে আভাস পালের বাড়িতে ছুটে যান। কিন্তু ততক্ষণে অনেকটাই বিলম্ব হয়ে গিয়েছে। ভিতরে ঢুকে পুলিশকর্মীরা আভাস পালের ঝুলন্ত দেহ উদ্ধার করেন। 

সূত্রের খবর, রবিবার সকালেই বাড়ি ফিরেছিলেন আভাস পাল। ঘটনার সময়ে তাঁর বাড়িতে স্ত্রী-সন্তানরা কেউ ছিলেন না। 

আভাস পালের বাড়ি থেকে কোনও সুইসাইড নোট মেলেনি। তাঁর স্ত্রীও আত্মহত্যার সম্ভাব্য কারণ বলতে পারেননি। 

কেন্দ্রীয় সরকারের রাজস্ব বিভাগের দাপুটে অফিসার ছিলেন আভাস পাল। আর সেই কারণে তাঁর পরিচিতিও নেহাত কম ছিল না। তাঁর এমন আকস্মিক মর্মান্তিক পরিণতিতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। আভাস পালের বাড়িতে স্ত্রী ও দুই সন্তান রয়েছেন।

TAGS:
Read more!
Advertisement
Advertisement