প্রবল বৃষ্টিতে বিপর্যস্ত কলকাতায় একের পর এক বিদ্যুৎস্পৃষ্টের ঘটনা, জলমগ্ন রাস্তাঘাট এবং বিভ্রান্তিতে ভরা জনজীবন শহরবাসীকে আতঙ্কিত করে তুলেছে। এই পরিস্থিতিতে জরুরি ব্যবস্থা হিসেবে নবান্নে চালু হল বিশেষ কন্ট্রোল রুম।
শহরবাসীকে আশ্বস্ত করে প্রশাসন জানিয়েছে, বিদ্যুৎ সংযোগে সমস্যা, খোলা তার, কিংবা জল জমা-যে কোনও খবর সরাসরি জানানো যাবে নির্দিষ্ট নম্বরগুলিতে: ১০৭০, ৮৬৯৭৯৮১০৭০, ২২১৪৩৫২৬ এবং ২২৫৩৫১৮৫। ফোন গেলেই দ্রুত পদক্ষেপ করা হবে বলে আশ্বাস দেওয়া হয়েছে।
মুখ্যমন্ত্রীর নির্দেশে বিদ্যুৎ দফতরকে সিইএসসির সঙ্গে অবিলম্বে যোগাযোগ করতে বলা হয়েছে। পাশাপাশি যাঁরা বিদ্যুৎস্পৃষ্ট হয়ে প্রাণ হারিয়েছেন, তাঁদের পরিবারের একজনকে সিইএসসিতে চাকরির ব্যবস্থা করারও দাবি তুলেছেন তিনি। ইতিমধ্যেই প্রশাসনের আধিকারিকরা মৃতদের পরিবারে গিয়ে দেখা করেছেন।
অন্যদিকে উত্তর কলকাতার একাধিক জায়গায় জল নামতে শুরু করলেও দক্ষিণ কলকাতার বহু এলাকা এখনও জলমগ্ন। নবান্নের কন্ট্রোল রুম থেকে মুখ্যসচিব নিজে পরিস্থিতির উপর নজরদারি চালাচ্ছেন। হাওড়া ও কলকাতা পুরসভা যৌথভাবে সমন্বয় রেখে কাজ করছে।
পুরসভা কর্তৃপক্ষ জানিয়েছে, নতুন করে ভারী বৃষ্টি না হলে জমা জল নামতে অন্তত ১২ ঘণ্টা সময় লাগবে। একই সুরে মেয়র ফিরহাদ হাকিমও বলেন, 'যদি আর নতুন করে বৃষ্টি না হয়, তবে রাতের মধ্যে জল নেমে যাবে। তবে প্রকৃতির সঙ্গে লড়াই করে কোনও লাভ নেই, আমাদের ধৈর্য ধরতে হবে।'