Advertisement

Corona Cases in India West Bengal : ৭ দিনে বাংলায় করোনা বেড়েছে ৬৬%, চতুর্থ ঢেউয়ের শঙ্কা?

দেশের ১২ রাজ্যে ব্যাপক হারে বাড়ছে করোনা। তালিকায় বাংলাও। রাজ্যে গত সপ্তাহে ৬৬ শতাংশ বেড়েছে করোনা রোগীর সংখ্যা। দেশজুড়ে গত এক সপ্তাহে করোনা আক্রান্তের সংখ্যা দ্বিগুণ হয়েছে। এমন ১২টি রাজ্য রয়েছে, যেখানে করোনার সংক্রমণ দ্রুত হারে বাড়েছে।

ফাইল ছবি
Aajtak Bangla
  • দিল্লি ও কলকাতা ,
  • 25 Apr 2022,
  • अपडेटेड 12:33 PM IST
  • দেশের ১২ রাজ্যে ব্যাপক হারে বাড়ছে করোনা
  • সেই তালিকায় আছে বাংলাও
  • এক সপ্তাহে বাংলায় ৬৬ শতাংশ বেড়েছে আক্রান্তের সংখ্যা

দেশের ১২ রাজ্যে ব্যাপক হারে বাড়ছে করোনা। তালিকায় বাংলাও। রাজ্যে গত সপ্তাহে ৬৬ শতাংশ বেড়েছে করোনা রোগীর সংখ্যা। দেশজুড়ে গত এক সপ্তাহে করোনা আক্রান্তের সংখ্যা দ্বিগুণ হয়েছে। এমন ১২টি রাজ্য রয়েছে, যেখানে করোনার সংক্রমণ দ্রুত হারে বাড়েছে। এর মধ্যে রয়েছে দিল্লি, উত্তরপ্রদেশ, পশ্চিমবঙ্গ সহ একাধিক জায়গা।  বর্তমানে দেশে সংক্রমণের হার ০.৮৪ শতাংশ। একই সময়ে সক্রিয় রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ১৬ হাজার ৫২২।

দেশে কী হারে করোনা আক্রান্তের সংখ্যা বাড়ছে তা এক পরিসংখ্যান থেকেই অনুমান করা যায়। গত ১৮ থেকে ২৪ এপ্রিলের মধ্যে, ১৫ হাজার ৭০০ জন করোনায় আক্রান্ত হয়েছে। তার আগের সপ্তাহে মাত্র ৮০৫০ জন আক্রান্তের সন্ধান পাওয়া গেছিল। কিন্তু বর্তমানে যে সংখ্যা বেড়েছে তা প্রায় ৯৫ শতাংশ। 

আরও পড়ুন : তীব্র তাপপ্রবাহের অ্যালার্ট দক্ষিণবঙ্গে, কোন কোন জেলায়?

এর আগে ১১ সপ্তাহ ধরে করোনা আক্রান্তের সংখ্যা কমছিল। করোনার ক্ষেত্রে এই বৃদ্ধির কারণ ওমিক্রন সাব-ভ্যারিয়েন্ট নাকি রোগ প্রতিরোধ ক্ষমতা কমেছে তা এখনও স্পষ্ট নয়। তবে, সুখবর যে, মৃতের সংখ্যা এখনও বাড়তে শুরু করেনি। 

কোন কোন রাজ্যে সংক্রমণ বাড়ছে? 

এখন পর্যন্ত দিল্লি, হরিয়ানা, উত্তর প্রদেশে করোনার কেস ভয়ঙ্কর ছিল। তবে গত সপ্তাহে আরও ৯ রাজ্য চতুর্থ ঢেউয়ের আশঙ্কা তৈরি করেছে। এর মধ্যে রয়েছে কেরল, মহারাষ্ট্র, কর্ণাটক, তামিলনাড়ু, বাংলা, রাজস্থান, পাঞ্জাব, তেলেঙ্গানা ও মিজোরাম। তথ্য অনুসারে, গত সপ্তাহে, মহারাষ্ট্রে ৪৮ শতাংশ, কর্ণাটকে ৭১ শতাংশ, তামিলনাড়ুতে ৬২ শতাংশ, বাংলায় ৬৬ শতাংশ, তেলাঙ্গানায় ২৪ শতাংশ, রাজস্থানে ৫৭ শতাংশের বেশি মামলা নথিভুক্ত হয়েছে।

এই ১২ রাজ্যের পাশাপাশি ৮টি রাজ্য বা কেন্দ্রশাসিত অঞ্চল রয়েছে যেখানে এক সপ্তাহে মাত্র ১০০টির মতো করোনা রোগীর সংক্রমণ ধরা পড়েছে। যা বেশ স্বস্তির বিষয়।

Advertisement


 

Read more!
Advertisement

RECOMMENDED

Advertisement