Advertisement

Cyclone Dana Kolkata Metro: 'দানা আসুক আর যাই আসুক, মেট্রো চলবে,' জানাল রেল, শেষ মেট্রো কখন?

দানা আসুক আর যাই আসুক মেট্রো চলবে, জানিয়ে দিল মেট্রো কর্তৃপক্ষ। কলকাতা মেট্রোর তরফে বৃহস্পতিবার দুপুরে একটি বিবৃতিতে জানানো হয়, অনেকেই বলাবলি করছেন যে, ঘূর্ণিঝড় দানার জন্য মেট্রো পরিষেবা বন্ধ থাকবে। কিন্তু এই খবর সম্পূর্ণ ভুল এবং গুজব। মেট্রো অন্যদিনের মতোই চালু থাকবে। কারণ কলকাতা মেট্রো শহরের লাইফলাইন।

Kolkata Metro Kolkata Metro
Aajtak Bangla
  • কলকাতা,
  • 24 Oct 2024,
  • अपडेटेड 4:45 PM IST
  • দানা আসুক আর যাই আসুক মেট্রো চলবে, জানিয়ে দিল মেট্রো কর্তৃপক্ষ।
  • কলকাতা মেট্রোর তরফে বৃহস্পতিবার দুপুরে একটি বিবৃতিতে জানানো হয়, অনেকেই বলাবলি করছেন যে, ঘূর্ণিঝড় দানার জন্য মেট্রো পরিষেবা বন্ধ থাকবে।

দানা আসুক আর যাই আসুক মেট্রো চলবে, জানিয়ে দিল মেট্রো কর্তৃপক্ষ। কলকাতা মেট্রোর তরফে বৃহস্পতিবার দুপুরে একটি বিবৃতিতে জানানো হয়, অনেকেই বলাবলি করছেন যে, ঘূর্ণিঝড় দানার জন্য মেট্রো পরিষেবা বন্ধ থাকবে। কিন্তু এই খবর সম্পূর্ণ ভুল এবং গুজব। মেট্রো অন্যদিনের মতোই চালু থাকবে। কারণ কলকাতা মেট্রো শহরের লাইফলাইন।

মেট্রো স্পষ্ট করে জানিয়েছে, রাত ১০.৪০ মিনিট পর্যন্ত মেট্রো চলবে। দমদম থেকে কবি সুভাষ লাইনে আপ ও ডাউন। এই পরিষেবায় কোনও পরিবর্তন করা হচ্ছে না। হাওড়া ময়দান থেকে এসপ্ল্যানেড পর্যন্ত মেট্রোও স্বাভাবিক থাকবে। সল্টলেক সেক্টর ফাইভ থেকে শিয়ালদা পর্যন্ত মেট্রোও যথারীতি স্বাভাবিক থাকছে। হেমন্ত মুখোপাধ্যায় স্টেশন থেকে কবি সুভাষ পর্যন্ত মেট্রো পরিষেবা রাত আটটায় বন্ধ হবে। জোকা থেকে মাঝেরহাট মেট্রোও নির্দিষ্ট সময় পর্যন্ত মিলবে। বাকি রুটগুলিও স্বাভাবিক থাকবে। 

 

width="648">এদিকে, প্রভাব শুরু হয়েছে ঘূর্ণিঝড় ‘দানা’র । পশ্চিমবঙ্গ থেকে ওড়িশা পর্যন্ত ভয়াবহ রূপ নিয়েছে। এটা আজ রাতেই ল্যান্ডফল করতে পারে। আজ, বৃহস্পতিবার সকালে পশ্চিমবঙ্গ ও ওড়িশার অনেক এলাকায় ভারী বৃষ্টি শুরু হয়। এ সময় প্রবল বাতাসও বয়ে যায়। আসলে, প্রবল ঘূর্ণিঝড় 'দানা' ওড়িশা ও বাংলার উপকূলের কাছাকাছি পৌঁছেছে। এর প্রভাব প্রতিবেশী রাজ্য বিহার ও ঝাড়খণ্ডেও দেখা যাচ্ছে। 

আবহাওয়া দফতরের সর্বশেষ বুলেটিনে জানিয়েছে, ঘূর্ণিঝড় 'দানা' উত্তর-পশ্চিম দিকে অগ্রসর হয়ে ২৪ অক্টোবর মধ্যরাত থেকে ২৫ অক্টোবর সকালের মধ্যে পুরী ও সাগর দ্বীপের মধ্যে উত্তর ওড়িশা ও পশ্চিমবঙ্গের উপকূল অতিক্রম করার সম্ভাবনা রয়েছে। এ সময় বাতাসের গতিবেগ ঘণ্টায় ১০০-১২০ কিমি হতে পারে।
 

 

Read more!
Advertisement
Advertisement