Advertisement

Cyclone Dana in Kolkata: ঘূর্ণিঝড় 'দানা' কলকাতা সহ কোন জেলায় কত কিমি বেগে হবে? স্পেশাল বুলেটিনে জানাল হাওয়া অফিস

বঙ্গোপসাগরে জন্ম নিয়েছে শক্তিশালী ঘূর্ণিঝড় 'দানা'। বুধবার সকাল থেকেই কলকাতা-সহ পার্শ্ববর্তী এলাকায় আকাশের চেহারা পাল্টেছে। মেঘলা আকাশ। কোথাও কোথাও বৃষ্টি হচ্ছে। মৎস্যজীবীদের সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে।  হাওয়া অফিস জানিয়েছে, ২৪ অক্টোবর রাত এবং ২৫ অক্টোবর ভোরে উত্তর ওড়িশা এবং পশ্চিমবঙ্গ উপকূলে পুরী এবং সাগরদ্বীপের মধ্যে অতিক্রম করতে পারে সাইক্লোন। সাইক্লোনের প্রভাবে দক্ষিণের জেলাগুলিতে ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে। 

ধেয়ে আসছে ঘূর্ণিঝড় দানা।
Aajtak Bangla
  • কলকাতা,
  • 23 Oct 2024,
  • अपडेटेड 11:59 AM IST
  • বঙ্গোপসাগরে জন্ম নিয়েছে শক্তিশালী ঘূর্ণিঝড় 'দানা'।
  • কোথাও কোথাও বৃষ্টি হচ্ছে।
  • দক্ষিণের জেলাগুলিতে ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে। 

বঙ্গোপসাগরে জন্ম নিয়েছে শক্তিশালী ঘূর্ণিঝড় 'দানা'। বুধবার সকাল থেকেই কলকাতা-সহ পার্শ্ববর্তী এলাকায় আকাশের চেহারা পাল্টেছে। মেঘলা আকাশ। কোথাও কোথাও বৃষ্টি হচ্ছে। মৎস্যজীবীদের সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে।  হাওয়া অফিস জানিয়েছে, ২৪ অক্টোবর রাত এবং ২৫ অক্টোবর ভোরে উত্তর ওড়িশা এবং পশ্চিমবঙ্গ উপকূলে পুরী এবং সাগরদ্বীপের মধ্যে অতিক্রম করতে পারে সাইক্লোন। সাইক্লোনের প্রভাবে দক্ষিণের জেলাগুলিতে ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে। 

ঘূর্ণিঝড়ের বেগ কত?

ঝড়ের গতিবেগ হতে পারে ঘণ্টায় ১০০-১১০ কিমি। সর্বোচ্চ বেগ হতে পারে ঘণ্টায় ১২০ কিমি। 

কোন জেলায় কত বেগে ঝড়?

বুধবার ঘণ্টায় ৪০-৫০ কিমি বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে। সর্বোচ্চ বেগ হতে পারে ঘণ্টায় ৬০ কিমি। বৃহস্পতিবার পূর্ব মেদিনীপুর, দক্ষিণ ২৪ পরগনায় ঝড়ের বেগ হতে পারে ঘম্টায় ৬০-৭০ কিমি। সর্বোচ্চ বেগ হতে পারে ঘণ্টায় ৮০ কিমি। বৃহস্পতিবার সন্ধ্যা এবং শুক্রবার সকালে পূর্ব মেদিনীপুরে ঝড়ের বেগ হতে পারে ঘণ্টায় ১০০-১১০ কিমি। সর্বোচ্চ বেগ হতে পারে ঘণ্টায় ১২০ কিমি। সাগরদ্বীপ এবং  সুন্দরবনে ঝড়ের বেগ হতে পারে ঘণ্টায় ৮০-৯০ কিমি। সর্বোচ্চ বেগ হতে পারে ঘণ্টায় ১০০-১১০ কিমি। পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রামে ঝড়ের বেগ হতে পারে ঘণ্টায় ৮০-৯০ কিমি। সর্বোচ্চ বেগ হতে পারে ঘণ্টায় ১০০ কিমি। হাওড়া, হুগলি, উত্তর ২৪ পরগনা, বাঁকুড়ায় ঝড়ের বেগ হতে পারে ঘণ্টায় ৬০-৭০ কিমি। সর্বোচ্চ বেগ হতে পারে ঘণ্টায় ৮০ কিমি। 

কলকাতায় কত কিমি বেগে ঝড়? 

হাওয়া অফিস জানিয়েছে, কলকাতায় ঝড়ের বেগ হতে পারে ঘণ্টায় ৬০-৭০ কিমি। সর্বোচ্চ বেগ হতে পারে ঘণ্টায় ৮০ কিমি। 

দক্ষিণবঙ্গে বৃষ্টির পূর্বাভাস 

হাওয়া অফিস জানিয়েছে,  আজ থেকে ২8 অক্টোবর পর্যন্ত দক্ষিণবঙ্গের জেলাগুলিতে  বৃষ্টি হতে পারে কোথাও কোথাও। আজ কলকাতা-সহ দক্ষিণের জেলাগুলিতে হাল্কা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। দুই ২৪ পরগনা, দুই মেদিনীপুরের কোথাও কোথাও ভারী বৃষ্টি হতে পারে। বৃহস্পতি ও শুক্রবার দক্ষিণ ২৪ পরগনা, দুই মেদিনীপুরে প্রবল বৃষ্টির লাল সতর্কতা জারি করা হয়েছে। কলকাতা, হাওড়া, হুগলি, উত্তর ২৪ পরগনা, ঝাড়গ্রামের কোথাও কোথাও ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে। পুরুলিয়া-সহ দক্ষিণের বাকি জেলাগুলিতে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। শনিবার দুই মেদিনীপুর, ঝাড়গ্রামের কোথাও কোথাও ভারী বৃষ্টি হতে পারে।

Advertisement

Read more!
Advertisement

RECOMMENDED

Advertisement