Advertisement

Cyclone Migzaum: হামুন-মিধিলির থেকেও শক্তিশালী ঘূর্ণিঝড় মিগজাউম? ফের ঘূর্ণাবর্ত তৈরি হচ্ছে বঙ্গোপসাগরে

এবার যদি ঘূর্ণিঝড় হয়, তাহলে সেটির নাম হবে মিউজাউম। এমনটাই জানা যাচ্ছে। অক্টোবরের শুরুতে হামুন, নভেম্বরে মিধিলির পরে এবার ডিসেম্বরের শুরুতে মিগজাউমের ধেয়ে আসার সম্ভাবনা প্রবল। মৌসম ভবনের আশঙ্কা, এই ঘূর্ণিঝড় আরও বেশি শক্তিশালী হতে পারে।

ফাইল ছবি।
Aajtak Bangla
  • কলকাতা,
  • 24 Nov 2023,
  • अपडेटेड 7:03 PM IST
  • এবার যদি ঘূর্ণিঝড় হয়, তাহলে সেটির নাম হবে মিউজাউম। এমনটাই জানা যাচ্ছে।
  • অক্টোবরের শুরুতে হামুন, নভেম্বরে মিধিলির পরে এবার ডিসেম্বরের শুরুতে মিগজাউমের ধেয়ে আসার সম্ভাবনা প্রবল।

এবার যদি ঘূর্ণিঝড় হয়, তাহলে সেটির নাম হবে মিউজাউম। এমনটাই জানা যাচ্ছে। অক্টোবরের শুরুতে হামুন, নভেম্বরে মিধিলির পরে এবার ডিসেম্বরের শুরুতে মিগজাউমের ধেয়ে আসার সম্ভাবনা প্রবল। মৌসম ভবনের আশঙ্কা, এই ঘূর্ণিঝড় আরও বেশি শক্তিশালী হতে পারে।

আবহাওয়া দফতরের তরফে জানানো হয়েছে, ২৫ নভেম্বর নাগাদ দক্ষিণ আন্দামান সাগর এবং সংলগ্ন এলাকার ওপরে একটি ঘূর্ণাবর্ত তৈরি হতে চলেছে। এর প্রভাবে ২৬ নভেম্বর নাগাদ দক্ষিণ আন্দামান সাগর এবং সংলগ্ন এলাকার উপরে একটি নিম্নচাপ তৈরি হওয়ার সম্ভাবনা আছে। এই নিম্নচাপ গভীর নিম্নচাপে বদলে ঘূর্ণিঝড়ের চেহারা নেবে।

আবহাওয়াবিদদের অনুমান, নিম্নচাপটি পশ্চিম-উত্তর-পশ্চিম দিকে এগিয়ে যাবে। ২৭ নভেম্বর নাগাদ দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগর এবং সংলগ্ন আন্দামান সাগরের উপরে গভীর নিম্নচাপে বদলে যেতে পারে। এর প্রভাবে আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হতে পারে। ঘূর্ণাবর্ত ও নিম্নচাপের প্রভাবে দক্ষিণ আন্দামান সাগর উত্তাল থাকবে। এই সময় ঝোড়ো হাওয়ার বেগ থাকতে পারে ঘন্টায় ৫০-৫৫ কিমি।

আগামী চার-পাঁচদিন পশ্চিমবঙ্গে বৃষ্টির সম্ভাবনা নেই। শুষ্ক থাকবে পশ্চিমবঙ্গের আবহাওয়া। তবে ভারী বৃষ্টি হবে তামিলনাড়ু, কেরল, অন্ধ্রপ্রদেশে। আবহাওয়াবিদরা মনে করছেন, ২৮-২৯ নভেম্বর নাগাদ ঘূর্ণিঝড় তৈরি হতে পারে। তবে এর অভিমুখ বাংলাদেশের দিকেও হতে পারে বলে অনুমান করা হচ্ছে।

 

TAGS:
Read more!
Advertisement

RECOMMENDED

Advertisement