Advertisement

DA Case Hearing: দিল্লিতে ডিএ আন্দোলনের মধ্যেই সুপ্রিম কোর্ট থেকে বড় আপডেট, খুশি সরকারি কর্মীরা

DA West Bengal : বকেয়া ডিএ-র (West Bengal DA) দাবিতে দিল্লিতে অবস্থান শুরু করেছেন রাজ্যের সরকারি কর্মীরা। তার মধ্যেই সুপ্রিম কোর্টের ডিএ (Supreme Court DA Case) মামলার বড় আপডেট।

সুপ্রিম কোর্ট (ফাইল ছবি), ডিএ আন্দোলন দিল্লিতে সুপ্রিম কোর্ট (ফাইল ছবি), ডিএ আন্দোলন দিল্লিতে
Aajtak Bangla
  • কলকাতা,
  • 10 Apr 2023,
  • अपडेटेड 12:41 PM IST
  • রাজ্যের সরকারি কর্মীদের ডিএ নিয়ে বড় খবর
  • সুপ্রিম কোর্ট থেকে এল বড় আপডেট

বকেয়া ডিএ-র (West Bengal DA) দাবিতে দিল্লিতে অবস্থান শুরু করেছেন রাজ্যের সরকারি কর্মীরা। তার মধ্যেই সুপ্রিম কোর্টের ডিএ (Supreme Court DA Case) মামলার বড় আপডেট। এই মামলার দিকেই তাকিয়ে লাখ লাখ রাজ্য সরকারি কর্মী। সুপ্রিম কোর্ট থেকে আপডেট আসার পর খুশি সরকারি কর্মীরা। 

কারণ, পঞ্চম বেতন কমিশনের বকেয়া যে মামলা  সুপ্রিম কোর্টে রয়েছে তার শুনানি ১১ তারিখ মঙ্গলবার। আর সুপ্রিম কোর্ট থেকে সিডিউল প্রকাশিত হয়েছে সেখানে লেখা,  'Order For the Day'। অর্থাৎ মঙ্গলবারই মামলার চূড়ান্ত শুনানি। সিডিউলের এই লেখা দেখে সরকারি কর্মীরা আশাবাদী, মঙ্গলবারই মামলার নিষ্পত্তি হবে। 

সরকারি কর্মী ও আইনজীবীদের একাংশের মতে, আইটেম নম্বর ৩৭-এ মামলাটি রয়েছে। তাই মামলার শুনানি সুপ্রিম কোর্টে উঠতে পারে বেলা বারোটার মধ্যেই। মামলাটি শুনবেন মাননীয় বিচারপতি দীনেশ মাহেশ্বরী ও সঞ্জয় কুমার। 

আরও পড়ুন

এই বিষয়ে মামলাকারী সরকারি কর্মচারীদের সংগঠন কনফেডারেশন অফ স্টেট গভর্নমেন্ট এমপ্লয়িজের সাধারণ সম্পাদক মলয় মুখোপাধ্যায় বলেন, 'মঙ্গলবারই মহামান্য সুপ্রিম কোর্ট চূড়ান্ত রায় দেবে বলে আমরা আশাবাদী। সরকারি কর্মীরা এই মামলার দিকেই তাকিয়ে আছে। তাঁরা দীর্ঘদিন ধরে রাজ্য সরকারের বঞ্চনার শিকার হচ্ছেন। মহামান্য শীর্ষ আদালতের রায় বাংলার সরকারি কর্মীদের ভাগ্য নির্ধারণ করবে।' 

সুপ্রিম কোর্টের সিডিউল

অন্যদিকে সরকারি কর্মচারী পরিষদের সভাপতি দেবাশিস শীল বলেন, 'রাজ্য সরকার যে এসএলপি জমা করেছে তা মহামান্য সুপ্রিম কোর্ট ডিসমিস করে দেবে বলে আমরা আশাবাদী। আমি আমাদের আইনজীবী ছাড়াও আরও অনেক আইনজীবীদের সঙ্গে কথা বলেছি। তাঁরা মনে করছেন, সরকারের এসএলপি গ্রহণ করার হলে মহামান্য সুপ্রিম কোর্ট সম্ভবত প্রথম দিনই করে নিত। এতদিন সময় লাগত না। তাই রাজ্যের আবেদন সুপ্রিম কোর্ট ডিসমিস করে দেবে বলেই মনে করছি।' 

 প্রসঙ্গত, রাজ্যের দায়ের করা এসএলপির প্রথম শুনানি ছিল গত ৫ ডিসেম্বর। কিন্তু সেদিন শুনানি হয়নি। এর পর আরও তিন বার শুনানির দিন পিছিয়ে অবশেষে ২১ মার্চ হবে বলে জানানো হয়। তারপরই ১১ এপ্রিল দিন নির্ধারণ করা হয়। সরকারি কর্মীরা আশাবাদী, মঙ্গলেই সুখবর পাবেন তাঁরা।' 

 

Read more!
Advertisement
Advertisement