Advertisement

West Bengal Da Calcutta High Court : 'সরকারি কর্মীদের DA বাকি নেই', হাইকোর্টে চাঞ্চল্যকর হলফনামা রাজ্যের

DA Latest Update : রাজ্যের সরকারি কর্মীদের কোনও ডিএ (DA) বাকি নেই। কলকাতা হাইকোর্টে হলফনামা জমা দিয়ে জানাল রাজ্য সরকার (West Bengal DA)। দুর্গাপুজোর (Bengal Durga Puja) অনুদানের যে সিদ্ধান্ত রাজ্য সরকার নিয়েছে তা নিয়ে হাইকোর্টে জনস্বার্থ মামলা দায়ের হয়েছিল।

ফাইল ছবি ফাইল ছবি
Aajtak Bangla
  • কলকাতা,
  • 06 Sep 2022,
  • अपडेटेड 6:23 PM IST
  • রাজ্যের সরকারি কর্মীদের কোনও ডিএ (DA) বাকি নেই
  • কলকাতা হাইকোর্টে হলফনামা জমা দিয়ে জানাল রাজ্য সরকার (West Bengal DA)

রাজ্যের সরকারি কর্মীদের কোনও ডিএ (DA) বাকি নেই। কলকাতা হাইকোর্টে হলফনামা জমা দিয়ে জানাল রাজ্য সরকার (West Bengal DA)। দুর্গাপুজোর (Bengal Durga Puja) অনুদানের যে সিদ্ধান্ত রাজ্য সরকার নিয়েছে তা নিয়ে হাইকোর্টে জনস্বার্থ মামলা দায়ের হয়েছিল। আর সেই প্রেক্ষিতেই  হলফনামা জমা দেয় রাজ্য সরকার। 

প্রসঙ্গত, এবছর ৪৩ হাজার ক্লাবকে দুর্গাপুজোর অনুদান হিসেবে ৬০ হাজার টাকা করে দেওয়ার কথা ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আর এই সিদ্ধান্তের পরই হাইকোর্টে মামলা দায়ের করে সরকারি কর্মীদের সংগঠন। তাদের তরফে অভিযোগ করা হয়, বকেয়া DA (Dearness Allowance) বাকি রয়েছে। সরকারি কর্মীদের তা নিয়ে পুজোয় টাকা দেওয়া হচ্ছে। 

আরও পড়ুন

এরপরই রাজ্য়ের কাছে হলফনামা চেয়ে পাঠায় হাইকোর্ট। এদিন সেই হলফনামা পেশ করে রাজ্য সরকার। তাদের তরফে জানানো হয়, পুজোর অনুদান ও DA সম্পূর্ণ আলাদা বিষয়। আবার বিদ্যুৎ বিলে যে ছাড় দেওয়ার দাবি করা হচ্ছে, সেটাও যুক্তিসঙ্গত নয়। তাই এই মামলার কোনও গ্রহণযোগ্যতা নেই। 

হলফনামায় একথাও জানানো হয়, রাজ্যের কাছে কোনও DA বকেয়া নেই। সেই কারণেই আদালতের রায়কে পুনর্বিবেচনার আর্জি জানানো হয়েছে। মামলাটি এখন বিচারাধীন। তাই সরকারি কর্মীদের DA দেওয়ার ব্যাপারে রাজ্য উদাসীন এটা একেবারেই যুক্তিসঙ্গত নয়। 

হলফনামাতে রাজ্য সরকার আরও জানিয়েছে, সরকার পুজোগুলোতে যে অনুদান দিচ্ছে তা আসলে হেরিটেজ রক্ষার দায়িত্ব পালন মাত্র। সংবিধানের ৫১ (A) ধারা অনুযায়ী, হেরিটেজ সংরক্ষণের দায়িত্ব প্রত্যেকের। দায়িত্ববান হিসেবে সেটাই পালন করছে পশ্চিমবঙ্গ সরকার। 

পাশাপাশি, আবার রাজ্য সরকারের তরফে হাইকোর্টকে জানানো হয়, দুর্গাপুজো হেরিটেজ সম্মান পেয়েছে UNESCO-র তরফে। তাই সেই মর্যাদা রক্ষাও সরকারের কর্তব্য। 

Advertisement

উল্লেখ্য, গত ২০ মে হাইকোর্ট নির্দেশ দেয়, রাজ্য সরকারি কর্মীদের বকেয়া ৩১ শতাংশ DA মিটিয়ে দিতে হবে। সময়সীমা ছিল ১৯ অগাস্ট। তবে সেই DA এখনও পাননি কর্মীরা। 

 

Read more!
Advertisement
Advertisement