Advertisement

Firhad Hakim- DA Protest : 'ডিএ নিয়ে আর কোনও কথা বলব না', আন্দোলন নিয়ে উল্টো সুর ফিরহাদের

ডিএ আন্দোলন ইস্যুতে সুর নরম করলেন রাজ্যের মন্ত্রী ফিরহাদ হাকিম। বললেন, ডিএ নিয়ে আর কোনও মন্তব্য করবেন না। তিনি সরকারি কর্মীদের পাশে আছেন।

ফিরহাদ হাকিম (ফাইল ছবি) ফিরহাদ হাকিম (ফাইল ছবি)
Aajtak Bangla
  • কলকাতা,
  • 14 Mar 2023,
  • अपडेटेड 6:31 PM IST
  • ডিএ আন্দোলন ইস্যুতে সুর নরম করলেন রাজ্যের মন্ত্রী ফিরহাদ হাকিম
  • বললেন, ডিএ নিয়ে আর কোনও মন্তব্য করবেন না

ডিএ আন্দোলন ইস্যুতে সুর নরম করলেন রাজ্যের মন্ত্রী ফিরহাদ হাকিম। বললেন, ডিএ নিয়ে আর কোনও মন্তব্য করবেন না। তিনি সরকারি কর্মীদের পাশে আছেন।  এর আগে ডিএ-র আন্দোলন, সরকারি কর্মীদের অনশন ইত্যাদি নিয়ে একাধিকবার কটাক্ষ করার অভিযোগ উঠেছিল ফিরহাদ হাকিমের বিরুদ্ধে। যা নিয়ে সমালোচিত হয়েছিলেন তিনি। তবে এবার উল্টো সুর তাঁর গলায়। 

মঙ্গলবার তিনি বলেন, 'ডিএ নিয়ে আমি আর কোনও মন্তব্য করব না। কারণ, আমার মন্তব্যে বিকৃত করা হচ্ছে। আমার সহানুভূতি সরকারি কর্মীদের পাশে আছে। তাঁদের পাশে আছি।' 

সম্প্রতি শহিদ মিনারে সংগ্রামী যৌথ মঞ্চের কাছ থেকে হুমকি পোস্টার উদ্ধার হয়। যা নিয়ে আতঙ্কিত আন্দোলনকারীরা। সেই পোস্টার কাণ্ডের নিন্দা করেন ফিরহাদ হাকিম। তিনি বলেন, 'এই যে বোম ফাটা, উড়িয়ে দেওয়া এসবে বিশ্বাস করি না। আমি গান্ধীবাদী লোক। চেহারা দেখে ডন ডন মনে হয়। তবে আমি তা নই। আমাকে কেউ এক গালে চড় মারলে তাকে বলি, তোমার মনের শান্তি হলে আর একটা গালে চড় মারো।' 

আরও পড়ুন

যদিও কয়েক দিন আগেই ফিরহাদ হাকিম ডিএ আন্দোলন ও পেনশন নিয়ে মন্তব্য করেন। যা নিয়ে সরকারি কর্মীরা অসন্তুষ্ট হন। সেদিন ফিরহাদ বলেন,' আমার কাছে যদি অর্থ না থাকে তাহলে আমার পেটে ঘুষি মারলেও টাকা বেরোবে না। এখন আন্দোলনকারীরা যে হারে ডিএ চাইছেন, সেই হারে যদি ডিএ দিই আর অন্য রাজ্যের মতো কেন্দ্রের মতো আমরাও পেনশন বন্ধ করে দিই, তাতে মানুষের বেশি ক্ষতি হবে, যারা আজ আন্দোলন করছেন, চাকরি করছেন তারাও তো একদিন অবসর নেবেন। তারাও তো পেনশন নেবেন। তাহলে ক্ষতিটা কাদের হবে?'

আবার তার আগে বলেন, 'যারা অনেক পায়, তাদের আরও পাইয়ে দেওয়া আমার কাছে পাপ বলে মনে হয়। আমি বলছি, না পোষায় ছেড়ে দিন না। সেন্ট্রাল গভর্নমেন্ট যখন অনেক টাকা দিচ্ছে, সেখানে গিয়ে কাজে যোগ দিন।' 

Advertisement

 

Read more!
Advertisement
Advertisement