Advertisement

Dakshineswar Metro Murder Update: বান্ধবী নিয়ে গন্ডগোলের শুরু, হাওড়া স্টেশন থেকে গ্রেফতার সহপাঠী খুনে অভিযুক্ত ছাত্র

দক্ষিণেশ্বর মেট্রো স্টেশনে স্কুল ছাত্র খুনের ঘটনায় অবশেষে গ্রেফতার হল অভিযুক্ত রানা সিং। হাওড়া স্টেশন থেকে তাকে ধরেছে দক্ষিণেশ্বর থানার পুলিশ। বর্তমানে ধৃতকে জিজ্ঞাসাবাদ করছেন তদন্তকারীরা। তারা সপরিবারে রাজ্যে ছেড়ে পালালোর ছক কষেছিল।

দক্ষিণেশ্বর স্টেশনে খুন।-ফাইল ছবিদক্ষিণেশ্বর স্টেশনে খুন।-ফাইল ছবি
Aajtak Bangla
  • কলকাতা ,
  • 13 Sep 2025,
  • अपडेटेड 9:27 AM IST
  • দক্ষিণেশ্বর মেট্রো স্টেশনে স্কুল ছাত্র খুনের ঘটনায় অবশেষে গ্রেফতার হল অভিযুক্ত রানা সিং।
  • হাওড়া স্টেশন থেকে তাকে ধরেছে দক্ষিণেশ্বর থানার পুলিশ।

দক্ষিণেশ্বর মেট্রো স্টেশনে স্কুল ছাত্র খুনের ঘটনায় অবশেষে গ্রেফতার হল অভিযুক্ত রানা সিং। হাওড়া স্টেশন থেকে তাকে ধরেছে দক্ষিণেশ্বর থানার পুলিশ। বর্তমানে ধৃতকে জিজ্ঞাসাবাদ করছেন তদন্তকারীরা। তারা সপরিবারে রাজ্যে ছেড়ে পালালোর ছক কষেছিল।

কী ঘটেছিল?
শুক্রবার দুপুরে বাগবাজার হাইস্কুলের দুই ছাত্র, মনোজিত যাদব ও রানা সিং-এর মধ্যে তুমুল বচসা বাঁধে। জানা গিয়েছে, শ্যামবাজারে শুরু হওয়া সেই ঝামেলা পরে গিয়ে থামে দক্ষিণেশ্বর মেট্রো স্টেশনে। ভিড় জমে থাকা স্টেশনে উত্তেজনার মধ্যেই ব্যাগ থেকে ছুরি বার করে মনোজিতকে একাধিকবার কোপায় রানা। গুরুতর আহত অবস্থায় সেখানেই লুটিয়ে পড়ে মনোজিত।

নিহতের পরিচয়
মনোজিত যাদব (বরানগর পুরসভার ৮ নম্বর ওয়ার্ডের বাসিন্দা) বাগবাজার হাইস্কুলের কলা বিভাগের ছাত্র ছিল। এলাকায় শান্ত-ভালো ছেলে হিসেবেই পরিচিত ছিল সে। চলতি বছরেই স্কুলটিতে ভর্তি হয়েছিল।
অন্যদিকে, অভিযুক্ত রানা সিং একই স্কুলের বাণিজ্য বিভাগের ছাত্র। ঘটনার পর রানা পালিয়ে যায় এবং মনোজিতের পরিবারও আতঙ্কে বাড়ি ছেড়ে চলে যায় বলে জানা গেছে।

তদন্ত ও প্রশ্ন
প্রাথমিকভাবে তিনজনকে আটক করেছিল পুলিশ। এবার মূল অভিযুক্তকেও ধরতে সক্ষম হলো তদন্তকারীরা। তবে এখনও স্পষ্ট নয়, কী কারণে এই ঝামেলা থেকে খুনের মতো ভয়ঙ্কর ঘটনায় গড়ালো পরিস্থিতি। তবে সূত্রের খবর, শিক্ষক দিবসের দিন রানার সঙ্গে গন্ডোগোলের শুরু। এক কিশোরী নিয়ে কটূক্তির জেরে অশান্তি শুরু হয় দুপক্ষের মধ্যে।

সবচেয়ে বড় প্রশ্ন উঠেছে মেট্রো যাত্রীদের নিরাপত্তা নিয়ে। স্কুলের ছাত্র কীভাবে ছুরি হাতে মেট্রো স্টেশনে প্রবেশ করল? এই ঘটনার পর নিরাপত্তা ব্যবস্থা নিয়ে গুরুতর প্রশ্নের মুখে পড়েছে মেট্রো কর্তৃপক্ষ।

 

Read more!
Advertisement
Advertisement