Advertisement

এলন মাস্কের কোম্পানিকে এবার বাংলায় আমন্ত্রণ, সিঙ্গুর তুলে পাল্টা কটাক্ষ BJP-র

। গত তিন বছরেও ভারতে শিল্প বিনিয়োগের অনুমোদন মেলেনি, তা নিয়ে যে তাঁর প্রচ্ছন্ন অসন্তোষ রয়েছে, তা বুঝিয়ে দিয়েছেন বিশ্বের অন্যতম ধনকুবের এলন মাস্ক। আর সেই ট্যুইটের পরেই মাস্ককে বাংলায় বিনিয়োগের আহ্বান জানিয়েছেন রাজ্যের মন্ত্রী মহম্মদ গোলাম রব্বানি

 মাস্ককে  বাংলায় বিনিয়োগের আহ্বান জানিয়েছেন রাজ্যের মন্ত্রী মহম্মদ গোলাম রব্বানি মাস্ককে বাংলায় বিনিয়োগের আহ্বান জানিয়েছেন রাজ্যের মন্ত্রী মহম্মদ গোলাম রব্বানি
Aajtak Bangla
  • কলকাতা,
  • 16 Jan 2022,
  • अपडेटेड 9:15 PM IST
  • ভারতে গাড়ি লঞ্চ করতে গিয়ে টেসলা-কে একাধিক চ্যালেঞ্জের সম্মুখীন হতে হচ্ছে
  • সম্প্রতি মার্কিন ইলেকট্রিক ভেহিকল প্রস্তুতকারী সংস্থা টেসলার কর্ণধার এলন মাস্ক মন্তব্য করেছেন
  • আর সেই ট্যুইটের পরেই মাস্ককে বাংলায় বিনিয়োগের আহ্বান জানিয়েছেন রাজ্যের মন্ত্রী মহম্মদ গোলাম রব্বানি

সম্প্রতি মার্কিন ইলেকট্রিক ভেহিকল প্রস্তুতকারী সংস্থা টেসলার কর্ণধার এলন মাস্ক মন্তব্য করেছেন,  ভারতে গাড়ি লঞ্চ করতে গিয়ে টেসলা-কে একাধিক চ্যালেঞ্জের সম্মুখীন হতে হচ্ছে। বাধা বিপত্তি কাটিয়ে উঠতে কেন্দ্রের সঙ্গে একাধিক বিষয় নিয়ে সমানতালে আলোচনাও চালিয়ে যাচ্ছে মাস্কের সংস্থা। টেসলা-র তরফ থেকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর দফতরের কাছে আর্জি জানানো হয়েছে যে, ভারতের বাজারে তাদের প্রথম গাড়ি আসার আগে আমদানি শুল্ক যেন কমিয়ে দেওয়া হয়। গত তিন বছরেও ভারতে শিল্প বিনিয়োগের অনুমোদন মেলেনি,  তা নিয়ে যে তাঁর প্রচ্ছন্ন অসন্তোষ রয়েছে, তা বুঝিয়ে দিয়েছেন  বিশ্বের অন্যতম ধনকুবের এলন মাস্ক। আর সেই ট্যুইটের পরেই  মাস্ককে  বাংলায় বিনিয়োগের আহ্বান জানিয়েছেন রাজ্যের মন্ত্রী মহম্মদ গোলাম রব্বানি । ট্যুইটে মন্ত্রীর আমন্ত্রণ, ”বাংলায় আসুন, এখানে মমতা সরকারের তত্বাবধানে শিল্পের সবরকম পরিকাঠামো রয়েছে। বাংলা মানেই বাণিজ্য।”

 

কেবল বাংলা নয়, মাস্কের এই অসন্তোষে  ঝোপ বুঝে কোপ মারতে তৈরি অবিজেপি শাসিত রাজ্যগুলি।  মোদী সরকারের সমালোচনা করে মার্কিনী সংস্থাকে আমন্ত্রণ জানিয়েছে পঞ্জাব ও মহারাষ্ট্রও। এলন মাস্কের ট্যুইট রিট্যুইট করে রব্বানি লেখেন বাংলায় আসুন। এখানে শিল্পের সবেচেয়ে ভাল পরিকাঠামো আছে। তাছাড়া মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সহযোগিতারও কোনও অভাব হবে না বলে জানান রাজ্যের মন্ত্রী।

আরও পড়ুন

মার্কিন ধনকুবের এলন মাস্কের বহুদিনের ইচ্ছা, তাঁর সংস্থার তৈরি টেসলা গাড়ি ভারতে আসুক। তার জন্য ২০১৯ সালে মোদী সরকারের  কাছে আবেদন জানিয়েছিলেন। কিন্তু গত তিন বছরের চেষ্টার পরও মেলেনি কেন্দ্রের অনুমতি। ভারতে তাঁর সংস্থার গাড়ি কেন এখনও লভ্য নয়, এই প্রশ্নের উত্তরে সংস্থার সিইও কার্যত দায় চাপিয়েছিলেন মোদী সরকারের উপরেই। বৃহস্পতিবার ট্যুইটারে এক ইউজার জানতে চান, ভারতে টেসলার ব্যবসা শুরু করা সম্পর্কে কোনও আপডেট রয়েছে কিনা। এর উত্তরে মাস্ক লেখেন, ‘‘এখনও অসংখ্য চ্যালেঞ্জের বিরুদ্ধে লড়ে যাচ্ছি সরকারের সঙ্গে।’’ এদিকে বাংলায় তৃণমূল টেসলাকে আমন্ত্রণ জানানোর সঙ্গে সঙ্গে ময়দানে নেমেছে বিজেপিও।

Advertisement

গেরুয়া শিবিরের আইটি সেলের প্রধান অমিত মালভিয়া এই প্রেক্ষিতে রাব্বানির ট্যুইট আবার রিট্যুইট করে কটাক্ষ ছুঁড়ে দেন। তিনি ট্যুইটারে লেখেন, “পশ্চিমবঙ্গের সংখ্যালঘু ও মাদ্রাসা শিক্ষা বিষয়ক দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী এলন মাস্ককে বাংলায় বিনিয়োগের প্রস্তাব দিয়েছেন”। তার পর যোগ করেন, ভোট পরবর্তী হিংসা নিয়ে মমতা বন্দ্যোপাধ্য়ায়ের রেকর্ড দিয়ে শুরু করে কি সিঙ্গুর আন্দোলনের সঙ্গে শেষ হবে মন্ত্রীর বার্তা?

এ ব্যাপারে সিঙ্গুরে টাটার ন্যানো গাড়ির প্রকল্পের প্রসঙ্গেও প্রচ্ছন্ন ইঙ্গিত করেছেন মালবিয়া। ওয়াকিবহাল মহলের মতে, এলন মাস্কের বিজেপি সরকারকে প্রতি মন্তব্যকে হাতিয়ার করে অবিজেপি শাসিত রাজ্যগুলি যে আক্রমণে নেমেছে, তাকে সন্তর্পণে রাজনৈতিক বিতর্কে নিয়ে গেলেন গেরুয়া শিবিরের আইটি প্রধান। 
 

Read more!
Advertisement
Advertisement