Advertisement

Weekly Weather Update: বৃষ্টির দোসর হাড় কাঁপানো শীত, কবে থেকে নামছে পারদ? আবহাওয়ার বড় আপডেট

আগের নিম্নচাপের বাধা কাটিয়ে ফের পারদ পতন শুরু হয়েছে বঙ্গে ৷ রবিবারের সকালটা শুরু হয়েছে শীতের আমেজ মেখেই। এদিন কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ১৫.৭ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের চেয়ে ০.৯ ডিগ্রি কম ৷ শুধু কলকাতা নয়, জেলায় জেলায় বইছে উত্তুরে হাওয়া। এই আবহে কেমন থাকতে চলেছে ডিসেম্বরের দ্বিতীয় সপ্তাহে বাংলার প্রতিটি জেলার আবহাওয়া? চলুন জেনে নেওয়া যাক সেই আপডেট।

কবে থেকে নামছে পারদ? আবহাওয়ার বড় আপডেট
Aajtak Bangla
  • কলকাতা,
  • 08 Dec 2024,
  • अपडेटेड 12:03 PM IST


আগের নিম্নচাপের বাধা কাটিয়ে ফের পারদ পতন শুরু হয়েছে বঙ্গে ৷ রবিবারের সকালটা শুরু হয়েছে শীতের আমেজ মেখেই। এদিন কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ১৫.৭ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের চেয়ে ০.৯ ডিগ্রি কম ৷ শুধু কলকাতা নয়, জেলায় জেলায় বইছে উত্তুরে হাওয়া। এই আবহে কেমন থাকতে চলেছে ডিসেম্বরের দ্বিতীয় সপ্তাহে বাংলার প্রতিটি জেলার আবহাওয়া? চলুন জেনে নেওয়া যাক সেই আপডেট।

রবিবার জেলায় জেলায় শীতের অনুভূতি
দক্ষিণবঙ্গে এখনই জাঁকিয়ে শীত পড়ছে না। দক্ষিণবঙ্গের পুরুলিয়ার সর্ব‍নিম্ন তাপমাত্রা ৯.৫ ডিগ্রি সেলসিয়াস। আলিপুর হাওয়া অফিস জানাচ্ছে, এ দিন রাজ্যের মধ্যে দার্জিলিংয়ের তাপমাত্রা ৫.৬ ডিগ্রি সেলসিয়াস,সবচেয়ে কম। তবে, পুরুলিয়া ছাড়া রাজ্যের অন্যত্র পারাপতনে বিশেষ হেরফের ঘটেনি। আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাঞ্চলীয় অধিকর্তা সোমনাথ দত্ত জানিয়েছেন, “এই মুহূর্তে একটি নিম্নচাপ ক্ষেত্র তৈরি হয়েছে দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগরে। এটি ইণ্ডিয়ান-ইকুয়েডর সাগরের কাছাকাছি রয়েছে। এই নিম্নচাপ ক্ষেত্রটির ঘূর্ণাবর্তটি সমুদ্র পৃষ্ঠের ওপরে ৫.৮ কিলোমিটার পর্যন্ত বিস্তৃত। তবে এই নিম্নচাপ ক্ষেত্রটি আমাদের রাজ্য থেকে অনেক দূরে রয়েছে। এই নিম্নচাপ ক্ষেত্রটি পশ্চিম-উত্তর পশ্চিম দিকে অগ্রসর হবে। আগামী ২৪ ঘণ্টায় সুস্পষ্ট নিম্নচাপে পরিনত হতে পারে। এরপর ১১ তারিখ এই নিম্নচাপটি শ্রীলঙ্কা এবং তামিলনাড়ুতে পৌঁছতে পারে। এর সঙ্গে পশ্চিম হিমালয়ে আরও একটি পশ্চিমী ঝঞ্ঝা রয়েছে। এই পশ্চিমী ঝঞ্ঝাটি পূর্ব দিকে অগ্রসর হচ্ছে। এই সাগরে তৈরি হওয়া নিম্নচাপ ক্ষেত্রটি পশ্চিম দিকে অগ্রসর হচ্ছে। এই দুইয়ের যাতায়াতের কারণে বায়ুপ্রবাহে একটা বদল এসেছে। আজ ৮ ডিসেম্বর, আগামিকাল ৯ ডিসেম্বর এবং পরশু ১০ ডিসেম্বরের কিছুটা সময় দক্ষিণ পশ্চিম দিক থেকে বয়ে আসা বাতাসের কারণে প্রচুর পরিমাণে জলীয় বাষ্পের প্রবেশ ঘটবে। এর ফলে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে সর্বনিম্ন তাপমাত্রার বৃদ্ধি হবে। উত্তরবঙ্গের জেলাগুলিতে পূর্ব দিক থেকে বয়ে আসা বাতাস ঢুকবে। তবে, ১১ ডিসেম্বর থেকে ফের পারদ নামতে থাকবে।”

Advertisement

জাঁকিয়ে শীত পড়ছে কবে?
 প্রচুর পরিমাণে জলীয় বাষ্প বাতাসে প্রবেশ করায় আগামী তিনদিন সর্বনিম্ন তাপমাত্রা কিছুটা বাড়বে, যা শীতের আগমনে বাধার সৃষ্টি করবে। তবে বুধবার থেকে উত্তুরে হাওয়ার অবাধ প্রবেশে বঙ্গে শীতের আগমন ঘটবে বলে পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া দফতর । আপাতত দক্ষিণ বঙ্গোপসাগরে নিম্নচাপ এবং পশ্চিমী ঝঞ্ঝার প্রভাব দেখা যাবে উত্তর-পশ্চিম ভারতে। এর ফলে এ রাজ্যেও আবহাওয়ার পরিবর্তন হচ্ছে । দার্জিলিংয়ে তুষারপাত, হালকা বৃষ্টি উত্তর থেকে দক্ষিণবঙ্গে । পাশাপাশি ঘন কুয়াশার সতর্কবার্তা রয়েছে।  দক্ষিণবঙ্গের উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, বাঁকুড়া ও পশ্চিম বর্ধমানে হালকা থেকে মাঝারি কুয়াশা থাকবে। উত্তরবঙ্গে জলপাইগুড়ি, কোচবিহার, উত্তর ও দক্ষিণ দিনাজপুর, মালদহে ঘন কুয়াশার জন্য জারি করা হয়েছে হলুদ সতর্কতা। পাহাড়ে তুষারপাতেরও সম্ভাবনার কথা জানিয়েছে আলিপুর আবহাওয়া দফতর।

বৃষ্টির পূর্বাভাসও রয়েছে
দক্ষিণবঙ্গের কয়েকটি জেলায় সোমবার বিক্ষিপ্ত ভাবে হালকা বৃষ্টি হতে পারে। সেই তালিকায় রয়েছে বীরভূমও। কুয়াশা থাকতে পারে। তবে, হাওয়া অফিসের পূর্বাভাস বলছে, তার পর দিন কয়েক ফের সামান্য বাড়তে পারে তাপমাত্রা। আলিপুর আবহাওয়া দফতর সূত্রে খবর, মূলত পশ্চিমী ঝঞ্ঝার জেরে পরিবর্তন হবে রাজ্যের আবহাওয়ায়। রবিবার থেকেই বৃষ্টির সম্ভাবনা রয়েছে উত্তরবঙ্গের বেশকয়েকটি জেলায়। সোমবার থেকে হালকা বৃষ্টি হতে পারে দক্ষিণবঙ্গের কয়েকটি জেলায়। যার জেরে এখনই জাঁকিয়ে শীত পড়বে না। তবে সপ্তাহ  শেষের দিকে হাড়কাঁপানো ঠান্ডা পড়তে পারে বলে পূর্বাভাস হাওয়া অফিসের। সোমবার দক্ষিণবঙ্গের ৯ জেলায় বৃষ্টি হতে পারে। এদিন পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া, পূর্ব ও পশ্চিম বর্ধমান, বীরভূম, নদিয়া ও মুর্শিদাবাদের কোথাও কোথাও হালকা বৃষ্টি হতে পারে। অন্যদিকে মঙ্গলবার পর্যন্ত বৃষ্টি চলবে দার্জিলিং ও কালিম্পংয়ে। হালকা বৃষ্টি হতে পারে উত্তর ও দক্ষিণ দিনাজপুর, জলপাইগুড়ি ও মালদাতেও।

কলকাতার আবহাওয়া
কলকাতায় আজ, রবিবার সর্বনিম্ন তাপমাত্রা ১৫.৭ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিক তাপমাত্রার থেকে ০.৯ ডিগ্রি সেলসিয়াস কম। তবে আগামী তিন দিন কলকাতা-সহ দক্ষিণবঙ্গের জেলাগুলিতে ২ থেকে ৩ ডিগ্রি পর্যন্ত বাড়তে পারে তাপমাত্রা। রবিবার কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা থাকতে পারে ২৭ ডিগ্রির কাছে। 

Read more!
Advertisement

RECOMMENDED

Advertisement