Advertisement

Dev CBI : গরুপাচার-কাণ্ডে এবার দেবকে তলব CBI-এর

Tmc MP Actor Dev Cbi : এবার গরু-পাচারকাণ্ডে TMC সাংসদ তথা অভিনেতা দেবকে তলব করল CBI। আগামী ১৫ ফেব্রুয়ারি তাঁকে নিজাম প্যালেসে হাজিরার নির্দেশ দিয়েছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা।

দেব (ফাইল ছবি) দেব (ফাইল ছবি)
রাজেশ সাহা
  • কলকাতা,
  • 09 Feb 2022,
  • अपडेटेड 5:12 PM IST
  • গরু-পাচারকাণ্ডে TMC সাংসদ তথা অভিনেতা দেবকে তলব করল CBI
  • আগামী ১৫ ফেব্রুয়ারি তাঁকে হাজিরার নির্দেশ
  • CBI এই নির্দেশ দিয়েছে

এবার গরু-পাচারকাণ্ডে TMC সাংসদ তথা অভিনেতা দেবকে তলব করল CBI। আগামী ১৫ ফেব্রুয়ারি তাঁকে নিজাম প্যালেসে হাজিরার নির্দেশ দিয়েছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। 

CBI সূত্রে খবর, ১৫ ফেব্রুয়ারি দেবকে হাজিরার জন্য নোটিশ পাঠানো হয়েছে। তাঁকে নিজাম প্যালেসে হাজিরার নির্দেশ দেওয়া হয়েছে। এর আগে গরুপাচারকাণ্ডে যাঁদের সাক্ষী নেওয়া হয়েছিল, তাদের বয়ানে নাকি দেবের নাম উঠে আসে। তার ভিত্তিতেই দেবকে তলব করা হয়েছে। 

আরও পড়ুন

CBI এর দাবি, যে সব বয়ান এর আগে পাওযা গেছে, সেই সব খতিয়ে দেখার পরই দেবকে তলব করার সিদ্ধান্ত। তাঁরা দেবকে জিজ্ঞাসাবাদ করতে চান। যে সব তথ্য তাঁরা আগে পেয়েছেন সেগুলো যাচাই করে নিতে চান। 

CBI-এর আরও দাবি, গরুপাচার কাণ্ডে এর আগে গ্রেফতার এনামুল হককে গ্রেফতার করা হয়েছিল। তার কাছ থেকে বেশ কয়েকজনের নাম সামনে আসে। তাদের জেরা করা হয়। সূত্রের দাবি, সেই যাদের জেরা করা হয়েছিল, তারা নাকি দেবের নাম করেছিলেন। প্রায় ছয় মাস আগে অভিনেতা-সাংসদ দেবের নাম সামনে আসে। 

শুক্রবার নিজাম প্যালেসে সকাল ১১ টা নাগাদ অভিনেতা সাংসদ দেবকে হাজির থাকতে বলা হয়েছে। সিবিআই সূত্রে এই খবর জানা গিয়েছে। তবে দেব এই নোটিশ এখনও পেয়েছেন কি না সেই সম্পর্কে কোনও খবর জানা যায়নি। 

প্রসঙ্গত, গতমাসেই গরু পাচার মামলায় অন্যতম অভিযুক্ত এনামুল হকের জামিন মঞ্জুর করেছে সুপ্রিম কোর্ট। তার  আগে তিনি একাধিকবার কোর্টে জামিনের আবেদন করলেও তা নাকচ হয়ে যায়। অবশেষে সুপ্রিম কোর্ট তাঁকে জামিন দেয়। 

 

Read more!
Advertisement
Advertisement