বিয়ে করতে চলেছেন দিলীপ ঘোষ? সূত্রের খবর, শুক্রবার ছাদনাতলায় বসতে চলেছেন বঙ্গ বিজেপির প্রাক্তন রাজ্য সভাপতি। শোনা যাচ্ছে, গত লোকসভা ভোটে হেরে মুষড়ে পড়েছিলেন দিলীপ। তারপরই নাকি গাঁটছড়া বাঁধার সিদ্ধান্ত নেন। মা-ও চেয়েছিলেন ছেলের গার্হস্থ্য জীবনে প্রবেশ হোক।
স্বভাবে ডাকাবুকো দিলীপ ঘোষ। ছোট থেকেই আরএসএস কর্মী। সঙ্ঘের রীতি মেনে বিয়ে করেননি। থেকেছেন অকৃতদার। সেই দিলীপই এবার বিয়ে করতে চলেছেন বলে সূত্রের খবর।
ষাটোর্ধ্ব দিলীপ কাকে বিয়ে করছেন? পাত্রীর নাম রিঙ্কু মজুমদার। তিনিও দীর্ঘ দিনের বিজেপি কর্মী। মহিলার মোর্চার দায়িত্বও সামলেছেন। ওবিসি মোর্চা এবং হ্যান্ডলুম সেলের দায়িত্বেও ছিলেন। দাবাং মুডে বার বার দেখেছি এবার সেই ‘রাফ অ্যান্ড টাফ’ দিলীপ ঘোষই বিয়ের পিরিতে বলছেন।
শোনা যাচ্ছে, শুক্রবার নিউটাউনে দিলীপের বাসভবনে ঘরোয়া অনুষ্ঠানে চারহাত এক হওয়ার কথা। দিলীপ ঘোষের এই বিয়ের খবর ঝড়ের গতিতে ভাইরাল। দিলীপকে শুভেচ্ছা জানিয়েছেন তৃণমূল নেতারাও। কুণাল ঘোষ ও দেবাংশুরা এক্স হ্যান্ডেলে অভিনন্দনবার্তা দিয়েছেন।
বিবাহের কথা অনেক আগেই পাকা হয়েছিল। তবে বিষয়টি গোপনই রেখেছিলেন দিলীপ ঘোষ। দলের তরফেও জানানো হয়নি। এখন দেখার সেই ডাকাবুকো রাজনীতিই করবেন নাকি সংসারী হয়ে মতি বদলাবে দিলীপের!
দিলীপের বিবাহ নিয়ে বিজেপির রাজ্য সভাপতি বলেন,'এটা ওঁর ব্যক্তিগত ব্যাপার। এটা নিয়ে রাজনীতি করার দরকার নেই। আমিও তো বিয়ে করেছি। কেউ বিয়ে করার হলে করতেই পারেন। আমার শুভেচ্ছা থাকবে'।