Advertisement

Thakurpukur Car Incident: গাড়ি চাপা দিয়ে সেন্ট্রাল লকআপে পরিচালক ভিক্টো, বন্ধ 'ভিডিও বৌমা'র শ্যুটিং

Thakurpukur Car Incident: রবিবার ঠাকুরপুকুরে হিট অ্যান্ড রান কেস টলিউড ইন্ডাস্ট্রির ঘুম উড়িয়ে দিয়েছে। ছোটপর্দার পরিচালক সিদ্ধান্ত দাস ওরফে ভিক্টো মত্ত অবস্থায় গাড়ি চালিয়ে এক নিরীহ পথচারীর প্রাণ নিলেন। রবিবার ঘটনাস্থল থেকেই ভিক্টো ওরফে সিদ্ধান্তকে গ্রেফতার করা হয়।

গ্রেফতার পরিচালকের জেল হেফাজতগ্রেফতার পরিচালকের জেল হেফাজত
Aajtak Bangla
  • কলকাতা,
  • 08 Apr 2025,
  • अपडेटेड 11:20 AM IST
  • রবিবার ঠাকুরপুকুরে হিট অ্যান্ড রান কেস টলিউড ইন্ডাস্ট্রির ঘুম উড়িয়ে দিয়েছে।

রবিবার ঠাকুরপুকুরে হিট অ্যান্ড রান কেস টলিউড ইন্ডাস্ট্রির ঘুম উড়িয়ে দিয়েছে। ছোটপর্দার পরিচালক সিদ্ধান্ত দাস ওরফে ভিক্টো মত্ত অবস্থায় গাড়ি চালিয়ে এক নিরীহ পথচারীর প্রাণ নিলেন। রবিবার ঘটনাস্থল থেকেই ভিক্টো ওরফে সিদ্ধান্তকে গ্রেফতার করা হয়। তাঁর সঙ্গে থাকা সান বাংলার কার্যকরী প্রযোজক শ্রিয়া বসুকেও পুলিশ আটক করে। তবে পরে তাঁকে ছেড়ে দেওয়া হয়। কলকাতা পুলিশ সূত্রে জানা গিয়েছে, সোমবার আলিপুর কোর্টে পেশ করা হয় সিদ্ধান্ত দাসকে। আদালতের নির্দেশ, আগামী তিন দিন সেন্ট্রাল লক আপে থাকতে হবে তাঁকে। ১০ এপ্রিল আবার তাঁকে আদালতে পেশ করা হবে। 

পুলিশ সূত্রে জানা গিয়েছে, শনিবার রাতে আরিয়ান ভৌমিক, ঋ সেনগুপ্ত, স্যান্ডি সাহা, ভিক্টো ও শ্রিয়া বসু দক্ষিণ কলকাতার এক শপিং মলের পাবে রাতভর পার্টি করেন। এরপর অভিযুক্ত পরিচালক মত্ত অবস্থাতেই গাড়ি চালান। সেই সময় গাড়িতে পরিচালক ও শ্রিয়া ছিলেন আর দুজনেই সুস্থ অবস্থাতে ছিলেন না। সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া ভিডিওতে শ্রিয়াকে দেখা গিয়েছে অপ্রকৃতিস্থ অবস্থায়। পরিচালক মত্য় অবস্থাতেই ঠাকুরপুকুর থানা এলাকার এক বাজারে গাড়ি ঢুকিয়ে ছয় জন পথচারীকে জখম করেন। এঁদের মধ্যে দু'জনের চোট গুরুতর। তাঁদেরই একজন রবিবার বিকেলে মারা যান।

সান বাংলার নতুন সিরিয়াল ভিডিও বৌমার সঙ্গে যুক্ত অভিযুক্ত পরিচালক। রবিবারের ঘটনার পর সোমবার বন্ধ রাখা হয়েছিল এই সিরিয়ালের শ্যুটিং। পরিবর্তে আউটডোর শুটিং হয়। সোমবারই চ্যানেল কর্তৃপক্ষ কার্যনির্বাহী প্রযোজকদের নিয়ে বৈঠক করেন। পরিচালক ভিক্টোর এই নিন্দনীয় আচরণে ক্ষোভে উত্তাল সোশ্যাল মিডিয়া। ছোট পর্দার একাধিক অভিনেতা, পরিচালকেরা বিষয়টি নিয়ে প্রকাশ্যে প্রতিবাদ জানিয়েছেন। তালিকায় রয়েছেন ভাস্বর চট্টোপাধ্যায়, সঙ্ঘশ্রী সিংহ মিত্র, স্বস্তিকা মুখোপাধ্যায়, রূপাঞ্জনা মিত্র সহ আরও অনেকে। এই ঘটনা বেশ কয়েক বছর আগে সলমন খানের হিট অ্যান্ড রানের ঘটনাকে মনে করিয়ে দিচ্ছে।  

Advertisement
Read more!
Advertisement
Advertisement