Advertisement

NRS Doctorts: সুইগি-জোম্যাটো-ফেসবুক সব বন্ধ, NRS-এ ডাক্তার-নার্সদের জন্য বেনজির পদক্ষেপ

ডাক্তার-নার্স-স্বাস্থ্যকর্মীদের জন্য বেনজির পদক্ষেপ করল নীলরতন সরকার মেডিক্যাল কলেজ। এবার থেকে অন ডিউটি থাকাকালীন চিকিৎসক-নার্সরা বিনামূল্যে ওয়াইফাই পরিষেবা ব্যবহার করতে পারবেন না। এমনই নির্দেশিকা জারি করা হয়েছে বলে খবর। 

বেনজির পদক্ষেপ এনআরএসে।বেনজির পদক্ষেপ এনআরএসে।
Aajtak Bangla
  • কলকাতা,
  • 12 Feb 2025,
  • अपडेटेड 9:29 AM IST
  • ডাক্তার-নার্স-স্বাস্থ্যকর্মীদের জন্য বেনজির পদক্ষেপ করল নীলরতন সরকার মেডিক্যাল কলেজ।
  • এবার থেকে অন ডিউটি থাকাকালীন চিকিৎসক-নার্সরা বিনামূল্যে ওয়াইফাই পরিষেবা ব্যবহার করতে পারবেন না।
  • এমনই নির্দেশিকা জারি করা হয়েছে বলে খবর। 

ডাক্তার-নার্স-স্বাস্থ্যকর্মীদের জন্য বেনজির পদক্ষেপ করল নীলরতন সরকার মেডিক্যাল কলেজ। এবার থেকে অন ডিউটি থাকাকালীন চিকিৎসক-নার্সরা বিনামূল্যে ওয়াইফাই পরিষেবা ব্যবহার করতে পারবেন না। এমনই নির্দেশিকা জারি করা হয়েছে বলে খবর। 

শুধু তাই নয়, সূত্রে খবর, কিছু সাইট বন্ধেরও নির্দেশ দেওয়া হয়েছে। হাসপাতাল চত্বরের মধ্যে ব্লক করা হয়েছে ফেসবুক, ইউটিউব, ইনস্টাগ্রামের মতো জনপ্রিয় সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম। বন্ধ করা হয়েছে নেটফ্লিক্স, হটস্টার, অ্যামাজন প্রাইমের মতো জনপ্রিয় ওটিটি প্ল্যাটফর্ম। ব্লক করা হয়েছে সুইগি, জোম্যাটোর মতো ফুড ডেলিভারি অ্য়াপ। 


অন্য দিকে, রাজ্যের সরকারি হাসপাতালে সিনিয়র ও জুনিয়র ডাক্তারদের ডিউটি নিয়ে নির্দেশিকা স্বাস্থ্য দফতরের। বিভিন্ন সংবাদমাধ্যম সূত্রে জানা গিয়েছিল, সব মেডিক্যাল কলেজ ও হাসপাতালে আগামী ১ মাসের ডিউটি রস্টার চেয়ে পাঠিয়েছে স্বাস্থ্য দফতর। হাসপাতালগুলিতে সারপ্রাইজ ভিজিট করা হবে বলেও জানা যাচ্ছে। জানা গিয়েছে, বহু ক্ষেত্রে এমন অভিযোগ উঠেছে যে, সরকারি হাসপাতালে ডিউটির সময় কোনও কোনও চিকিৎসক বেসরকারি হাসপাতাল বা প্রাইভেট চেম্বারে কাজ করছেন। এসব অভিযোগের প্রেক্ষিতেই এবার কড়া হচ্ছে স্বাস্থ্য দফতর।

সরকারি হাসপাতালে কর্মরত চিকিৎসকরা কি প্রাইভেট প্র্যাক্টিস করতে পারবেন, এই নিয়ে কিছুদিন আগে নতুন করে নির্দেশিকা জারি করেছে স্বাস্থ্য দফতর। এই নিয়ে আগেই বিধিনিষেধ জারি করা ছিল। কোন চিকিৎসকরা প্রাইভেট প্র্যাক্টিস করতে পারবেন, সে ব্যাপারে বিস্তারিত জানানো হয়েছে। স্বাস্থ্য ভবনের নির্দেশিকায় জানানো হয়েছে যে, প্রাইভেট প্র্যাক্টিসের জন্য চিকিৎসকদের নো অবজেকন সার্টিফিকেট নিতে হবে। যাঁরা নন প্র্যাক্টিসিং অ্যালাউন্স গ্রহণ করেন, তাঁরা এনওসি পাবেন না। অর্থাৎ, যাঁরা নন প্র্যাক্টিসিং অ্যালাউন্স নেবেন, তাঁরা হাসপাতালের বাইরে রোগী দেখতে পারবেন না। একইসঙ্গে প্রাইভেট প্র্যাক্টিসের জন্য স্বাস্থ্য শিক্ষা অধিকর্তা বা স্বাস্থ্য অধিকর্তার কাছ থেকে অনুমতি নিতে হবে। তারপরেই প্রাইভেট প্র্যাক্টিসের ছাড়পত্র মিলবে। কর্মস্থলের ২০ কিমি এলাকার বাইরে প্রাইভেট প্র্যাক্টিস করা যাবে না।
 

Advertisement

Read more!
Advertisement
Advertisement