Advertisement

Dog Bite Compensation: কুকুরে কামড়ালে মিলবে ২০ হাজার ক্ষতিপূরণ, বড় নির্দেশ হাইকোর্টের

কুকুরে কামড়ালেই আহত ব্যক্তিকে দিতে হবে ২০ হাজার টাকা ক্ষতিপূরণ। নির্দেশ দিল হাইকোর্ট। আর যদি কুকুর একটি দাঁতে কামড় দেয় সেক্ষেত্রে ক্ষতিপূরণ দিতে হবে ১০ হাজার টাকা। এই নির্দেশকে ঐতিহাসিক বলে মনে করছেন আইন বিশেষজ্ঞরা।

Dog bite Dog bite
Aajtak Bangla
  • দিল্লি ,
  • 15 Nov 2023,
  • अपडेटेड 3:26 PM IST
  • কুকুরে কামড়ালেই আহত ব্যক্তিকে দিতে হবে ২০ হাজার টাকা ক্ষতিপূরণ
  • নির্দেশ দিল হাইকোর্ট

কুকুরে কামড়ালেই আহত ব্যক্তিকে দিতে হবে ২০ হাজার টাকা ক্ষতিপূরণ। নির্দেশ দিল হাইকোর্ট। আর যদি কুকুর একটি দাঁতে কামড় দেয় সেক্ষেত্রে ক্ষতিপূরণ দিতে হবে ১০ হাজার টাকা। এই নির্দেশকে ঐতিহাসিক বলে মনে করছেন আইন বিশেষজ্ঞরা। 

পঞ্জাব এবং হরিয়ানা হাইকোর্টের তরফে এই নির্দেশ হয়। বিচারপতি বিনোদ ভরদ্বাজের নির্দেশ, 'কুকুরের কামড়ের ক্ষেত্রে, প্রতি দাঁতের চিহ্নের জন্য আর্থিক সহায়তা ন্যূনতম ১০ হাজার টাকা দিতে হবে। এবং যদি চামড়া থেকে মাংস টেনে নেওয়া হয়েছে, এমন ঘটনা সামনে আসে সেক্ষেত্রে ন্যূনতম ২০ হাজার টাকা দিতে হবে।' 

ডিভিশন বেঞ্চের আরও নির্দেশ, 'যদি কোনও ব্যক্তিকে কুকুরে কামড়ায় তাহলে তার দায়িত্ব রাজ্য সরকারকে নিতে হবে। দিতে হবে ক্ষতিপূরণও। তার দায়ও রাজ্য সরকারের।' বিচারপতিদের আরও নির্দেশ আহত ব্যক্তিতে মাত্র চারমাসের মধ্যে ক্ষতিপূরণ দিতেই হবে। আহত ব্যক্তি যাতে কোনও অসুবিধে না হয় তার দায়ও নিতে হবে। 

চণ্ডীগড়, পঞ্জাব এবং হরিয়ানায় কুকুরের কামড়ের সংখ্যা ক্রমাগত বাড়ছিল। মোট  ১৯৩ টি পিটিশন জমা হয় এই নিয়ে। তারই শুনানিতে ২০ হাজার টাকা ক্ষতিপূরণের নির্দেশ দেওয়া হয় হাইকোর্টের তরফে। 

আদালতেক আরও নির্দেশ, রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চলগুলিকে এই মামলাগুলি নথিভুক্ত করতে হবে। সেজন্য একটি কমিটিও গঠনের নির্দেশ দেওয়া হয়। এই সব কমিটির মাথায় থাকবেন সংশ্লিষ্ট জেলা প্রশাসক। কোনও অভিযোগ এলে স্টেশন হাউস অফিসারকে একটি ডিউ ডিলিজেন্স রিপোর্ট (ডিডিআর) রেকর্ড করতে হবে এবং নির্দিষ্ট ঘটনা বা দুর্ঘটনার তদন্ত করতে হবে। 

আদালতের আরও নির্দেশ, কারও পোষ্য যদি কোনও ব্যক্তিকে কামড়ায় সেক্ষেত্রে পোষ্যর মালিককে মালিকদের ক্ষতিপূরণ দিতে হবে। আর যদি রাস্তার কুকুর কামড়ায় সেক্ষেত্রে রাজ্য সরকার বা পৌর কর্তৃপক্ষ ক্ষতিপূরণ দিতে দায়বদ্ধ থাকবে।

প্রসঙ্গত, গোটা দেশের সঙ্গে সঙ্গে কুকুরের কামড়ের ঘটনা পঞ্জাব-হরিয়ানাতে বেড়েই চলেছে। পঞ্জাব স্বাস্থ্য বিভাগ গত পাঁচ বছরে ৬ লাখ ৫০ হাজার জনেরও বেশি মানুষকে কুকুরে কামড়ানোর রিপোর্ট করেছে। 
 

Advertisement

 

Read more!
Advertisement
Advertisement