Advertisement

Durga Puja 2023: কোন প্যান্ডেলে ভিড় কেমন-কখন ফাঁকায় ঠাকুর দেখা যাবে? দুর্দান্ত App আনছে লালবাজার

ঠাকুর দেখতে লম্বা লাইন পড়ে কলকাতার পুজো মণ্ডপগুলিতে। মানুষ অধৈর্য হয়ে পড়েন। কোন প্যান্ডেলে কত ভিড়, না জানতে পেরে হয়রানিও কম হয় না। এবার সেই সমস্যা দূর করতে বিশেষ উদ্যোগ নিল কলকাতা পুলিশ। লালবাজার পুজোর আগে একটি অ্যাপ তৈরি করতে চলেছে বলে জানা গেছে। ওই অ্যাপে দর্শনার্থীরা প্যান্ডেলে ঢোকার বিষয়ে তথ্য পাবেন।

ফাইল ছবি।
Aajtak Bangla
  • কলকাতা,
  • 18 Sep 2023,
  • अपडेटेड 1:57 PM IST
  • ঠাকুর দেখতে লম্বা লাইন পড়ে কলকাতার পুজো মণ্ডপগুলিতে।
  • মানুষ অধৈর্য হয়ে পড়েন।

ঠাকুর দেখতে লম্বা লাইন পড়ে কলকাতার পুজো মণ্ডপগুলিতে। মানুষ অধৈর্য হয়ে পড়েন। কোন প্যান্ডেলে কত ভিড়, না জানতে পেরে হয়রানিও কম হয় না। এবার সেই সমস্যা দূর করতে বিশেষ উদ্যোগ নিল কলকাতা পুলিশ। লালবাজার পুজোর আগে একটি অ্যাপ তৈরি করতে চলেছে বলে জানা গেছে। ওই অ্যাপে দর্শনার্থীরা প্যান্ডেলে ঢোকার বিষয়ে তথ্য পাবেন।

লালবাজার ১৫টি বড় পুজো মণ্ডপকে বেছে নিয়েছে। যেখানে দু'জন কর্মী রিয়েল টাইম ডেটা সরবরাহ করবে। যা মানুষের প্যান্ডেলে ঢোকা-বেরনোর তথ্য দেবে। একজন প্রবীণ পুলিশকর্মী জানিয়েছেন, “অ্যাপটি আমাদের কর্মীদের একটি নির্দিষ্ট সারির ভিড়কে প্যান্ডেলে ঢোকা ও বেরোনোর সময় গুণবে। সেই অনুযায়ী আমরা অ্যাপে আপডেট দেব। সেখানেই মানুষ জানতে পারবেন,” বলেছেন একজন সিনিয়র পুলিশ অফিসার। "এটি প্যান্ডেল ভ্রমণকারীদের সেই অনুযায়ী তাদের পরিদর্শনের পরিকল্পনা করতে সহায়তা করবে।"

প্রতি ২০ মিনিট অন্তর আপডেট দেওয়া হবে। একটি নির্দিষ্ট প্যান্ডেল দেখার সম্ভাব্য সময় সম্পর্কে বিভিন্ন মাধ্যম ব্যবহার করে অ্যাপটি কী প্রকাশ করেছে তা পুলিশ জানাবে। অ্যাপটি চালু থাকবে ২০ অক্টোবর ষষ্ঠী থেকে চার দিনের জন্য।
বেশকিছু পুজো উদ্যোক্তা এই উদ্যোগকে স্বাগত জানালেও দুজন পুলিশকর্মী ওই তথ্য কীভাবে দিতে পারবেন, তা নিয়ে সন্দেহ প্রকাশ করেছেন। 

অন্যদিকে, আগামী ১৪ অক্টোবর মহালয়া। এ বারও প্যারিস থেকে প্রতিনিধিদল পাঠাবে ইউনেস্কো। দুর্গাপুজোর প্রাক্‌-প্রদর্শনীর জন্য ২২টি বারোয়ারি থিম পুজো, দু’টি সাবেক পুজো এবং দু’টি বনেদি পুজো-বাড়িকে বেছে নিয়েছেন অনুষ্ঠানটির উদ্যোক্তারা। ১১-১৪ অক্টোবর, সন্ধ্যা ৬টা থেকে রাতভর চলবে এই মণ্ডপ-সফর। ‘মাস আর্ট’ বলে একটি মঞ্চের ওয়েবসাইটে প্রাক্‌-প্রদর্শনীটি দেখার খবরাখবর মিলবে।


 

Advertisement

Read more!
Advertisement

RECOMMENDED

Advertisement