Advertisement

Durga Puja Metro Route Guide: কোন মেট্রো স্টেশনে নেমে কোন কোন বড় পুজো দেখবেন? রইল পুরো গাইড

মহালয়া থেকেই কলকাতায় ঠাকুর দেখা শুরু হয়ে গিয়েছে। কলকাতার কয়েকটি বড় পুজো ইতিমধ্যেই দর্শনার্থীদের জন্য খুলে দেওয়া হয়েছে। তার মধ্যে অন্যতম শ্রীভূমি স্পোর্টিং ক্লাবের পুজো। মহালয়ার রাতেই সেখানে মানুষের ঢল নেমেছিল।

কোন মেট্রো স্টেশনে নেমে কোন কোন বড় পুজো দেখবেন? রইল পুরো গাইড
Aajtak Bangla
  • কলকাতা,
  • 04 Oct 2024,
  • अपडेटेड 11:57 AM IST
  • কলকাতায় ঠাকুর দেখার জন্য সবচেয়ে যেটা কাজে লাগতে পারে সেটা হল মেট্রো
  • আপনি কলকাতার যে কোনও মেট্রো স্টেশনে নেমে পরপর কিছু বড় পুজো ঘুরে আসতে পারেন

মহালয়া থেকেই কলকাতায় ঠাকুর দেখা শুরু হয়ে গিয়েছে। কলকাতার কয়েকটি বড় পুজো ইতিমধ্যেই দর্শনার্থীদের জন্য খুলে দেওয়া হয়েছে। তার মধ্যে অন্যতম শ্রীভূমি স্পোর্টিং ক্লাবের পুজো। মহালয়ার রাতেই সেখানে মানুষের ঢল নেমেছিল। এখন আর পুজোর পাঁচদিন দিন নয়। তার আগে থেকেই ঠাকুর দেখা শেষ করার তাড়া থাকে। কারণ দেরি হলে ভিড় একটা সমস্যা হয়ে দাঁড়াতে পারে।

কলকাতায় ঠাকুর দেখার জন্য সবচেয়ে যেটা কাজে লাগতে পারে সেটা হল মেট্রো। আপনি কলকাতার যে কোনও মেট্রো স্টেশনে নেমে পরপর কিছু বড় পুজো ঘুরে আসতে পারেন। ফলে মেট্রোয় ভরসা রেখে বেরিয়ে পড়লে কলকাতার একাধিক বড় পুজো দেখা হয়ে যাবে সহজেই। আজ উত্তর থেকে দক্ষিণে মেট্রো চেপে বড় বড় দুর্গাপুজো দেখার হদিশ দিচ্ছি আমরা। উত্তর থেকে দক্ষিণে মেট্রো পথে কোন কোন ঠাকুর দেখা যাবে এবার দেখে নেওয়া যাক। 

  • নোয়াপাড়া - খানিক এগোলেই নোয়াপাড়া উদয়ন সঙ্ঘ।
  • দমদম- সিঁথি সর্বজনীন এবং ১৪ পল্লি।
  • বেলগাছিয়া -বেলগাছিয়া ওলাইচণ্ডী, টালা পার্ক, নেতাজি স্পোর্টিঁং, লেক টাউন আ্যাসোসিয়েশন, যুবক বৃন্দ, দমদম পার্ক ভারতচক্র, শ্রীভূমি স্পোর্টিঁং।
  • শ্যামবাজার- বাগবাজার সর্বজনীন, বেনিয়াটোলা, কুমোরটুলি পার্ক, আহিরীটোলা সর্বজনীন, শোভাবাজার রাজবাড়ি, হাতিবাগান সর্বজনীন, তেলেঙ্গাবাগান, চালতাবাগানের পুজো।
  • শোভাবাজার মেট্রো-শোভাবাজার রাজবাড়ি, হাতিবাগান সর্বজনীন, নবিন পল্লি, কাশী বোস লেন, নতুন দল, নলিনী সরকার স্ট্রিট৷
  • গিরিশ পার্ক-সিমলা ব্যায়াম সমিতি, বিবেকানন্দ স্পোর্টিং, রবীন্দ্র কানন, পাথুরিঘাটা ৫ পল্লির পুজো।
  • এমজি রোড -মহম্মদ আলি পার্ক, কলেজ স্কোয়ার, শিয়ালদা অ্যাথলেটিক্সের পুজো।
  • সেন্ট্রাল- সন্তোষ মিত্র স্কোয়ার, সুবোধ মল্লিক স্কোয়ারের পুজো।
  • চাঁদনী চক- জানবাজার সর্বজনীন, তালতলা সর্বজনীন, ওয়েলিংটন নাগরিক কল্যাণ সমিতি।
  • রবীন্দ্র সদন-গোখলে স্পোর্টিং, চক্রবেড়িয়া সর্বজনীন।
  • নেতাজি ভবন-পরপর দেখুন ৬৮ পল্লি, ৭৬ পল্লি, ভবানীপুর ৭৫ পল্লি, ২২ পল্লি, পদ্মপুকুর সমিতি, হরিশ পার্ক, অগ্রদূত উদয় সঙ্ঘ, ভবানীপুর স্বাধীন সঙ্ঘ।
  • যতীন দাস-ম্যাডক্স স্কোয়ার, ২৩ পল্লি, ফরওয়ার্ড ক্লাব, মাতৃমন্দির, বকুলবাগান, যতীন দাস পার্ক।
  • কালীঘাট-ত্রিধারা, চেতলা অগ্রণী, বাদামতলা আষাঢ় সঙ্ঘ, দেশপ্রিয় পার্ক, সমাজসেবী, ৬৬ পল্লি, হিন্দুস্তান পার্ক, বালিগঞ্জ কালচারাল, একডালিয়া এভারগ্রিন, সিংহি পার্ক, বোসপুকুর শীতলা মন্দির।
  • রবীন্দ্র সরোবর-সুরুচি সঙ্ঘ, শিবমন্দির, মুদিয়ালি।
  • টালিগঞ্জ ও কুদঘাট- ৪১ পল্লি, অজেয় সংহতি, অশোকনগর, বড়িশা ক্লাব, বড়িশা উদয়ন পল্লি, শীতলাতলা কিশোর সঙ্ঘ।
  • মাস্টারদা সূর্য সেন- রিজেন্ট পার্ক, আজাদগড় সর্বজনীন।
  • গীতাঞ্জলি (নাকতলা)- নাকতলা উদয়ন সঙ্ঘ। এটি দক্ষিণ কলকাতার অন্যতম বড় পুজো। 
  • কবি নজরুল (গড়িয়া) - নবদুর্গা, গড়িয়া মিতালি, তরুণ সাথী, শ্যামাপল্লি, নারকেলবাগান সর্বজনীন। শহীদ ক্ষুদিরাম মেট্রো স্টেশন - পাটুলি ক্লাব।
  • কবি সুভাষ (নিউ গড়িয়া) - সন্তোষপুর লেক পল্লি, পল্লিমঙ্গল, সন্তোষ ত্রিকোণ পার্ক। এই প্রতিবেদনটি ‘আনন্দ উৎসব’ ফিচারের একটি অংশ।

Advertisement

TAGS:
Read more!
Advertisement

RECOMMENDED

Advertisement