Advertisement

Durga Puja 2024: 'উত্‍সব' নেই? কোথাও বন্ধ সিঁদুরখেলাও, কলকাতার ৫ মেগাপুজোর প্ল্যানের খোঁজ নিল bangla.aajtak.in

কলকাতার বাসিন্দাদের একাংশের দাবি, এবারে পুজো পুজোর মতো হোক। কিন্তু তাঁরা উৎসব উদযাপনে থাকবেন না। এই পরিস্থিতিতে কলকাতার নামী পুজো উদ্যোক্তারা কী ভাবছেন? খোঁজ নিল 'বাংলা ডট আজতক ডট ইন।'

পুজো কেমন হবে। গ্রাফিক-শুভঙ্কর মিত্র
সুকমল শীল
  • কলকাতা,
  • 11 Sep 2024,
  • अपडेटेड 2:59 PM IST
  • মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় রাতদখল আন্দোলন বন্ধ রেখে পুজোয় ফিরতে আহ্বান জানিয়েছেন মানুষকে।
  • তিনি উৎসবে ফিরতে বলেছেন। কিন্তু অভিযোগ উঠছে, উৎসব একটা ইরেজার, যা দিয়ে আন্দোলোনকে মুছে ফেলতে চাইছে শাসকদল।

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় রাতদখল আন্দোলন বন্ধ রেখে পুজোয় ফিরতে আহ্বান জানিয়েছেন মানুষকে। তিনি উৎসবে ফিরতে বলেছেন। কিন্তু অভিযোগ উঠছে, উৎসব একটা ইরেজার, যা দিয়ে আন্দোলোনকে মুছে ফেলতে চাইছে শাসকদল। যেকারণে কলকাতার বাসিন্দাদের একাংশের দাবি, এবারে পুজো পুজোর মতো হোক। কিন্তু তাঁরা উৎসব উদযাপনে থাকবেন না। এই পরিস্থিতিতে কলকাতার নামী পুজো উদ্যোক্তারা কী ভাবছেন? খোঁজ নিল 'বাংলা ডট আজতক ডট ইন।'

ত্রিধারা সম্মিলনী। দক্ষিণ কলকাতার নামকরা পুজোর মধ্যে একটি। থিমের দৌড়ে বড় বড় পুজোগুলির সঙ্গে টক্কর দেয় প্রতিবছর ৷ তবে এইবছরটা আলাদা৷ উদ্যোক্তাদের একজন বললেন, 'এবছর পুজো পুজোর মতোই হবে। আগে থাকতেই সব ঠিক হয়ে গিয়েছিল, তাই বাজেট কমছে না। গতবছর ৬৫ লক্ষ টাকা বাজেট ছিল। এবছরও কাছাকাছিই রয়েছে। কিন্তু এবছর বহু স্পনসর হাতছাড়া হয়েছে। দিল্লি-মুম্বইয়ের স্পনসররা এগিয়ে আসছে না। আমারা কোনও হোর্ডিং ব্যানার করিনি। পরিস্থিতির কথা ভেবে প্রভাত ফেরি ও সিঁদুর খেলা বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। কলকাতা পুরসভার মেয়র পারিষদ এই পুজোর অন্যতম উদ্যোক্তা। উদ্বোধন করেন মুখ্যমন্ত্রী।'

বাদামতলা আষাঢ় সংঘ রাসবিহারী মোড়ের কাছে অন্যতম একটি পুজো। এক উদ্যোক্তা বললেন, 'রথের দিন খুঁটিপুজো হয়ে গিয়েছে। আর ঘটনা ঘটেছে ৮ অগাস্ট। আমাদের পুজোর সবই আগেই নির্ধারিত হয়ে গিয়েছিল। তাই শেষমূহুর্তে সব অপরিবর্তিতই থাকছে। বাকি মানুষ সিদ্ধান্ত নেবে। তবে আমরা পুজো পুজোর মতোই করছি। পুজো বন্ধ হলে বহু মানুষের রুজি-রোজগার মার খাবে। আমাদের থিমও তা নিয়েই-উৎসবের চালচিত্র। মানুষের জীবন-জীবিকা নিয়ে থিম। প্রতিবার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় পুজো উদ্বোধন করেন।' 

কলকাতার অন্যতম সেরা ৫ পুজোর মধ্যে রয়েছে সন্তোষ মিত্র স্কোয়ারের পুজো। গত বছর যেখানে রাম মন্দিরের আদলে মণ্ডপ গোটা দেশে ঝড় তুলেছিল। এবারে তাদের পুজোর থিম মার্কিন যুক্তরাষ্ট্রেরে লাস ভেগাস শহরের বিখ্যাত আলোর গোলক বা স্ফিয়ার। অন্যতম উদ্যোক্তা বিজেপি নেতা সজল ঘোষ বললেন, 'পুজো হবে, কিন্তু কোনও উৎসব হবে না। পুজোর মধ্যেও প্রতিবাদ চলবে। এবারের পুজোকে প্রতিবাদের পুজো বলতে পারেন। তবে সিঁদুর খেলা বা কোনও অনুষ্ঠান করতে চাইলে এলাকার লোকজনকে বারণ করা হবে না।'

Advertisement

সুইৎজারল্যান্ডের পার্লামেন্টের আদলে মন্ডপ তৈরি হচ্ছে কলেজ স্কোয়ারের পুজোয়। থাকবে জমকালো আলোর ব্যবস্থা। কিন্তু মনে কোনও আনন্দ নেই উদ্যোক্তাদের। বাজেট বেড়েছে গতবছরের তুলনায়। গতবছর ছিল ৭০ লক্ষ টাকা। এক উদ্যোক্তা বললেন, 'এখন যা পরিস্থিতি চলছে, পুজোর অনুষ্ঠান আদৌ করা যাবে কী না, তা নিয়ে চিন্তাভাবনা চলছে। উৎসব মানুষকে ছাড়া হয় না। মানুষ যদি উৎসবহীন পুজো চান, তাহলে মানুষই তা করবেন। মানুষের সিদ্ধান্ত যা হবে, আমাদের তা মানতে হবে। তবে আমরা এখনই কিছু ভাবিনি। পরিস্থিতি বুঝে সিদ্ধান্ত নেওয়া হবে।'

নাকতলা উদয়ন সঙ্ঘের প্রধান উদ্যোক্তাদের একজন বললেন, 'পুজোর আয়োজন তো অনেক আগেই হয়েছে। তাই বিশেষ কোনও পরিবর্তন হচ্ছে না। এবারের থিম একান্নবর্তী। যৌথ পরিবার নিয়ে থিম। এবারের পুজোর পরিস্থিতি আলাদা। অনেকেই চাইছে উৎসবহীন পুজো হোক। আমরা সিঁদুরখেলা বন্ধ রাখছি। বিজয়া সন্মেলনও বন্ধ থাকবে।'

 

Read more!
Advertisement

RECOMMENDED

Advertisement