পুজোর জন্য শিয়ালদায় স্পেশাল লোকাল ট্রেন চালানোর কথা জানাল পূর্ব রেল। বৃহস্পতিবার পূর্ব রেলের তরফে জানানো হয়েছে, পঞ্চমীর রাত (২৭-২৮ সেপ্টেম্বর) থেকে নবমীর রাত (১-২ অক্টোবর) পর্যন্ত ৩১টি স্পেশাল ট্রেন চলবে। ১৯টি স্পেশাল ট্রেন চালানো হবে শিয়ালদা মেন লাইন এবং উত্তর শাখায়। আর শিয়ালদা দক্ষিণ শাখায় ১২টি স্পেশাল লোকাল ট্রেন চালানো হবে। এছাড়াও, স্টেশনে ভিড় নিয়ন্ত্রণে, স্টেশনে ঢোকা ও বেরোনো যাতে সুন্দরভাবে করা যায় তার জন্যও বিশেষ ব্যবস্থা নেওয়া হয়েছে। যাত্রীরা যে কোনও গেট দিয়ে স্টেশনে ঢুকতে বা বেরোতে পারবেন না। ঢোকা ও বেরোনোর জন্য নির্দিষ্ট গেট ঠিক করে দেওয়া হয়েছে।
শিয়ালদা স্টেশনে ২৭ ও ২৮ সেপ্টেম্বর থেকে ১ ও ২ অক্টোবর পর্যন্ত নির্দিষ্ট ঢোকা এবং বেরোনোর গেট নির্ধারণ করা হয়েছে।
নির্ধারিত বেরোনার পথ
নির্ধারিত বেরোনার পথ