Advertisement

Durga Puja 2025: দুর্গাপুজোয় এবারও চমক শ্রীভূমির, সুজিত বসুর ক্লাবের থিম কী?

বুর্জ খালিফার পর ডিজনিল্যান্ড। এবার শ্রীভূমির পুজোর (Sreebhumi Sporting Club) থিম কী তা নিয়ে শুরু হয়েছিল নানা জল্পনা। প্রতিবার দুর্গাপুজোয় (Durga Puja 2025) চমক দেয় ভিআইপি রোডের ধারের এই ক্লাব। রথের (Rath Yatra 2025) দিন খুঁটি পুজোতেই থিম প্রকাশ্যে আনে শ্রীভূমি স্পোর্টিং ক্লাব। এবারেও তার ব্যতিক্রম হয়নি। রাজ্যের মন্ত্রী সুজিত বসু (Sujit Bose) এই পুজোর অন্যতম উদ্যোক্তা। তিনি নিজেই জানালেন এবারের থিম।

Aajtak Bangla
  • কলকাতা,
  • 29 Jun 2025,
  • अपडेटेड 7:14 PM IST

বুর্জ খালিফার পর ডিজনিল্যান্ড। এবার শ্রীভূমির পুজোর (Sreebhumi Sporting Club) থিম কী তা নিয়ে শুরু হয়েছিল নানা জল্পনা। প্রতিবার দুর্গাপুজোয় (Durga Puja 2025) চমক দেয় ভিআইপি রোডের ধারের এই ক্লাব। রথের (Rath Yatra 2025) দিন খুঁটি পুজোতেই থিম প্রকাশ্যে আনে শ্রীভূমি স্পোর্টিং ক্লাব। এবারেও তার ব্যতিক্রম হয়নি। রাজ্যের মন্ত্রী সুজিত বসু (Sujit Bose) এই পুজোর অন্যতম উদ্যোক্তা। তিনি নিজেই জানালেন এবারের থিম।

পুজো শুরু হতে তিন মাস বাকি থাকলেও, প্রস্তুতি তো আগে থেকেই শুরু হয়। রথের পর রবিবারই খুঁটিপুজোর মাধ্যমে সূচনা হবে শ্রীভূমি স্পোর্টিং ক্লাবের দুর্গোৎসবের। ২০২৪ সালের পুজোয় লেকটাউনে একটুকরো তিরুপতি বালাজি মন্দির ছিল থিম। তার আগে কখনও দুবাইয়ের বুর্জ খালিফা কখনও আবার উঠে এসেছে গোটা ডিজনিল্যান্ড। সব ক্ষেত্রেই উপচে পড়েছিল দর্শকদের ভিড়। এবারও তার ব্যতিক্রম হবে না, বলেই আত্মবিশ্বাসী উদ্যোক্তারা। অবস্থা এমন জায়গায় পৌঁছায় যে ট্রাফিক সামলাতে হিমসিম খেতে হয় পুলিশকেও। 

এ বছরের থিম কী?
এ বছর শ্রীভূমির থিম নিউ জার্সির স্বামীনারায়ণ অক্ষরধাম মন্দির। আমেরিকার নিউ জার্সির বিরাট এলাকা জুড়ে শ্বেতপাথরের তৈরি এই মন্দির খুব বিখ্যাত। মাহাত্ম্য এবং সৌন্দর্যে তা খুব অল্প সময়ের মধ্যেই দর্শকদের দৃষ্টি আকর্ষণ করেছে। আর তাই এ বছর সেই মন্দিরকেই থিম হিসেবে বেছে নিয়েছেন শ্রীভূমির কর্তারা।

এই মন্দিরের কী বিশেষত্ব?
শিল্পকলার নৈপুণ্য ও নিখুঁত হাতের কাজের জন্য় প্রতি বছরেই প্রচুর মানুষ দেখতে আসেন। একটা পাস পেতে হাহাকার পড়ে যায়। নিউ জার্সির ওই মন্দিরের শ্বেতপাথর ছাড়াও বিশেষ নজরকাড়া প্রবেশদ্বারে হস্তীদের অবস্থান। তাদের পিঠের স্বর্ণের কারুকাজ চোখ ধাঁধানো। শ্রীভূমির মণ্ডপেও হুবহু সেই সৌন্দর্যই ফুটে উঠবে বলে জানাচ্ছেন উদ্যোক্তারা।   

সেপ্টেম্বরের শেষ সপ্তাহে পুজো। তবে প্রতি বছরের মতো এ বছরেও মহালায়ার আগে থেকেই ভিড় জামাবেন উৎসাহী দর্শকরা এমনটাই আশা করছেন উদ্যোক্তারা। 

Advertisement

Read more!
Advertisement
Advertisement