Advertisement

Durga Puja 2025 Weather: হাতে বাকি মাত্র ২৩ দিন, দুর্গাপুজোয় ঝমঝমিয়ে বৃষ্টি? হাওয়া অফিস জানাচ্ছে...

বাংলার শ্রেষ্ঠ উৎসব শুরুর মুখে দুর্যোগপূর্ণ আবহাওয়া বঙ্গে। তবে কি এবার দুর্গাপুজোতেও ভাসবে বাংলা? আশঙ্কা সকলের মনে। কি জানাচ্ছে হাওয়া অফিস? রইল লেটেস্ট ওয়েদার আপডেট...

দুর্গাপুজোয় বৃষ্টি হবে? দুর্গাপুজোয় বৃষ্টি হবে?
Aajtak Bangla
  • কলকাতা ,
  • 04 Sep 2025,
  • अपडेटेड 6:59 AM IST
  • নিম্নচাপের পর নিম্নচাপ, বাংলায় বৃষ্টি অব্যাহত
  • দুর্গাপুজোতেও কি বৃষ্টি পাবে বাংলা?
  • কী জানাচ্ছে আবহাওয়া দফতর?

সকাল হলেই আকাশের মুখ ভার, জমাট বাঁধা ঘন কালো মেঘ। আবার কখনও দিন শুরু হচ্ছে প্রবল বৃষ্টি দিয়ে। এই আবহাওয়াতেই যেন অভ্যস্ত হয়ে পড়েছে বঙ্গবাসী। এদিকে বাংলার শ্রেষ্ঠ উৎসব শুরু হতে হাতে আর মাত্র কয়েকটা দিন বাকি। ঝলমলে রোদ আর পেঁজা তুলোর মতো শরতের মেঘ দেখার জন্য চোখ জুড়িয়ে যাচ্ছে বাঙালির। তবে পরের পর নিম্নচাপের ঠেলায় দুর্গাপুজোও কি ভাসতে চলেছে ভারী বৃষ্টিতে? সেই আশঙ্কাই এখন সকলের মনে। কেমন থাকবে পুজোর সময় আবহাওয়া?

পুজোয় বৃষ্টি হবে? 
হাতে বাকি আর মাত্র ২৩ দিন। তার আগে একের পর এক নিম্নচাপের জেরে বৃষ্টি অব্যাহত বাংলায়। তবে কি এবার পুজো কাটবে মাথায় ছাতা নিয়ে? আবহাওয়া দফতর বলছে, সেপ্টেম্বরে স্বাভাবিকের থেকে বেশি বৃষ্টির সম্ভাবনা। জানা গিয়েছে, সেপ্টেম্বরের শেষ সপ্তাহে পূর্ব ভারতের দক্ষিণবঙ্গ, ওড়িশা, ঝাড়খণ্ড, বিহার, উত্তরবঙ্গ, সিকিম এই সমস্ত জায়গায় স্বাভাবিকের থেকে অধিক বৃষ্টিপাতের সম্ভাবনা। ফলে পুজোয় বৃষ্টির আশঙ্কা থেকেই যাচ্ছে।

হাওয়া অফিস আরও জানিয়েছে, সাধারণত অক্টোবরের প্রথম বা দ্বিতীয় সপ্তাহ পর্যন্ত রাজ্যে সক্রিয় থাকে মৌসুমি বায়ু। এবারেও তেমনটাই থাকার সম্ভাবনা। ফলে বিক্ষিপ্ত বৃষ্টি চলতে পারে ততদিন। যদিও ষষ্ঠী থেকে দশমীর মধ্যে বৃষ্টি হবে কি না, সে পূর্বাভাস এত তাড়াতাড়ি দিতে পারছে না আবহাওয়া দফতর।

বৃহস্পতিবার কেমন থাকবে আবহাওয়া?
এদিন বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হতে পারে দক্ষিণবঙ্গের প্রায় প্রতিটি জেলাতেই। কলকাতা, হাওড়া, হুগলি সহ বেশ কিছু জেলায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির পাশাপাশিই বইবে ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া। শুক্রবারও আবহাওয়ার তেমন কোনও উন্নতির সম্ভাবনা নেই। তবে শনি ও রবিবার বৃষ্টি কমবে দক্ষিণবঙ্গে। রেহাই মিলবে মনে করার কোনও কারণ নেই। সোমবার থেকে ফের বৃষ্টির পরিমাণ বাড়তে পারে কলকাতা সহ দক্ষিণবঙ্গের সব জেলাতেই। 

উত্তরবঙ্গের আবহাওয়াবৃহস্পতিবার থেকে বৃষ্টির পরিমাণ কমবে উত্তরবঙ্গের জেলাগুলিতে। শুক্রবার ও শনিবারও বৃষ্টির পরিমাণ কম থাকবে। তবে রবিবার থেকে ফের বাড়বে বৃষ্টির পরিমাণ। রবিবার ও সোমবার কালিম্পং, জলপাইগুড়ি ও আলিপুরদুয়ার জেলাতে বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টির পূর্বাভাস জারি করেছে আবহাওয়া দফতর। 

Advertisement

 

Read more!
Advertisement
Advertisement