দুর্গাপুরে মেডিক্যাল পড়ুয়াকে গণধর্ষণের ঘটনায় উত্তরপ্ত রাজ্য রাজনীতি। বাংলায় একের পর এক ধর্ষণকাণ্ডের ঘটনায় রাজ্য সরকারের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। তিনি চান, পশ্চিমবঙ্গও অনুসরণ করুক উত্তরপ্রদেশকে। যোগী আদিত্যনাথের মডেলে শাস্তি দেওয়া হোক অভিযুক্তদের, সাংবাদিক বৈঠকে এমনটাই দাবি করেছেন শুভেন্দু অধিকারী।
দুর্গাপুর থেকে রাজগঞ্জ, ওড়িশার মেডিক্যাল পড়ুয়া থেকে নাবালিকাকে ধর্ষণের অভিযোগের ঘটনায় পশ্চিমবঙ্গে যোগী আদিত্যনাথের রাজ চাই বলে মন্তব্য করেছেন শুভেন্দু অধিকারী। আক্রমণ করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারকে। বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী বলছেন, 'এখানে যোগী আদিত্য়নাথের রাজ চাই, হ্য়াঁ কি না? এদের তো জমা নিয়ে খরচ করে দেওয়া উচিত ছিল সঙ্গে সঙ্গে।' দুর্গাপুরে মেডিক্যাল পড়ুয়াকে গণধর্ষণের অভিযোগের পাশাপাশি, জলপাইগুড়ির রাজগঞ্জে ১৩ বছরের এক নাবালিকাকে ধর্ষণ করা হয়েছে বলে অভিযোগ করেছেন বিরোধী দলনেতা। নির্যাতিতা সেই নাবালিকার বাবার ভিডিও বার্তাও সাংহাজিকদের শোনান শুভেন্দু অধিকারী। বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী বলেন, জলপাইগুড়ির জেলার রাজগঞ্জে একটি রাজবংশী পরিবারে ক্লাস সেভেনের ছাত্রী, বয়স ১৩ বছর। তাকে ধর্ষণ করে, তার যে ক্ষতি করেছেন। এই ব্য়ক্তির নাম ডালিম মহম্মদ। এখানে যোগী আদিত্য়নাথের রাজ চাই, হ্য়াঁ কি না? এদের তো জমা নিয়ে খরচ করে দেওয়া উচিত ছিল সঙ্গে সঙ্গে।
এদিকে দুর্গাপুরে বেসরকারি মেডিক্যাল কলেজে ছাত্রীকে গণধর্ষণের অভিযোগের ঘটনার প্রেক্ষিতে মুখ খুলেছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও। এদিন উত্তরবঙ্গে উড়ে যাওয়ার আগে সংবাদ মাধ্যমকে মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, ‘আমরা সমস্ত ঘটনাকে অত্যন্ত গুরুত্ব দিয়ে দেখি। বেসরকারি মেডিক্যাল কলেজের সুরক্ষা আরও বাড়ানো উচিত। বাংলায় অপরাধের ক্ষেত্রে জ়িরো টলারেন্স নীতি নেওয়া হয়।’ মুখ্যমন্ত্রী বলেন, ‘এই ঘটনায় সত্যিই ভয়াবহ। আমি যত দূর শুনলাম, নির্যাতিতা বেসরকারি মেডিক্যাল কলেজে পড়াশোনা করেন, তা হলে দায়টা কার? রাত সাড়ে ১২টা সময় ক্যাম্পাস থেকে বেরিয়ে, ওমন জঙ্গল সংলগ্ন এলাকা কীভাবে গেলেন তাঁরা? সংশ্লিষ্ট বেসরকারি মেডিক্যাল কলেজটির এই নিয়ে পদক্ষেপ করা উচিত। আর বিশেষ করে মেয়েদের বেশি রাতে বেরনো উচিত নয়। নিজেদের নিরাপত্তা তাঁদেরই সুনিশ্চিত করতে হবে।’
মমতা বন্দ্যোপাধ্যায়বলেন, 'তিন জনকে ইতিমধ্যেই গ্রেফতার করা হয়েছে। গ্রেফতার করা হয়েছে মেয়েটির বয়ানের ভিত্তিতেই। আমরা কড়া পদক্ষেপ করব।' প্রসঙ্গত, দুর্গাপুরে ওড়িশার বাসিন্দা ওই ছাত্রীকে গণধর্ষণের অভিযোগ ঘিরে রাজনীতিও তপ্ত হয়ে উঠেছে। সেই আবহেই উত্তরপ্রদেশ থেকে একটি গণধর্ষণের ঘটনা সামনে এসেছে। সেই নিয়ে প্রশ্ন করা হলে মমতা বলেন, 'অন্য রাজ্যের ঘটনাও সমান নিন্দনীয়। মণিপুর, উত্তরপ্রদেশ, বিহারে, ওড়িশায় বহু ঘটনা ঘটেছে। সেখানকার সরকারেরও কড়া পদক্ষেপ করা উচিত। আমাদের রাজ্যে এক-দু'মাসে চার্জশিট দেওয়া হয়। নিম্ন আদালত মৃত্যুদণ্ড পর্যন্ত দিয়েছে।'
লখনউয়ে গণধর্ষণের ঘটনা নিয়ে মুখ্যমন্ত্রী বলেন, 'অনেক ঘটনা ঘটছে। রোজ ঘটছে। সেখানে মাথাব্যথা নেই। ধর্ষিতাকে আদালতে পৌঁছনোর আগে পুড়িয়ে মেরে ফেলা হয়। সাংবাদিকদের ধরে, নগ্ন করে জেলে পুরে রাখে। এমন অনেক ঘটনা ঘটে। আমরা কোনও ঘটনাকেই সমর্থন করি না। জিরো টলারেন্ট নীতি মেনে চলি বাংলায়। বিভিন্ন রাজ্যের ছেলেমেয়ে এখানে পড়তে আসেন। তাদের আমি অনুরোধ করব, রাত্রি বেলা না বেরোতে। পুলিশ তো জানতে পারে না, কে কখন রাত্রিবেলা বেরিয়ে যাচ্ছে! বেসরকারি মেডিক্যাল কলেজেরও একটা দায়িত্ব আছে, পড়ুয়াদের দেখভাল করা। পুলিশ তো আর বাড়ি বাড়িতে গিয়ে বসে থাকবে না! কেউ যদি রাত ১২.৩০টায় বেরিয়ে কোথাও যায়...ঘটনাটা নিন্দনীয়, ঘটনাটিকে সমর্থন করছি না। যে যেখানে যেতে পারে, তার অধিকার। কিন্তু হস্টেলে থাকে যারা, একটা সিস্টেম আছে। ও ফার্স্ট ইয়ারের পড়ুয়া। এটা প্রাইভেট কলেজ। আমি ডিটেলস খবর নিয়েছি। পুলিশকে বলেছি কড়া পদক্ষেপ করতে। কেউ রেহাই পাবে না।'