Advertisement

East West Metro: আজ থেকে চারদিন বন্ধ গ্রিন লাইনের মেট্রো, বাড়তি বাস-ভেসেল নামাচ্ছে রাজ্য

আজ থেকে পরপর চারদিন কলকাতা মেট্রোর গ্রিন লাইন পরিষেবা বন্ধ থাকবে। বুধবার কলকাতা মেট্রোর তরফ থেকে এই সংক্রান্ত বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। সব মিলিয়ে মোট ৮ দিন বন্ধ থাকবে মেট্রো চলাচল। গ্রিন লাইন অর্থাৎ সেক্টর ফাইভ থেকে হাওড়া ময়দান পর্যন্ত যে মেট্রোর লাইন রয়েছে, তা বন্ধ রাখার কথা জানানো হয়েছে। প্রথমে ১৩ থেকে ১৬ ফেব্রুয়ারি পর্যন্ত চারদিন বন্ধ রাখা হবে গ্রিন লাইনের মেট্রো। পরে ২০ থেকে ২৩ ফেব্রুয়ারি পর্যন্ত ফের চারদিন মেট্রো বন্ধ থাকবে।

আজ থেকে টানা ৪ দিন বন্ধ মেট্রোআজ থেকে টানা ৪ দিন বন্ধ মেট্রো
Aajtak Bangla
  • কলকাতা,
  • 13 Feb 2025,
  • अपडेटेड 9:44 AM IST

আজ থেকে পরপর চারদিন কলকাতা মেট্রোর গ্রিন লাইন পরিষেবা বন্ধ থাকবে। বুধবার কলকাতা মেট্রোর তরফ থেকে এই সংক্রান্ত বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। সব মিলিয়ে মোট ৮ দিন বন্ধ থাকবে মেট্রো চলাচল। গ্রিন লাইন অর্থাৎ সেক্টর ফাইভ থেকে হাওড়া ময়দান পর্যন্ত যে মেট্রোর লাইন রয়েছে, তা বন্ধ রাখার কথা জানানো হয়েছে। প্রথমে ১৩ থেকে ১৬ ফেব্রুয়ারি পর্যন্ত চারদিন বন্ধ রাখা হবে গ্রিন লাইনের মেট্রো। পরে ২০ থেকে ২৩ ফেব্রুয়ারি পর্যন্ত ফের চারদিন মেট্রো বন্ধ থাকবে। দু দফায় লাইন বন্ধ রেখে কাজ চলবে। পুরো লাইনের CBTC সিস্টেম অর্থাৎ কমিউনিকেশন বেসড ট্রেন কন্ট্রোল সিস্টেম পরীক্ষা করা হবে, সেই কারণেই এই লাইন বন্ধ রাখা হচ্ছে। তাই ওই চারদিন হাওড়া ময়দান থেকে ধর্মতলা ও শিয়ালদা থেকে  সেক্টর ফাইভ পর্যন্ত মেট্রো চলাচল বন্ধ রাখা হচ্ছে।

মেট্রো বন্ধ থাকলে স্বাভাবিকভাবেই বাসে ভিড় বাড়তে পারে। সেক্ষেত্রে এই কয়েকদিন কিছুটা কষ্ট করেই অফিসে যেতে হবে। এই সময়ে যাতে যাত্রীদের কোনও সমস্যা না হয় সেজন্য যাবতীয় ব্যবস্থা রাখছে পরিবহণ দফতর।
পরিবহণমন্ত্রী স্নেহাশিস চক্রবর্তী বুধবার বলেন, ‘হাওড়া ময়দান–ধর্মতলা এবং শিয়ালদহ–সেক্টর ফাইভ রুটে যে ক’দিন মেট্রো চলবে না সে ক’দিন যাত্রীদের যাতে কোনও সমস্যার মুখে পড়তে না হয় সেজন্য অতিরিক্ত সরকারি বাস, ভেসেল চলবে। অটো বা বেসরকারি বাস যাতে এই সুযোগে বেশি ভাড়া না নেয় সেদিকেও আমাদের নজর থাকবে।’

ইস্ট–ওয়েস্ট মেট্রো চালু হওয়ার পর থেকে শহরতলির বাসিন্দাদের অনেকেই সেক্টর ফাইভে যাওয়ার জন্য উল্টোডাঙা স্টেশনে না নেমে শিয়ালদহে নামেন। সেখান থেকে মেট্রো ধরেন। আবার ধর্মতলা–হাওড়া রুটে মেট্রো চালুর পর ওই রুটে বাস অনেক কমেছে। তাই পরিবহণ দফতর  সিদ্ধান্ত নিয়েছে, মেট্রো পরিষেবা যখন বন্ধ থাকবে তখন উল্টোডাঙা–সেক্টর ফাইভ ও ধর্মতলা–হাওড়া রুটে সরকারি বাসের সংখ্যা বাড়ানো হবে। বর্তমানে শহরে সরকারি বাস চলে পাঁচশোর আশপাশে। মেট্রো বন্ধ থাকার দিনগুলোতে ছ’শো বাস চলবে। বাড়ানো হবে ভেসেলর ট্রিপও। সেই সঙ্গে উল্টোডাঙা–সল্টলেক রুটের অটো চালকদের মেট্রো বন্ধ থাকার দিনগুলিতে অতিরিক্ত ভাড়া না নেওয়ার আর্জি জানানো হয়েছে প্রশাসনের তরফে। পুলিশকে সেদিকে নজর রাখতে বলা হয়েছে। হাওড়া–ধর্মতলা এবং শিয়ালদহ–সেক্টর ফাইভ রুটে প্রতিদিন গড়ে এক লক্ষ যাত্রী হয়। এই এক লক্ষ যাত্রীর যাতে মেট্রো বন্ধ থাকার ৮ দিন রাস্তায় বেরিয়ে কোনও সমস্যা না হয় তা নিশ্চিত করতে কয়েকদিন আগেই পরিবহণ ভবনে বৈঠকে বসেছিলেন দফতরের  সচিব সৌমিত্র মোহন। ছিলেন অ্যাপ ক্যাব, বাস, অটো, এবং ট‌্যাক্সি মালিক সংগঠনের নেতারাও। সেখানেই যে ৮ দিন মেট্রো বন্ধ থাকবে সেই দিনগুলিতে অতিরিক্ত গাড়ি নামানোর কথা বলা হয়েছিল পরিবহণ দফতরের তরফে। তাতে প্রত্যেকটি সংগঠনের নেতারাই রাজি বলে জানিয়েছেন পরিবহণ দফতরের  কর্তারা। 

Advertisement

এদিকে কলকাতা মেট্রো এক্স হ্যান্ডেলে লিখেছে, সল্টলেক সেক্টর ফাইভ থেকে হাওড়া ময়দান পর্যন্ত গ্রিন লাইনের পুরোটা জুড়েই ট্রাফিক ব্লক থাকবে। ১৩ ফেব্রুয়ারি থেকে ১৬ ফেব্রুয়ারি পর্যন্ত এই লাইনে মেট্রো পরিষেবা মিলবে না। পরবর্তী ধাপে ২০ ফেব্রুয়ারি থেকে ২৩ ফেব্রুয়ারি পর্যন্ত এই রুটে মেট্রো পরিষেবা বন্ধ থাকবে। সিগন্যালিংয়ের কাজের জন্য এই পরিষেবা বন্ধ থাকবে। সিবিটিসি সিগন্যালিং সিস্টেমের টেস্টিংয়ের জন্য় এই মেট্রো পরিষেবা বন্ধ থাকবে। 

Read more!
Advertisement
Advertisement