শীতে বেড়াতে যাওয়ার পরিকল্পনা করেছেন? তাহলে রেলের খবর চোখ বোলাতে হবে আপনাকে। কারণ রেল বেশ কিছু ট্রেন বাতিল করেছে। কিছু ট্রেনের দিন কমিয়ে আনা হয়েছে। আবার কিছু ট্রেনকে আংশিক বাতিল করা হয়েছে। তাই আগে পূর্ব রেলের তরফ থেকে জারি বিজ্ঞপ্তি অনুসারে ট্রেন পরিষেবা দেখে নিন তারপরে টিকিট কেটে যাত্রা করুন।
পূর্ব রেলের তরফে জানানো হয়েছে, কুয়াশার কারণে কিছু দূরপাল্লার ট্রেন বাতিল করা হয়েছে বা যাত্রা পথ কমিয়ে দেওয়া হয়েছে। পশ্চিমবঙ্গের সেইভাবে শীত না পড়লেও উত্তর ভারতে জাঁকিয়ে বসেছে শীত। সঙ্গে শুরু হয়েছে কুয়াশা দাপট। সেই কারণে ২০২৩ সালের ১ ডিসেম্বর থেকে ২০২৪ সালের ২ মার্চ পর্যন্ত মেল/এক্সপ্রেস/বিশেষ ট্রেনগুলির সময় সূচিতে পরিবর্তন করা হয়েছে।
সম্পূর্ণ বাতিল
যাত্রার দিন কমল
আংশিক বাতিল