Advertisement

Supreme Court ED Case: রাজীব কুমারের বরখাস্ত চেয়ে সুপ্রিম কোর্টে ED, মনে করাল মমতার সেই ধর্না

পশ্চিমবঙ্গের DGP রাজীব কুমারকে সাসপেন্ড করা হোক, এই মর্মে এবার সুপ্রিম কোর্টে নতুন করে আবেদন করল ED। একইসঙ্গে কলকাতা পুলিশ কমিশনার পদে থাকাকালীন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের তাঁর জন্য ধর্নার কথাও উল্লেখ করা হল।

সুপ্রিম কোর্টে রাজীব কুমারের বিরুদ্ধে EDসুপ্রিম কোর্টে রাজীব কুমারের বিরুদ্ধে ED
Aajtak Bangla
  • কলকাতা ,
  • 15 Jan 2026,
  • अपडेटेड 10:39 AM IST
  • ফের সুপ্রিম কোর্টে আবেদন ED-র
  • চাওয়া হল রাজীব কুমারের সাসপেনশন
  • স্মরণ করানো হল মমতার ধর্নার অতীতও

I-PAC ইস্যুতে বৃহস্পতিবার সুপ্রিম কোর্টের শুনানির আগে বড় পদক্ষেপ নিল ED। এবার রাজ্যের DGP রাজীব কুমারের সাসপেনশন চেয়ে দেশের সর্বোচ্চ আদালতের দ্বারস্থ হল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। 

এদিন সুপ্রিম কোর্টে নতুন করে মামলা করেছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। এই আর্জিতে জানানো হয়েছে, রাজ্য পুলিশের এই শীর্ষকর্তার বিরুদ্ধে ডিসিপ্লিনারি অ্যাকশন নেওয়া হোক। এই মর্মে সুপ্রিম কোর্ট যেন স্বরাষ্ট্র মন্ত্রককে নির্দেশ দেয়, যাতে রাজীব কুমারের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নেওয়া হয়। 

আবেদনে ED জানিয়েছে, I-PAC অফিসে তল্লাশি অভিযানের সময়ে DGP রাজীব কুমারের কি ভূমিকা ছিল। একইসঙ্গে অতীত স্মরণ করিয়ে ED আবেদনে উল্লেখ করে, কলকাতার পুলিশ কমিশনার থাকাকালীন তাঁর বিরুদ্ধে CBI প্রক্রিয়া চলাকালীন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তাঁর হয়ে ধর্না দিয়েছিলেন। 

এদিকে, ED-র দায়ের করা মামলার শুনানি বৃহস্পতিবার হবে শীর্ষ আদালতে। আগেভাগেই সুপ্রিম কোর্টে ক্যাভিয়েট দাখিল করেছিল রাজ্য সরকার। পরপরই শীর্ষ আদালতের দ্বারস্থ হয় ED। বুধবারই জানিয়ে দেওয়া হয়েছে, বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টা নাগাদ বিচারপতি প্রশান্তকুমার মিশ্র ও বিচারপতি বিপুল মনুভাই পাঞ্চোলির বেঞ্চে মামলাটির শুনানি হবে।

বুধবার কলকাতা হাইকোর্টে এই সংক্রান্ত মামলার শুনানি হয়। তৃণমূল কংগ্রেসের  দায়ের করা আবেদন খারিজ করে দেয় আদালত।  শুনানির সময় ED-র তরফে অতিরিক্ত সলিসিটর জেনারেল এসভি রাজু স্পষ্ট ভাষায় জানান, প্রতীক জৈনের লাউডন স্ট্রিটের ফ্ল্যাট কিংবা সল্টলেক সেক্টর ফাইভে I-PAC দফতর থেকে ED কোনও নথি বা ডিজিটাল এভিডেন্স বাজেয়াপ্ত করেনি। তাঁর দাবি, যে কাগজপত্র ওই জায়গাগুলি থেকে সরানো হয়েছে, তা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের হাতেই হয়েছে। 

 

Read more!
Advertisement
Advertisement