ইডেন গার্ডেন্সের (Eden Gardens) ভিতরে এক যুবকের ঝুলন্ত দেহ উদ্ধার করল পুলিশ। সূত্রের খবর, মৃত যুবক ইডেনের এক গ্রাউন্ড স্টাফের ছেলে। পুলিশ সূত্রে খবর, মৃত যুবকের নাম ধনঞ্জয় বারিক। ২১ বছরের ধনঞ্জয়কে ইডেনের ‘কে’ ব্লক থেকে ঝুলন্ত অবস্থায় উদ্ধার করে ময়দান থানার পুলিশ। তদন্ত শুরু করেছে পুলিশ।
জানা যাচ্ছে, ধনঞ্জয় বারিক ওড়িশা ভদ্রকের বাসিন্দা। তিনি বাবা,কাকার সঙ্গে থাকতেন। বাবা মালির কাজ করতেন। ধনঞ্জয় গত কয়েকদিন আগে ইডেন গার্ডেনে এসে বাবা,কাকার মত মালির কাজের সন্ধানে ছিল। কাজ না পাওয়ায় মানসিক অবসাদের কারণে আত্মহত্যা বলে মনে করা হচ্ছে।
আজ, সোমবার সকালে ইডেন গার্ডেন্সের কে ব্লকের গ্যালারি থেকে দেহটি উদ্ধার হয়। সকাল সাড়ে ৭টা নাগাদ সিএবি-র এক কর্মী পুলিশকে খবর দেন। তারপরই ইডেনে আসে ময়দান থানার পুলিশ। দেহটি ময়নাতদন্তের জন্য নিয়ে যাওয়া হয়। কী কারণে এবং কখন ওই যুবক কে ব্লকের গ্যালারিতে গিয়েছিলেন, তাঁর সঙ্গে অন্য কেউ ছিলেন কি না, তা খতিয়ে দেখছে পুলিশ।