Advertisement

Haridevpur Woman Death: হরিদেবপুরে ফ্ল্যাট থেকে পড়ে বৃদ্ধার মৃ্ত্যু, অসুস্থ অবস্থায় কেন ছাদে? রহস্য

সোমবার দুপুরে দক্ষিণ কলকাতার অভিজাত আবাসন ইডেন টলি লেকসাইডে ঘটে ভয়াবহ ঘটনা। ৫ তলার ছাদ থেকে পড়ে মৃত্যু হল ৬৮ বছরের এক মহিলার। মৃতার নাম সুপ্রিয়া নিয়োগী।

অভিজাত আবাসনের ৫ তলা থেকে পড়ে মৃত্যু বৃদ্ধার।অভিজাত আবাসনের ৫ তলা থেকে পড়ে মৃত্যু বৃদ্ধার।
Aajtak Bangla
  • কলকাতা,
  • 11 Aug 2025,
  • अपडेटेड 5:38 PM IST
  • সোমবার দুপুরে দক্ষিণ কলকাতার অভিজাত আবাসন ইডেন টলি লেকসাইডে ঘটে ভয়াবহ ঘটনা।
  • ৫ তলার ছাদ থেকে পড়ে মৃত্যু হল ৬৮ বছরের এক মহিলার।
  • আবাসনের একতলায় থাকা এক বাসিন্দা প্রথমে তাঁকে রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখে চিৎকার করে লোক ডাকেন।

সোমবার দুপুরে দক্ষিণ কলকাতার অভিজাত আবাসন ইডেন টলি লেকসাইডে ঘটে ভয়াবহ ঘটনা। ৫ তলার ছাদ থেকে পড়ে মৃত্যু হল ৬৮ বছরের এক মহিলার। মৃতার নাম সুপ্রিয়া নিয়োগী। আবাসনের একতলায় থাকা এক বাসিন্দা প্রথমে তাঁকে রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখে চেঁচিয়ে লোক ডাকেন। ছুটে আসেন অন্যান্য বাসিন্দারা। দ্রুত তাঁকে এম আর বাঙ্গুর হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা মৃত ঘোষণা করেন। প্রাথমিকভাবে পরিবারের সদস্যরা জানিয়েছেন, সুপ্রিয়াদেবী বহুদিন ধরে অসুস্থতায় ভুগছিলেন। তবে তিনি কেন ছাদে গিয়েছিলেন, তা এখনও পরিষ্কার নয়। পুলিশ সূত্রে খবর, নিছক দুর্ঘটনা নাকি এর পিছনে অন্য কোনও রহস্য, তা খতিয়ে দেখা হচ্ছে। ঘটনায় শোকাহত আবাসনের বাসিন্দারা।

আগের দিনই বালিগঞ্জে আইনজীবীর মৃত্যু
শনিবার বালিগঞ্জের একটি বহুতল আবাসনে মর্মান্তিক মৃত্যু হয় কলকাতা হাইকোর্টের আইনজীবী কৌস্তভ দাসের (৫২)। পুলিশ জানিয়েছে, চারতলায় নিজের ফ্ল্যাটের স্লাইডিং জানলা থেকে পড়ে মৃত্যু হয় তাঁর। ফ্ল্যাটে জানলার মেরামতির কাজ চলছিল। সেই কারণে গ্রিল খোলা ছিল। শনিবার রাতে সেই খোলা জানলার ধারে বসে ছিলেন কৌস্তভবাবু। হঠাৎ ভারসাম্য হারিয়ে নিচে পড়ে যান।

আবাসনের বাসিন্দারা জানান, শব্দ শুনে তাঁরা ছুটে এসে রক্তাক্ত অবস্থায় কৌস্তভবাবুকে দেখতে পান। দ্রুত এক বেসরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকেরা তাঁকে মৃত ঘোষণা করেন। প্রাথমিক অনুমান, মাথা ঘুরে গিয়ে তিনি পড়ে থাকতে পারেন। তবে ময়নাতদন্তের রিপোর্ট না আসা পর্যন্ত কোনও সম্ভাবনা উড়িয়ে দিচ্ছে না পুলিশ।

নিরাপত্তা নিয়ে প্রশ্ন
দুই দিনের এই পরপর দুর্ঘটনায় বহুতল আবাসনের নিরাপত্তা ব্যবস্থা নিয়ে প্রশ্ন উঠছে। সুরক্ষা বিশেষজ্ঞরা বলছেন, জানলার মেরামতির সময় বা ছাদে ওঠানামার ক্ষেত্রে সুরক্ষা ব্যবস্থা যথাযথ রাখা জরুরি। বিশেষ করে উঁচু আবাসনের ক্ষেত্রে গ্রিল খোলা রেখে দীর্ঘ সময় ফেলে রাখা বিপজ্জনক।

Read more!
Advertisement
Advertisement