Advertisement

SIR ফর্ম ফিলআপে OTP লাগবে? সাবধান করল নির্বাচন কমিশন

 OTP চেয়ে সাইবার অপরাধের ঘটনা প্রায় আসে। SIR বা ভোটার তালিকার নিবিড় সংশোধনের সময় সেই রকম অপরাধ বাড়তে পারে। এই আশঙ্কায় সতর্ক ভারতের নির্বাচন কমিশন।

SIR OTPSIR OTP
Aajtak Bangla
  • কলকাতা ,
  • 17 Nov 2025,
  • अपडेटेड 6:20 PM IST
  •  OTP চেয়ে সাইবার অপরাধের ঘটনা প্রায় আসে
  • SIR বা ভোটার তালিকার নিবিড় সংশোধনের সময় সেই রকম অপরাধ বাড়তে পারে
  • এই আশঙ্কায় সতর্ক ভারতের নির্বাচন কমিশন

 OTP চেয়ে সাইবার অপরাধের ঘটনা প্রায় আসে। SIR বা ভোটার তালিকার নিবিড় সংশোধনের সময় সেই রকম অপরাধ বাড়তে পারে। এই আশঙ্কায় সতর্ক ভারতের নির্বাচন কমিশন। সোমবার এই নিয়ে আনুষ্ঠানিকভাবে ভোটারদের জন্য সতর্কবার্তা জারি করা হল। 

পশ্চিমবঙ্গের মুখ্য নির্বাচনী আধিকারিকের তরফে সোমবারের সতর্কবার্তায় জানানো হয়েছে, 'সবার অবগতির জন্য জানানো হচ্ছে, ভারতের নির্বাচন কমিশন বা পশ্চিমবঙ্গের মুখ্য নির্বাচনী আধিকারিকের কার্যালয়ের তরফে কোনও OTP চাওয়া হচ্ছে না। স্পেশাল ইনটেনসিভ রিভিশন (SIR) বা ভোটার তালিকা সংশোধন সম্পর্কিত কোনও কাজের জন্য কোনও মোবাইল নম্বরে কোনও OTP চাইবে না' 

অর্থাৎ কমিশন সাফ জানিয়ে দিয়েছে, SIR বা ভোটার তালিকার সংশোধনের জন্য কোনও OTP প্রয়োজন হবে না। যদি ফোনে এই সংক্রান্ত মেসেজ আসে বা কোনও ব্যক্তি OTP চান, তাহলেও তা দেওয়া উচিত নয়। 

এইরকম সতর্কবার্তা সামনে আসার কারণ, গত শনিবারের এক ঘটনা। সেদিন উত্তর ২৪ পরগনার কদম্বগাছি রেল টিকিট কাউন্টারের কাছে ভোটারদের এনিউমারেশন ফর্ম ফিলআপ করানোর আটজন গ্রেফতার হয়। অভিযোগ, সেদিন হেমন্ত বসু এলাকায় ব্যানার টাঙিয়ে SIR-এর ফর্ম ফিলআপ চলছিল। যারা ফর্ম ফিলাপ করাচ্ছিল তারাই ওটিপি চায় বেশ কয়েকজন ভোটারের। তারপরই ঘটনা সামনে আসে। 

কমিশনের সতর্কবার্তা

এরপরই থানায় খবর দেওয়া হয়। পুলিশ এসে জানতে পারে, কয়েকজন যুবক যুবতী নিজেদের সাহায্যকারী পরিচয় দিয়ে রেজিস্ট্রেশনের নামে ওটিপি চাইছিল। তাদের ৮ জনকে গ্রেফতার করা হয়। ধৃতরা দিল্লির বাসিন্দা বলে খবর। 

যদিও নির্বাচন কমিশন সূত্রে খবর, বিএলওদের ইতিমধ্যেই জানানো হয়েছে বাড়ি বাড়ি এই তথ্য প্রচারের জন্য। তারপরও যাতে সাধারণ মানুষ প্রতারণার ফাঁদে না পড়ে সেজন্য এই সতর্কবার্তা আনুষ্ঠানিকভাবে জারি করা হল।  

Read more!
Advertisement
Advertisement