২০২৪ সালের লোকসভা নির্বাচনে ভোটে লড়ার টিকিট পাননি নুরসত জাহান। তাহলে তিনি কি আর রাজনীতি করবেন না? তৃণমূল থেকে সরে দাঁড়ালেন? এসব প্রশ্নের উত্তর দিলেন অভিনেত্রী তথা প্রাক্তন তৃণমূল সাংসদ নুসরত।
ইন্ডিয়া টুডে টিভি-কে দেওয়া সাক্ষাৎকারে নুসর বলেন, 'আমি সততার সঙ্গে কাজ করেছি। হতে পারে আমি এখন রাজনীতির অংশ নই। কিন্তু আমি দলের সহকর্মীদের পাশে দাঁড়ায়। তাঁদের প্রতি আমার সমর্থন রয়েছে। দলের যেখানেই আমাকে প্রয়োজন হবে, আমি কাজ করব।'
সক্রিয় রাজনীতি না করলে যে মানুষের জন্য কাজ করা যায় না, এমনটাও বিশ্বাস করেন না অভিনেত্রী। তিনি বলেন, 'আমার মনে হয় রাজনীতি না করলে কারও কোনও কাজ করতে পারব না, পাশে দাঁড়াতে পারব না, এমনটা নয়। ভালো কিছু করার জন্য রাজনৈতিক পদ থাকতে হবে, এমনটা বিশ্বাস করি না। ভালো কাজ সব সময় করা যায়।'
সন্দেশখালি কাণ্ডের পর বসিরহাটের সাংসদ নুসরত জাহানকে নিয়ে একাধিক প্রশ্ন ওঠে। সমালোচনার মুখে পড়তে হয় তাঁকে। তবে নুসরত সাফ জানান, তাঁকে দেওয়া দায়িত্ব তিনি ভালোভাবেই পালন করেছেন।
অভিনেত্রীর কথায়, 'আমি যখন সাংসদ ছিলাম তখন যে কাজ দেওয়া হয়েছিল, আমি তা ভালোভাবেই করেছি। কিন্তু মানুষ কী ভাবছে আমাকে নিয়ে সেটা আমার হাতে নেই।'
নুসরতকে দুর্গাপুজো বা রথযাত্রার মতো অনুষ্ঠানে অংশ নিতে দেখা যায়। সেই বিষয়ে অভিনেত্রী বলেন, 'আমি ধর্মনিরপেক্ষতায় বিশ্বাস করি। সব উৎসব উদযাপন করা দরকার। সব ধর্মকে সম্মান করা উচিত। আমি সেই নীতি মেনেই চলি। এটা আমার অবস্থান। আর তা মেনেও চলব।'
নানা ইস্যুতে নুসরতকে সোশ্যাল মিডিয়ায় কটাক্ষের শিকার হতে হয়। সেই প্রসঙ্গে অভিনেত্রী বলেন, 'এখন সবাই ট্রোলড হচ্ছেন। এর থেকে বাঁচার একমাত্র উপায় হল পাত্তা না দেওয়া। সবাই নিজেদের মতামত জাহির করে। তাদের থামানো সম্ভব নয়। তাই নিজেকে নিয়ন্ত্রণ করা দরকার।'