Advertisement

Jadavpur University: ২৪ ঘণ্টার মধ্যে যাদবপুরে হস্টেল ছাড়তে হবে প্রাক্তনীদের, নির্দেশ হাইকোর্টের

হস্টেল ছাড়তে হবে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন পড়ুয়াদের। বুধবার এমনই নির্দেশ দিল কলকাতায় হাইকোর্টে। শুধু তাই নয়। প্রাক্তনীদের হস্টেল ছাড়ার জন্য ২৪ ঘণ্টা সময়ও বেঁধে দিয়েছে আদালত। এই সময়ের মধ্যেই জিনিসপত্র নিয়ে পাকাপাকিভাবে বেরিয়ে যেতে হবে বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন পড়ুয়াদের। 

হোস্টেল ছাড়তে হবে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন পড়ুয়াদের
Aajtak Bangla
  • কলকাতা,
  • 05 Sep 2023,
  • अपडेटेड 1:31 PM IST
  • হোস্টেল ছাড়তে হবে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন পড়ুয়াদের।
  • বুধবার এমনই নির্দেশ দিল কলকাতায় হাইকোর্টে। শুধু তাই নয়। প্রাক্তনীদের হোস্টেল ছাড়ার জন্য ২৪ ঘণ্টা সময়ও বেঁধে দিয়েছে আদালত।
  • এই সময়ের মধ্যেই জিনিসপত্র নিয়ে পাকাপাকিভাবে বেরিয়ে যেতে হবে বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন পড়ুয়াদের। 

হস্টেল ছাড়তে হবে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন পড়ুয়াদের। বুধবার এমনই নির্দেশ দিল কলকাতায় হাইকোর্টে। শুধু তাই নয়। প্রাক্তনীদের হস্টেল ছাড়ার জন্য ২৪ ঘণ্টা সময়ও বেঁধে দিয়েছে আদালত। এই সময়ের মধ্যেই জিনিসপত্র নিয়ে পাকাপাকিভাবে বেরিয়ে যেতে হবে বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন পড়ুয়াদের। 

গত ৯ অগাস্ট যাদবপুর বিশ্ববিদ্যালয়ে এক পড়ুয়ার রহস্যজনক মৃত্যু হয়। মেন হস্টেলের ৩ তলার বারান্দা থেকে পড়ে যান এক নবীন ছাত্র। নদিয়ার কৃতী ছাত্র ছিলেন ওই পড়ুয়া। যাদবপুরে নতুন ভর্তি হয়েছিলেন। অভিযোগ, হোস্টেলে র‌্যাগিংয়ের শিকার হন তিনি।

আর তখনই হস্টেলে থাকা বেশ কয়েকজন প্রাক্তন পড়ুয়ার বিরুদ্ধে অভিযোগ ওঠে। ব়্যাগিংয়ের ঘটনায় হোস্টেলে আসা বহিরাগত, প্রাক্তনীরাই জড়িত বলে অভিযোগ। দিনের পর দিন প্রাক্তনীরাই নবীন ছাত্রছাত্রীদের উপর জুলুম করছে বলে দাবি করেছেন অনেকে। ছাত্রমৃত্যুর ঘটনাতেও ধৃতদের কেউ কেউ বহিরাগত ছিল বলে জানিয়েছে পুলিশ। এখনও পর্যন্ত মোট ১৩ জনকে গ্রেফতার করা হয়েছে। এঁদের বেশ কয়েকজন প্রাক্তন, সিনিয়র পড়ুয়া। তাঁদের মধ্যে একজন জামিন পেয়েছেন।
 
কলেজ শেষ। পড়াশোনা শেষ। তারপরেও যাদবপুর বিশ্ববিদ্যালয়ের হস্টেলের দিনের পর দিন থাকতেন বেশ কিছু প্রাক্তন পড়ুয়া। অভিযোগ ওঠে, এতে হস্টেলের নিরাপত্তা, পরিবেশ নষ্ট হচ্ছে। ৯ অগাস্টের ঘটনার পর রাজ্যজুড়ে প্রতিবাদের ঝড় ওঠে। প্রায় সঙ্গে সঙ্গেই নড়েচড়ে বসে হস্টেল কর্তৃপক্ষ। প্রাক্তন পড়ুয়াদের হস্টেল ছাড়ার নির্দেশ দেওয়া হয়। 

যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ঘটনার পর থেকেই একের পর এক বড় সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। হোস্টেলে বহিরাগতদের প্রবেশেও নিয়ন্ত্রণ আনা হয়। মেন হোস্টেলে ঢোকা-বেরনোর সময়ে কড়া নজরদারির ব্যবস্থা করা হয়েছে। 

এতদিন গেস্ট হিসাবে বহিরাগত ও প্রাক্তনীরা আসতেন। শুধু তাই নয়, দিনের পর দিন অবাধে থেকেও যেতেন। সেই অব্যবস্থা এবার বন্ধ করা হয়েছে।

Advertisement

ঘটনার পর পর বেশ কিছু জনস্বার্থ মামলা দায়ের হয় কলকাতা হাইকোর্টে। তৃণমূল ছাত্র পরিষদের নেতা সুদীপ রাহাও হাইকোর্টে একটি জনস্বার্থ মামলা দায়ের করেন। এদিন সেই মামলারই শুনানি ছিল। আর তখনই এই নির্দেশ দেয় কলকাতা হাইকোর্ট। 

Read more!
Advertisement

RECOMMENDED

Advertisement