Advertisement

Metro Services Disrupted: ব্যস্ত সময়ে ফের মেট্রো বিভ্রাট, চাঁদনি চকে কামরার নীচে আগুনের ফুলকি

ফের অফিস টাইমের ব্যস্ত শহরে মেট্রো বিভ্রাট। বৃহস্পতিবার সকাল ৮টা নাগাদ চাঁদনি চক স্টেশনে শহিদ ক্ষুদিরামমুখী একটি মেট্রোর কামরায় আগুন লাগে। তড়িঘড়ি মেট্রো থেকে নামিয়ে আনা হয় যাত্রীদের। সেন্ট্রাল–সহ বিভিন্ন স্টেশনে দাঁড়িয়ে পড়ে পরের মেট্রোগুলি। ফলে সকালেই ভোগান্তির শিকার হতে হয় যাত্রীদের।

 ফের অফিস টাইমের ব্যস্ত শহরে মেট্রো বিভ্রাট ফের অফিস টাইমের ব্যস্ত শহরে মেট্রো বিভ্রাট
Aajtak Bangla
  • কলকাতা,
  • 31 Jul 2025,
  • अपडेटेड 10:01 AM IST

ফের অফিস টাইমের ব্যস্ত শহরে মেট্রো বিভ্রাট। বৃহস্পতিবার সকাল ৮টা নাগাদ চাঁদনি চক স্টেশনে শহিদ ক্ষুদিরামমুখী একটি মেট্রোর কামরায় আগুন লাগে। তড়িঘড়ি মেট্রো থেকে নামিয়ে আনা হয় যাত্রীদের। সেন্ট্রাল–সহ বিভিন্ন স্টেশনে দাঁড়িয়ে পড়ে পরের মেট্রোগুলি। ফলে সকালেই ভোগান্তির শিকার হতে হয় যাত্রীদের। 

জানা গেছে চাঁদনি চক স্টেশনে শর্ট সার্কিট থেকে মেট্রোর রেকে আগুন লেগে যায়। যার ফলে দক্ষিণেশ্বর–শহিদ ক্ষুদিরাম যাত্রাপথে সাময়িক ব্যাহত হয় মেট্রো রেল পরিষেবা। মেট্রো কর্মীরা অবশ্য জানিয়েছেন, সাময়িক ব্যাহত হওয়ার পর পরিষেবা ফের স্বাভাবিক হয়েছে। ক্ষতিগ্রস্ত মেট্রোটিকে কারশেডে পাঠানো হয়েছে। 

এদিন চাঁদনী চক মেট্রো স্টেশনে সকাল আটটা নাগাদ  মেট্রোর রেক প্রবেশ করতেই তুমুল চাঞ্চল্য তৈরি হয়। যাত্রীদের একাংশ দেখেন একটি কামরার  নিচ থেকে আগুনের ফুলকি বেরচ্ছে। সঙ্গে-সঙ্গে উত্তেজনা  তৈরি হয়। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে আসেন ইঞ্জিনিয়ররা। মেট্রো রেকটিকে খালি করে দেওয়া হয়। সেই সময় বেশ খানিক্ষণ পরিষেবা ব্যহত হয়। অপরদিকে রেকটিকে খালি করে কারশেডে নিয়ে যাওয়া হয়। ওই রেকের যাত্রীদের পরবর্তী মেট্রোতে পাঠানো হয়। বর্তমানে পরিষেবা স্বাভাবিক হয়েছে বলে জানা যাচ্ছে। 

কেন হঠাৎ মেট্রোর তলা থেকে আগুনের ফুলকি বেরল তা খতিয়ে দেখছেন ইঞ্জিনিয়ররা। প্রসঙ্গ কলকাতার  লাইফ লাইন মেট্রো। প্রতিদিন কয়েক লক্ষ মানুষ মেট্রোয় যাতায়াত করেন। 

Read more!
Advertisement
Advertisement