Advertisement

Firhad Hakim: হাওড়ায় ধসে বিপর্যস্ত ৯৬ পরিবারকে ‘বাংলার বাড়ি’, ঘোষণা ফিরহাদের

হাওড়ার বেলগাছিয়ায় ভাগাড় ধসে ক্ষতিগ্রস্ত ৯৬টি পরিবারকে পুনর্বাসন দেওয়ার সিদ্ধান্ত নিল সরকার। ওই পরিবারগুলিকে নতুন ঘর বানিয়ে দেওয়া হবে ‘বাংলার বাড়ি’ প্রকল্পের আওতায়। পাশাপাশি, এলাকায় বড় নিকাশি নালা এবং রাস্তা তৈরির দায়িত্ব নিয়েছে কলকাতা মেট্রোপলিটন ডেভেলপমেন্ট অথরিটি (কেএমডিএ)।

হাওড়ার ভাগাড়ে মেয়র ফিরহাদ হাকিম।-ফাইল ছবিহাওড়ার ভাগাড়ে মেয়র ফিরহাদ হাকিম।-ফাইল ছবি
Aajtak Bangla
  • কলকাতা,
  • 25 Mar 2025,
  • अपडेटेड 6:45 PM IST
  • হাওড়ার বেলগাছিয়ায় ভাগাড় ধসে ক্ষতিগ্রস্ত ৯৬টি পরিবারকে পুনর্বাসন দেওয়ার সিদ্ধান্ত নিল সরকার।
  • ওই পরিবারগুলিকে নতুন ঘর বানিয়ে দেওয়া হবে ‘বাংলার বাড়ি’ প্রকল্পের আওতায়।

হাওড়ার বেলগাছিয়ায় ভাগাড় ধসে ক্ষতিগ্রস্ত ৯৬টি পরিবারকে পুনর্বাসন দেওয়ার সিদ্ধান্ত নিল সরকার। ওই পরিবারগুলিকে নতুন ঘর বানিয়ে দেওয়া হবে ‘বাংলার বাড়ি’ প্রকল্পের আওতায়। পাশাপাশি, এলাকায় বড় নিকাশি নালা এবং রাস্তা তৈরির দায়িত্ব নিয়েছে কলকাতা মেট্রোপলিটন ডেভেলপমেন্ট অথরিটি (কেএমডিএ)। মঙ্গলবার নিউটাউনে পুর আধিকারিকদের সঙ্গে বৈঠক শেষে এই ঘোষণা করেন পুর ও নগরোন্নয়ন মন্ত্রী ফিরহাদ হাকিম।

বাংলার বাড়িতে পুনর্বাসন
ফিরহাদ হাকিম জানান, হাওড়ার ধসে ৯৬টি পরিবার বিপর্যস্ত হয়েছে। তাঁদের নতুন করে ঘর বানিয়ে দেবে পুরসভা। প্রকল্পটির আওতায় বাংলার বাড়ি তৈরি হবে, যা সম্পূর্ণ হতে এক থেকে দেড় বছর সময় লাগবে বলে জানিয়েছেন তিনি। ফিরহাদ সংবাদমাধ্যমকে বলেন, “ক্ষতিগ্রস্ত পরিবারগুলির পুনর্বাসনের জন্য বাংলার বাড়ি তৈরি করা হবে। দেড় বছরের মধ্যেই কাজ শেষ হবে।”

নিকাশি নালা ও রাস্তার উন্নয়নে কেএমডিএ
ক্ষতিগ্রস্ত এলাকায় বড় নিকাশি নালা এবং রাস্তা তৈরির দায়িত্ব নিয়েছে কেএমডিএ। হাওড়া পুরসভা শুধুমাত্র ছোটখাটো মেরামতি ও রক্ষণাবেক্ষণের কাজ করবে। ফিরহাদ জানান, “পানিহাটির মতো হাওড়ায় বড় নিকাশি নালা এবং রাস্তা তৈরি করবে কেএমডিএ। এছাড়াও ভাগাড় সংক্রান্ত কাজ এবং বাংলার বাড়ির সমস্ত দায়িত্ব নেবে কলকাতা পুরসভা।”

ভাগাড়ের মাটি পরীক্ষা ও পরবর্তী পদক্ষেপ
ভাগাড় ধসের কারণ খতিয়ে দেখতে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের বিশেষজ্ঞ দল মাটির নমুনা সংগ্রহ করে পরীক্ষা করেছে। রিপোর্ট পাওয়ার পর ভাগাড় নিয়ে পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে বলে জানিয়েছেন ফিরহাদ।

বিপর্যয়ের পরবর্তী পরিস্থিতি
দিনকয়েক আগে হাওড়ার বেলগাছিয়ায় ভাগাড়ের ধসের কারণে পাইপলাইন ফেটে যায়। আশপাশের অবৈধ দখল করা বাড়িগুলিতে ফাটল ধরে। রাস্তাতেও ফাটল দেখা দেয় এবং বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। পরিস্থিতির দ্রুত সমাধানের জন্য ফিরহাদ হাকিম প্রশাসনিক বৈঠক করেন এবং ক্ষতিগ্রস্ত পরিবারগুলির পুনর্বাসনের আশ্বাস দেন।


 

Read more!
Advertisement
Advertisement