Advertisement

Firhad Hakim: 'এনাফ ইজ এনাফ, অ্যাক্ট নাও', কসবা-কাণ্ডে পুলিশকে কড়া বার্তা ফিরহাদের

তৃণমূল কাউন্সিলরকে খুনের চেষ্টায় এবার ফিরহাদ হাকিমের নিশানায় পুলিশ। কসবার তৃণমূল কাউন্সিরকে প্রকাশ্যে খুনের চেষ্টাকে ঘিরে তীব্র চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। এবার এই নিয়ে পুলিশের বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করলেন পুরমন্ত্রী ফিরহাদ হাকিম। 

Aajtak Bangla
  • কলকাতা,
  • 16 Nov 2024,
  • अपडेटेड 4:15 PM IST

তৃণমূল কাউন্সিলরকে খুনের চেষ্টায় এবার ফিরহাদ হাকিমের নিশানায় পুলিশ। কসবার তৃণমূল কাউন্সিরকে প্রকাশ্যে খুনের চেষ্টাকে ঘিরে তীব্র চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। এবার এই নিয়ে পুলিশের বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করলেন পুরমন্ত্রী ফিরহাদ হাকিম। 

এদিন সাংবাদিক সম্মেলনে ফিরহাদ বলেন, 'এনাফ ইজ এনাফ। উত্তরপ্রদেশের কালচার, বিহারের কালচার, আহমেদাবাদের কালচার এখানে ঢুকতে দেওয়া যাবে না। এটা আমাদের সংস্কৃতি নয়। আমাদের কাউন্সিলরের যদি প্রাণ যেত, তাঁর পরিবারের ক্ষতি হত। আমাদের দলের ক্ষতি হত। তাই পুলিশকে বলব অ্যাক্ট নাও। মুখ্যমন্ত্রী বারবার বলার পরেও এত আর্মস আসছে কীভাবে। বলছে মুঙ্গের থেকে নাকি আর্মস আসছে। তাহলে সেটা আটকানো যাচ্ছে না কেন? পুলিশ কী করছে? ইন্টেলিজেন্স কোথায়?'

তিনি আরও বলেন, 'যদি জল জমে তাহলে তো আমাকে ব্যবস্থা করতে হবে। তেমনই বাইরে থেকে আর্মস এলে সেটা আটকানো তো পুলিশের দায়িত্ব। জল জমলে তো সেটা লোকে পুলিশকে গিয়ে লোকে বলবে না। তেমনই আর্মস এলে তো সেটা তো আটকানো পুলিশের কাজ। আর্মস আটকানো সুশান্ত ঘোষের কাজ নয়। এটা আটকানো আমার কাজ নয়। আর্মস আটকানো পুলিশের কাজ।'

পুলিশ কমিশনার মনোজ বর্মা এদিন নিজে ঘটনাস্থল পরিদর্শনে যান। তিনি বলেন, 'একজনকে পাবলিক ধরেছে। আর্মস পাওয়া গিয়েছে। পরে আরও একজনকে ধরা হয়েছে। তদন্ত চলছে। আমরা সমস্ত দিক থেকে খতিয়ে দেখছি।'

উল্লেখ্য, এখনও পর্যন্ত ২ জনকে গ্রেফতার করা হয়েছে। এর পাশাপাশি এই ঘটনায় জড়িত থাকার সন্দেহে আরও একজনকে আটক করেছেন কলকাতা পুলিশের তদন্তকারীরা।

Read more!
Advertisement

RECOMMENDED

Advertisement