মহালয়ার দিন কলকাতায় শ্যুটআউট। চারু মার্কেটে জিমের মধ্যে চলল গুলি। জিমের মালিককে লক্ষ্য করে ২ রাউন্ড গুলি চলেছে। হেলমেট ও রেন কোট পরে জিমে চড়াও হয় ২ দুষ্কৃতী। তারপর গুলি চালিয়ে চলে যায়। দুপুর সাড়ে ১২ টা নাগাদ ঘটে ঘটনাটি। তবে ঘটনায় কোনও হতাহতের ঘটনা ঘটেনি। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে।
রবিবার সকালে অন্যান্য রবিবারের মতোই চারু মার্কেট এলাকার ‘দ্য কালচার’ জিমে ছিল ভিড়। সাড়ে ১২টা নাগাদ দুটি বাইকে চার যুবক আসে। তারা রেনকোট ও হেলমেট পরে ছিল। তার মধ্যে দু'জন দোতলায় জিমে উঠে যায়। বাকি দুজন বাইক রেডি করে দাঁড়িয়েছিল। দুই অজ্ঞাত পরিচয় যুবক দোতলায় উঠে এসে জিমের মালিক জয়ের খোঁজ করে। রিসেপশনিস্ট জয়কে ডেকে আনতে গেলে সেই সময়েই ওই দুই যুবক দু রাউন্ড গুলি চালায়। তারপর তারা নীচে নেমে এসে বাইকে করে পালিয়ে যায়।
ঘটনার সঙ্গে সঙ্গেই স্থানীয়রা খবর দেয় কলকাতা পুলিশে। ঘটনাস্থলে পৌঁছয় লালবাজারের গোয়েন্দা বিভাগের আধিকারিকরা। চারু মার্কেট থানায় অভিযোগ দায়ের হয়েছে। অজ্ঞাত পরিচয় যুবকদের ধরতে চেষ্টা করছে পুলিশ। এলাকার সিসিটিভি খতিয়ে দেখা হচ্ছে। স্থানীয় মানুষজন ও জিমে সেই সময় উপস্থিত থাকা লোকজনকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। জিমের মালিককেও জিজ্ঞাসাবাদ শুরু করেছে পুলিশ। পুরনো শত্রুতা বা কারও সঙ্গে বিবাদের বিষয়ে তাঁর কাছে জানতে চাওয়া হচ্ছে বলে পুলিশ সূত্রে খবর।