ফের শহর কলকাতায় গুলি। মাঝরাতে ব্যাপক উত্তেজনা দক্ষিণ কলকাতার কসবায়। জানা যাচ্ছে, ময়লা ফেলাকে কেন্দ্র করে অশান্তির জেরেই গুলি চালায় এক যুবক। অভিযুক্তকে ইতিমধ্যে গ্রেফতার করেছে পুলিশ।
জানা যাচ্ছে, মঙ্গলবার রাত সাড়ে ১০টা নাগাদ কসবার বৈকুণ্ঠপুর এলাকায় ঘটনাটি ঘটেছে। অভিযুক্ত যুবকের নাম সৌমিত মণ্ডল। স্থানীয় সূত্রে খবর, রাস্তার উপর আবর্জনা ফেলাকে কেন্দ্র করে স্থানীয় ক্লাবের সদস্যদের সঙ্গে তুমুল বচসা হয় এলাকার বাসিন্দা সৌমিতের। স্থানীয়দের অভিযোগ, সৌমিত নিয়মিত রাস্তার ওপর ময়লা ফেলেন। তা ঘিরে ক্লাবের সদস্যরা প্রতিবাদ করায় ওই যুবক এলোপাথাড়ি গুলি চালান।
মঙ্গলবার রাতে এলাকারই একটি ক্লাবের সামনে নোংরা ফেলতে গিয়েছিলেন সৌমিত। স্বাভাবিকভাবেই স্থানীয়রা তাঁকে বারণ করে। সেই সময় নাকি ঘরে ফিরে যায় সে। কিছুক্ষণ পর ফিরে আসে হাতে পিস্তল নিয়ে। শূন্য দু রাউন্ড গুলি চালায় বলে অভিযোগ। ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক উত্তেজনা ছড়ায় এলাকায়। খবর দেওয়া হয় থানায়। রাতেই অভিযুক্ত যুবক সৌমিত মণ্ডলকে গ্রেফতার করা হয়েছে।
ধৃত যুবক নিজেকে পুলিশ কর্মীর ছেলে বলে পরিচয় দিত বলে অভিযোগ। পুলিশের স্টিকার দেওয়া গাড়িতেও ঘুরত। বাবার লাইসেন্স প্রাপ্ত পিস্তল থেকেই ওই যুবক রাতে গুলি চালিয়েছে বলে খবর। পরপর দু'বার গুলি চালান অভিযুক্ত। যদিও ঘটনায় কেউ আহত হননি। এই ঘটনায় স্বাভাবিক ভাবেই আতঙ্ক ছড়িয়েছে স্থানীয়দের মধ্যে। বিষয়টি নিয়ে মাঝরাতেই থানায় অভিযোগ জানানো হয়। বুধবার সকালেও অভিযুক্তের ফ্ল্যাটটি পুলিশ ঘিরে রেখেছিল। তাঁর কাছে বন্দুক কীভাবে এল, লাইসেন্স রয়েছে কি না, বিষয়গুলি খতিয়ে দেখছে পুলিশ।