পূর্ব রেলের ইতিহাসে নতুন অধ্যায় রচিত হতে চলেছে। এই প্রথম শিয়ালদা–রানাঘাট শাখায় চালু হচ্ছে সম্পূর্ণ এসি লোকাল ট্রেন। উদ্বোধন হবে ১০ অগস্ট, আর যাত্রী পরিষেবা শুরু ১১ অগস্ট থেকে।
রেল সূত্রে জানা গেছে, বিনা টিকিটে যাতে কেউ এই ট্রেনে উঠতে না পারে, সেজন্য কড়া টিকিট চেকিং হবে এবং আরপিএফ কর্মীরাও থাকবেন। রেলের নিয়ম অনুযায়ী, বিনা টিকিটে ধরা পড়লে যাত্রীকে ২৫৫ টাকা জরিমানা এবং তার সঙ্গে ট্রেনভাড়া দিতে হবে। অর্থাৎ, ন্যূনতম ৩৫ টাকা থেকে সর্বোচ্চ ১২০ টাকা পর্যন্ত ভাড়া জরিমানার সঙ্গে যুক্ত হবে।
রুট ও সময়সূচি
প্রথম পর্যায়ে প্রতিদিন দু’বার চলবে এই এসি লোকাল। সকালে ৮:২৯-এ রানাঘাট থেকে ছেড়ে শিয়ালদা পৌঁছবে সকাল ১০:১০-এ। সন্ধ্যায় ৬:৫০-এ শিয়ালদা থেকে ছেড়ে রাত ৮:৩২-এ পৌঁছবে রানাঘাটে। পথে থামবে বিধাননগর, দমদম, সোদপুর, খড়দহ, ব্যারাকপুর, নৈহাটি, কাঁচরাপাড়া, কল্যাণী ও চাকদহে।
ভাড়া ও টিকিটের ধরন
শিয়ালদা থেকে দমদম পর্যন্ত ভাড়া ৩৫ টাকা (মাসিক ৬২০ টাকা), ব্যারাকপুর পর্যন্ত ৬০ টাকা (মাসিক ১,২৭৫ টাকা), নৈহাটি পর্যন্ত ৯০ টাকা (মাসিক ১,৮১০ টাকা) এবং রানাঘাট পর্যন্ত ১২০ টাকা (মাসিক ২,৪৩০ টাকা) ধার্য হয়েছে। যাত্রীরা মাসিকের পাশাপাশি সাপ্তাহিক টিকিটও কাটতে পারবেন এবং অনলাইন অ্যাপের মাধ্যমেও টিকিট কেনা যাবে।
সুবিধা ও সম্ভাবনা
ট্রেনটিতে ১২টি এসি কোচ থাকবে, যাতে প্রায় ১,২০০ যাত্রী যাতায়াত করতে পারবেন। থাকবে উন্নত সিটিং ব্যবস্থা ও আধুনিক ডিজিটাল ডিসপ্লে। পূর্ব রেল কর্তৃপক্ষ আশা করছে, আরামদায়ক ভ্রমণ এবং তুলনামূলক সস্তা ভাড়ার কারণে শুরু থেকেই এই ট্রেনে যাত্রীদের ভিড় উপচে পড়বে।
রেল আধিকারিকদের দাবি, রানাঘাট থেকে প্রাইভেট গাড়িতে কলকাতা যেতে প্রায় ২,০০০ টাকা খরচ হয়, যেখানে মাত্র ১২০ টাকায় একই দূরত্ব অতিক্রম করা যাবে এই এসি লোকালে। যাত্রী চাহিদা ও পরিষেবার মান দেখে ভবিষ্যতে এর সংখ্যা ও রুট বাড়ানোর পরিকল্পনাও রয়েছে।