Advertisement

Noapara- Airport Metro: নোয়াপাড়া-এয়ারপোর্ট রুটে ছুটল মেট্রো, সফল প্রথম ট্রায়াল রান; কবে চালু?

নোয়াপাড়া থেকে ছুটল বিমানবন্দরের মেট্রো। শুক্রবার সফলভাবে হল প্রথম ট্রায়াল রান। নোয়াপাড়া থেকে জয় হিন্দ বিমান বন্দর মেট্রো স্টেশনে প্রথম ট্রায়াল রানটি করা হয়। চলতি বছরেই এই মেট্রো রুট চালু হওয়ার কথা৷ তাহলে আরও একটি মাউলস্টোন ছোঁবে কলকাতা মেট্রো। এই মেট্রো চালু হলে কলকাতা, বিমানবন্দর ও উত্তর ২৪ পরগণার মধ্যে সংযোগ আরও মসৃণ হয়ে যাবে।

প্রতীকী ছবিপ্রতীকী ছবি
Aajtak Bangla
  • কলকাতা,
  • 25 Jan 2025,
  • अपडेटेड 9:51 AM IST

নোয়াপাড়া থেকে ছুটল বিমানবন্দরের মেট্রো। শুক্রবার সফলভাবে হল প্রথম ট্রায়াল রান। নোয়াপাড়া থেকে জয় হিন্দ বিমান বন্দর মেট্রো স্টেশনে প্রথম ট্রায়াল রানটি করা হয়। চলতি বছরেই এই মেট্রো রুট চালু হওয়ার কথা৷ তাহলে আরও একটি মাউলস্টোন ছোঁবে কলকাতা মেট্রো। এই মেট্রো চালু হলে কলকাতা, বিমানবন্দর ও উত্তর ২৪ পরগণার মধ্যে সংযোগ আরও মসৃণ হয়ে যাবে।

গত কয়েক বছরে মেট্রো রুট অনেকটা বর্ধিত হয়েছে। সফলভাবে এই নতুন রুটের পূর্ণাঙ্গ ট্রায়াল রান হয়েছে। পুরোপুরি মেট্রো চালু হওয়া এখন সময়ের অপেক্ষা। শুক্রবার জয় হিন্দ বিমানবন্দর মেট্রো স্টেশনে যাওয়ার পথে দমদম ক্যান্টনমেন্ট স্টেশনে রেকটি থামে। জেনারেল ম্যানেজার সেই স্টেশনটি পরিদর্শন করেন। 

ট্রায়াল রেকটি দুপুর ১২টা ৩১ মিনিটে জয় হিন্দ বিমান বন্দর মেট্রো স্টেশনে পৌঁছয়। জয় হিন্দ মেট্রো স্টেশন থেকে রেকটি ফেরার যাত্রা শুরু হয় বেলা ১টা ৫৭ নাগাদ শুরু হয় এবং ২টো ২১ মিনিটে নোয়াপাড়া মেট্রো স্টেশনে পৌঁছয়। অর্থাৎ, নোয়াপাড়া থেকে ৩৬ মিনিটে পৌঁছে যাওয়া যাবে বিমানবন্দর। বাকি থাকা কিছু কাজ দ্রুত শেষ করার নির্দেশ দিয়েছেন রেলের এই উচ্চপদস্থ কর্তা। 

এই রুটে চারটি স্টেশন থাকবে- নোয়াপাড়া, দম দম ক্যান্টনমেন্ট, যশোর রোড এবং জয় হিন্দ বিমান বন্দর। আবার নোয়াপাড়া সংযুক্ত একদিকে দক্ষিণেশ্বর অন্যদিকে গড়িয়া পর্যন্ত। ফলে দক্ষিণ ২৪ পরগণা থেকে বিমানবন্দরে আসাও সহজ হয়ে গেল।
 

Read more!
Advertisement
Advertisement